WB Assembly Election 2021 LIVE Updates: মাননীয়া বলেছেন ভবানীপুর বড় বোন, নন্দীগ্রাম মেজ বোন, এবার ডোমজুড় ও বালিকে সেজ ও ছোটবোন বলবেন, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

জয় শ্রীরাম বলব সব জায়গায়। নেতাজির জন্মদিবস উপলক্ষ্যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে জয় শ্রীরাম স্লোগানে মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রসঙ্গে বললেন দিলীপ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 26 Jan 2021 05:47 PM
আমি ২৪শে ডিসেম্বর বলেছিলাম, 'কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে'। কাল পুরশুড়ায় গিয়ে আমার স্লোগান নকল করেছে তৃণমূল নেত্রী। নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন শুভেন্দু অধিকারী।
আমি ২৪শে ডিসেম্বর বলেছিলাম, 'কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে'। কাল পুরশুড়ায় গিয়ে আমার স্লোগান নকল করেছে তৃণমূল নেত্রী। নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন শুভেন্দু অধিকারী।
আজ নন্দীগ্রামে জয় শ্রীরাম স্লোগান দিয়ে বক্তব্য শুরু করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, "আপনারা দেখেছেন লকডাউনে চাল চুরি, আমফানে ত্রিপল আর টাকা চুরি, করোনাতে ভ্যাকসিন চুরি আর গতকাল সভায় গিয়ে এদের নেত্রী বিজেপির স্লোগানও চুরি করলেন। তবে খাটে উঠে গিয়েছে, এখন আর কৃষ্ণ নাম নিয়ে কিছু হবে না। এখন হরিবোল বলতে হবে।" পাশাপাশি তৃণমূলকে তাঁর আক্রমণ, "নৌকা ফুটো হয়ে গেছে।" আজ প্রজাতন্ত্র দিবসে নন্দীগ্রামে কৃষকদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন তিনি।
প্রবীর ঘোষালকে তৃণমূলের শো কজ




সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দেওয়ার পরই দল বিরোধী কাজের অভিযোগে তৃণমূল শো কজ করল প্রবীর ঘোষালকে।
'ভাল লোকেরা এখানে থাকতে পারে না'




রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত স্বচ্ছ ভাবমূর্তির ভাল মানুষ এখানে থাকতে পারলেন না। বললেন প্রবীর।
জেলা কোর কমিটির পদ থেকে ইস্তফা




হুগলি জেলার কোর কমিটি ও জেলা তৃণমূলের মুখপাত্রের পদ থেকে প্রবীরের ইস্তফা।
'দল ছাড়া বা বিজেপিতে যাওয়া নিয়ে এখনও সিদ্ধান্ত নিইনি'




ভোটের মুখে আমি বেসুরো হইনি। দীর্ঘদিন ধরে সমস্যার কথা বলে আসছি। দলীয় বৈঠকেও বলেছি, বাইরেও বলেছি।
'দলের পচা মুখগুলোকে সরানো উচিত'




শুধু তোষামোদ করে চলার লোক নই। এ সব তৃণমূলের পতনের ইঙ্গিত কিনা মানুষ ঠিক করবে।
'আমি আজই দল ছাড়ছি না'




আজই আমি দল ছাড়ছি না। তবে মুখ্যমন্ত্রী বলার পরেও আমার সমস্যা মেটেনি। প্রশান্ত কিশোরের কাজকর্মের পরেও দলের উন্নতি কিছু হয়নি, বরং অন্তঃকলহ বেড়েছে।
'ক্ষোভে মুখ্যমন্ত্রীর সভায় যাইনি'




দলে একটি চক্র সক্রিয়, তারা আমায় ভোটে হারাতে চায়। ক্ষোভে, অভিমানে মুখ্যমন্ত্রীর সভায় যাইনি। বিধায়ক পদ ছাড়ব ভেবেছিলাম কিন্তু স্থানীয় লোকজন বলছেন, আধার কার্ড, স্কলারশিপ ইত্যাদিতে বিধায়কের সই লাগে।
বেসুরো প্রবীর ঘোষাল




আমি নবগ্রাম হীরালাল কলেজের ছাত্র ছিলাম। গভর্নিং বডি আমিই তৈরি করেছিল। কিন্তু প্রশাসনিক ভবনের উদ্বোধনে আমাকে ডাকা হয়নি, বলা হল, বিধায়ককে নয়, আমন্ত্রণ করা হবে শুধু সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। বললেন প্রবীর ঘোষাল।

আজ সাংবাদিক বৈঠক করবেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল




বেশ কিছুদিন ধরেই বেসুরো উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। গতকাল পুরশুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতেও গরহাজির ছিলেন তিনি। এর আগে দলের একাংশ তাঁকে নির্বাচনে হারাতে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক। তাই আজ সাংবাদিক বৈঠকে তিনি কী বার্তা দেন, তার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
মঙ্গলবার সকালের খবর



সব জায়গায় বলব জয় শ্রীরাম, বললেন দিলীপ




এবার সব জায়গাতেই জয় শ্রীরাম বলব, গতকাল তারাপীঠে পৌঁছে নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের। ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্ম জয়ন্তী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ায় প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী। তার প্রেক্ষিতেই বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্য।

আজ সকালে তারাপীঠ মন্দিরে পুজো দেন দিলীপ ঘোষ। বলেন, রাজ্যবাসীর সুখ-শান্তি কামনায় পুজো দিয়েছি। এবারের নির্বাচনে রাজ্যে আমরা ২০০ আসন পাব।
অভিষেককে আক্রমণ করে শুভেন্দু আরও বলেন, নেতাজির জন্মস্থান নিয়েও ভুল তথ্য দিয়েছেন ভাইপো। বাংলায় নয় নেতাজি কটকে জন্মেছিলেন। নেতাজি পুরুষোত্তম রামের উপাসক ছিলেন।বাংলায় প্রকৃত রামরাজ্য নরেন্দ্র মোদির নেতৃত্বে গড়ে উঠবে। আমার বাড়িতে পদ্ম ফুটতে শুরু করেছে। ১৬ ফেব্রুয়ারি ভাইপো আপনার বাড়িতেও পদ্ম ফোটাব। এই ভাষাতেও অভিষেককে হুঁশিয়ারি দেন শুভেন্দু।
‘গতকাল তোলাবাজ ভাইপো বলেছে শুভেন্দু ঘুষখোর, মধুখোর। ‘ছোট বয়স থেকে হাত পাকিয়েছে কীভাবে চিটিংবাজি করা যায়’ তমলুকের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাব দিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শুভেন্দুর আরও সংযোজন, বলেছে আমাকে তোয়ালে মুড়িয়ে কী নিতে দেখা গেছেষ তাহলে সুব্রত, কাকলি, ফিরহাদ, সৌগতদের কী হবে? পাশাপাশি বিজেপিতে যোগদানের আগে-পরে কর্মীদের উপর অত্যাচার শুরু হয়েছে, মিথ্যে মামলায় ফাঁসানো, হামলা, মারধর, ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
রক্ত দিয়ে কাজ করব, বহিরাগত বিজেপিকে ঢুকতে দেব না। জেলে থাকব, বিজেপির ঘরে থাকতে রাজি নই। মাথা নত করব একমাত্র জনগণের সামনে। বিজেপিকে তিনি কোনওমতেই মেনে নিতে নারাজ, এই স্পষ্ট বার্তা দেন মুখ্য়মন্ত্রী।
ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলতে ওঠার সময় জয় শ্রী রাম ধ্বনি ওঠা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কয়েকজন ধর্মান্ধ প্রধানমন্ত্রীর সামনে আমায় টিজ করছে। নেতাজিকে নিয়ে অনুষ্ঠানে নেতাজিকেই অপমান করেছ। বিজেপি ভোটে জিততে টাকাপয়সা ছড়াচ্ছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, বিজেপি টাকা দিলে টাকা নিয়ে মাংস-ভাত খান। ভোটের বাক্সে গিয়ে ভোটটা উল্টে দিন। তিনি বিজেপি বর্ধমানে নিজেদের পার্টি অফিসে আগুন জ্বালাচ্ছে, ব্যারাকপুরেও গণ্ডগোল পাকাচ্ছে বলে অভিযোগ তোলেন। সেইসঙ্গে জানিয়ে দেন, বাইরের গুন্ডাদের আমরা ঢুকতে দেব না।
দলত্যাগী শুভেন্দু অধিকারী ‘হরেকৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে’ বলে যে ডাক দিয়েছেন, তার পাল্টা পুরশুড়ার সভা থেকে মমতা স্লোগান দেন, হরেকৃষ্ণ হরেরাম, বিদায় নাও বিজেপি-বাম। ‘যারা যেতে চায়, তাড়াতাড়ি ল্যাজ গুটিয়ে পালাও’ বলেও মন্তব্য করে তিনি জানিয়ে দেন, ভোটের পর যাঁরা আসতে চাইবেন, তাঁদের আমরা নেব না।
ভোটের পর যাঁরা আসতে চাইবেন, তাঁদের আমরা নেব না,
যারা যেতে চায়, তাড়াতাড়ি ল্যাজ গুটিয়ে পালাও। পুরশুড়ার সভামঞ্চে বললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়
‘গাছ থেকে পড়ে গিয়ে কেউ নেতা হয় না’। বললেন মুখ্যমন্ত্রী। ভাষণের শুরুতেই তিনি খোঁজ করেন দলের বুথকর্মীদের। বলেন, তাঁরাই ভোটের কাজ করেন। তাঁরাই দলের সম্পদ। তারপরই তিনি ওই মন্তব্য করেন। তিনি কারও নাম না তুললেও তাঁর দল থেকে শুভেন্দু অধিকারী সহ একগুচ্ছ নেতার শিবির বদলে বিজেপিতে যোগদানের পরিপ্রেক্ষিতে জল্পনা উঠেছে, দলত্যাগীদেরই কি নিশানা করলেন তিনি?
সভা বানচালের চেষ্টার অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফে।
পুরশুড়ায় মুখ্যমন্ত্রীর জনসভার মঞ্চে ইন্টারনেট বিভ্রাট। ইন্টারনেট সংযোগ আচমকা বিচ্ছিন্ন হওয়ায় সেখান থেকেই সার্ভিস প্রোভাইডারকে ফোন করে তিরস্কার করেন তিনি।
হুগলি জেলায় ২-৩ বছরের মধ্যে বাঁধ নির্মাণ, বন্যারোধের ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়ে তিনি অতীতের প্রসঙ্গ টেনে বলেন, এখানে বন্যা হলেও কেউ দেখত না। সেইসঙ্গে বলেন, হুগলি থেকে উত্তরবঙ্গে যেতে আলাদা রাস্তা হবে।
সব ধর্মের মানুষ হুগলিতে শান্তিতে আছেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও আশ্বাস দেন, ভোটের আগে সবাই স্বাস্থ্যসাথী স্মার্টকার্ড না পেলে অস্থায়ী কার্ড দেওয়া হবে। ওই কার্ডে নিখরচায় চিকিত্সা করানো যাবে এইমস ও ভেলোরে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিত্সা হবে। কোথাও চিকিত্সা না পেলে, থানায় যান, পদক্ষেপ নেব। দুয়ারে সরকারে ১০ লক্ষ জাতি শংসাপত্র দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। বলেন, আগামী দিনেও ফ্রি রেশন চালু রাখবে রাজ্য। দিচ্ছি...দেব..আমরা ছিলাম, আমরাই থাকব আসব বলেও দাবি করেন মমতা।
রাজনৈতিক নেতাদের সাধাসিধে জীবন এখনও দেখতে চায় মানুষ। সবাই যাতে ভালো থাকে সেটাই চান মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে পালন করেন অনাড়ম্বর জীবন। এসব কোনদিনই বুঝবেন না দিলীপ ঘোষেরা। পাল্টা সৌগত রায়ের।
হাওয়াই চটির গল্প দিয়ে মানুষকে বোকা বানানো যাবে না। মানুষ এখন উন্নয়ন চায়। জুতো পরতে চায়। বিজেপি সবার জন্য জুতোর ব্যবস্থা করবে। নবান্নে থাকবে হাওয়াই চটি, গতকাল এই মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার উত্তরে আজ কটাক্ষ দিলীপ ঘোষের।
পূর্ব মেদিনীপুরের তমলুকে আজ সভা করবেন শুভেন্দু অধিকারী। গত ১৯ জানুয়ারি হেঁড়িয়ায় শুভেন্দুর সভায় যোগ দিতে আসার পথে খেজুরির কয়েকজন বিজেপির কর্মীর ওপর হামলা হয় বলে অভিযোগ। ওই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আজ তমলুকে পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি রয়েছে বিজেপি নেতার। তার আগে তিনি তমলুকের হসপিটাল মোড় থেকে মানিকতলায় পুলিশ সুপারের অফিস পর্যন্ত মিছিল করে আসবেন। গতকাল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর বিরুদ্ধে যে যে অভিযোগ করেছেন, আজ তমলুকের সভা থেকে তাঁর জবাব দেবেন বলে জানিয়েছেন শুভেন্দু।
তমলুকে শুভেন্দু অধিকারীর সভার আগে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। গতকাল রাতে নন্দীগ্রামে বিজেপির একাধিক কর্মীর বাড়ি ও দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আহত কয়েকজন বিজেপি কর্মীকে ভর্তি করা হয়েছে তমলুক জেলা হাসপাতালে। প্রতিবাদে তেনুয়াতে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির।
হুগলির পুরশুড়ায় আজ সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিক্টোরিয়া মেমোরিয়াল কাণ্ডের পর এই প্রথম রাজনৈতিক কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের। হুগলিতে বেসুরো তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল সম্প্রতি দলের অস্বস্তি বাড়িয়েছেন।আসবেন কি বেসুরো তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল? উত্তরপাড়ার তৃণমূল বিধায়কের উপস্থিতি ঘিরে জল্পনা। এই পরিস্থিতিতে পুরশুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী কোনও বার্তা দেন কি না, সেটাই দেখার।
তমলুকে শুভেন্দু অধিকারীর সভার আগে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। নন্দীগ্রামে একাধিক বিজেপি কর্মীর দোকানে হামলা।বাড়ি ও দোকান ভাঙচুরের অভিযোগ
আহত বেশ কয়েকজন বিজেপি কর্মী। আহত বিজেপি কর্মীরা হাসপাতালে ভর্তি।অভিযোগ তৃণমূলের দিকে।অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
কোচবিহারের দেওয়ানহাটে বিজেপি কর্মীদের পিকনিকে হামলা। বোমাবাজি, চেয়ার ভাঙচুরের অভিযোগ।
অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দোষীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ বিজেপির।
পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।

প্রেক্ষাপট

বীরভূম: এবার সব জায়গাতেই জয় শ্রীরাম বলব, গতকাল তারাপীঠে পৌঁছে নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের। ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্ম জয়ন্তী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ায় প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী। তার প্রেক্ষিতেই বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্য।


আজ সকালে তারাপীঠ মন্দিরে পুজো দেন দিলীপ ঘোষ। বলেন, রাজ্যবাসীর সুখ-শান্তি কামনায় পুজো দিয়েছি। এবারের নির্বাচনে রাজ্যে আমরা ২০০ আসন পাব।
মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.