কলকাতা: ভোটের ফল বেরোনোর পরই পদে ফিরলেন পুরোনো ডিজি, এডিজি। ডিজি পদে ফিরলেন বীরেন্দ্র, ফের এডিজি জাভেদ শামিম। ক্ষমতায় ফিরেই নবান্নে প্রথম বৈঠকে পুলিশের শীর্ষ পদে রদবদল করলেন মুখ্যমন্ত্রী।
এদিনই রাজ্যের তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।এরইমধ্যে বিজেপির অভিযোগ, রাজ্যজুড়ে তাদের কর্মীদের ওপর হামলা চলছে। এই অভিযোগে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ পালন করছে বিজেপি। রাজ্যপালও শপথগ্রহণের পর ভোট পরবর্তী হিংসার ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার কথা বলেন।
বিজেপি অভিযোগ করেছে, রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। রাজনৈতিক হিংসার ঘটনার ব্যাপারে শপথ গ্রহণের পরই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সব রাজনৈতিক দলকে শান্তি বজায় রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী। প্রতিহিংসাপরায়ণ না হতে আবেদন মুখ্যমন্ত্রীর। বললেন, “আমি সমস্ত রাজনৈতিক দলগুলিকে অনুরোধ করছি রাজ্যে শান্তি বজায় রাখার জন্য। বাংলার মানুষ হিংসা ভালোবাসে না।“ একইসঙ্গে তিনি বলেন, হিংসা ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, গত তিন মাস আইন-শৃঙ্খলার ব্যবস্থা নির্বাচন কমিশনের হাতে ছিল। আমি শপথ নিয়েছি। রাজ্যে শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
পুলিশ প্রশাসনের রদবদলের ইঙ্গিতও তিনি দিয়েছিলেন। সেই মতো পদে ফিরলেন পুরানো ডিজি ও এডিজি। উল্লেখ্য, ভোটের মুখে ডিজি-কে বদলের আগে এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিমকে পদ থেকে সরানো হয়। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় সি জগমোহনকে।মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই পুরানো ডিজি ও এডিজি-কে ফেরানো হল তাঁদের পদে।
সরানো হল পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে । সরানো হল পূর্ব মেদিনীপুরের জেলাশাসক স্মিতা পান্ডেকে। স্মিতা পান্ডেকে নিয়োগ করা হল ওয়েবেলের ম্যানেজিং ডিরেক্টর পদে। পূর্ব মেদিনীপুরের নতুন জেলাশাসক পূর্ণেন্দু মাজি।ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশনের সচিব পদে ছিলেন পূর্ণেন্দু মাজি।
উল্লেখ্য, নির্বাচন প্রক্রিয়া চলাকালে রাজ্যের পুলিশ প্রশাসনে একাধিক রদবদল করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ক্ষমতায় ফিরে আসার পর তৃণমূল সরকার আগামী দিনে আরও কিছু রদবদল করবে বলে জানা গেছে।