Panchayat Poll 2023 Live:৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ভিন রাজ্যের পুলিশ দিয়েই হচ্ছে রাজ্যে পঞ্চায়েত ভোট

Panchayat Poll 2023: কোচবিহার থেকে মুর্শিদাবাদ, জলপাইগুড়ি থেকে হুগলি.. পঞ্চায়েত নির্বাচনের সমস্ত খবর জানতে নজর থাকুক এবিপি লাইভ বাংলায়।

ABP Ananda Last Updated: 03 Jul 2023 11:49 PM
Panchayat Election 2023: ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ভিন রাজ্যের পুলিশ দিয়েই হচ্ছে রাজ্যে পঞ্চায়েত ভোট

৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ভিন রাজ্যের পুলিশ দিয়েই হচ্ছে রাজ্যে পঞ্চায়েত ভোট। এবারও কি বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী রাখবে না কমিশন? প্রশ্ন তুলে রাজ্য নির্বাচন কমিশনকে নিশানা করেছে বিজেপি। কেন ভোটের ৪ দিন আগে পাঠানো হচ্ছে বাহিনী, প্রশ্ন তুলেছে সিপিএম। 

Panchayat Election Live: আরও একবার অনুব্রতর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়

পঞ্চায়েত ভোটের মুখে অনুব্রতীন বীরভূমের সভায় ফোন মারফত বার্তা দেওয়ার সময় আরও একবার জেলবন্দি তৃণমূল নেতার পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দোষ প্রমাণ করতে পারেনি, ইচ্ছে করে আটকে রেখেছে। সুর চড়ালেন তৃণমূল নেত্রী। বিরোধীদের হারাতে দ্বন্দ্ব ভুলে দলীয় কর্মীদের একসঙ্গে কাজ করার বার্তাও দিলেন তিনি। 

Panchayat Election 2023: রাজ্যপালের বিরুদ্ধে এবার রাজ্য নির্বাচন কমিশনে তৃণমূল

রাজ্যপালের বিরুদ্ধে এবার রাজ্য নির্বাচন কমিশনে তৃণমূল। রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কমিশনকে চিঠি। সরেজমিনে সন্ত্রাস কবলিত এলাকায়, তৃণমূলের নিশানায় সিভি আনন্দ বোস।  'ভোট সংক্রান্ত কোনও বিষয়ে তদন্ত করতে পারেন না রাজ্যপাল', রাজ্যপালের ভূমিকাকে আইন বহির্ভূত বলে অভিযোগ তৃণমূলের।

Panchayat Election Live: ভোটের আগেই ১৫ জন খুনের পরেও মাত্র ৮% স্পর্শকাতর বুথ

দঃ ২৪ পরগনায় মাত্র ৮% স্পর্শকাতর বুথ! মুর্শিদাবাদে মাত্র ১০% স্পর্শকাতর বুথ! কোচবিহারের মাত্র ১৪% স্পর্শকাতর বুথ। ৬১ হাজার ৬৩৬টির মধ্যে স্পর্শকাতর মাত্র ৪ হাজার ৮৩৪টি বুথ। ভোটের আগেই ১৫জন খুনের পরেও মাত্র ৮% স্পর্শকাতর বুথ!

Panchayat Election 2023: ভোট লুঠ ঠেকাতে ফের দাওয়াই শুভেন্দু অধিকারীর

ভোট লুঠ ঠেকাতে ফের দাওয়াই শুভেন্দু অধিকারীর। 'চাকরি চুরির পর এবার ভোট লুঠের চেষ্টা করছে তৃণমূল। কমিশনকে সঙ্গে নিয়ে ভোট লুঠের ছক কষছে তৃণমূল কংগ্রেস, চারিদিকে ছাপা হচ্ছে নকল ব্যালট, সঙ্গে সঙ্গে থাকবেন। সেক্টর অফিস থেকে স্ট্রং রুম, দূরে-দূরে পাশে-পাশে থাকবেন। ভোটের পরে আরও ১৫দিন যেন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকে,' ধূপগুড়ির সভা থেকে দাবি শুভেন্দু অধিকারীর।

Panchayat Election Live: পঞ্চায়েত ভোটের মুখে কয়েক ঘণ্টার ব্যবধানে ৪ জেলার ৭টি জায়গা থেকে বোমা উদ্ধার

পঞ্চায়েত ভোটের মুখে কয়েক ঘণ্টার ব্যবধানে ৪ জেলার ৭টি জায়গা থেকে বোমা উদ্ধার হল। ব্যারাকপুরের শিউলি গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রার্থীর বাড়ির অদূরে বোমা বিস্ফোরণ, উদ্ধার হল একটি তাজা বোমা। আমডাঙার বোদাই গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি বাগান থেকে ১০টি বোমা উদ্ধার হয়। দুবরাজপুরে স্কুলের ছাদে মেলে ৫টি তাজা বোমা।ডোমকলেও উদ্ধা হল বোমা ও বোমার মশলা।

Panchayat Election 2023: পূর্ব মেদিনীপুরের এগরায় বিজেপি কর্মীকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

পূর্ব মেদিনীপুরের এগরায় বিজেপি কর্মীকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জখম বিজেপি কর্মী সুকোমল দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এগরা ২ নম্বর ব্লকের বাথুয়ারি এলাকার ঘটনা। অভিযোগ, গতকাল রাতে বাড়ি ফেরার পথে ওই বিজেপি কর্মীকে লক্ষ্য করে পরপর ৩টি বোমা ছোড়া হয়। তার আগে বিজেপির হয়ে প্রচার করলে খুনের হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। হামলা-যোগ অস্বীকার করেছে শাসকদল। 

Panchayat Election Live: কোন কোন বুথ স্পর্শকাতর, বলল কমিশন, তা নিয়েও বিতর্ক

পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই রাজনৈতিক অশান্তির কারণে প্রায় প্রতিদিন শিরোনামে উঠে এসেছে দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদ। আর, এই দুই জেলাতেই যথাক্রমে ৮ ও ১০ শতাংশ বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে কমিশন। অন্যদিকে, গোটা রাজ্যে ৭.৮৪ শতাংশ বুথকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। যা নিয়ে কমিশনকে তোপ বিরোধীদের। 

Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের ৫ দিন আগে, বীরভূমে তৃণমূল প্রার্থীকে তলব করল NIA

পঞ্চায়েত ভোটের ৫ দিন আগে, বীরভূমে তৃণমূল প্রার্থীকে তলব করল NIA। আজই বীরভূমে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। নলহাটির বানিওর পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী হয়েছেন মনোজ ঘোষ। NIA সূত্রে খবর, গত ২৮ জুন, নলহাটিতে তৃণমূল প্রার্থীর পাথর খাদান ও ক্রাসারে অভিযান চালিয়ে ৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, ১৩০টি জিলেটিন স্টিক, একটি আগ্নেয়াস্ত্র, ও ৪টি কার্তুজ উদ্ধার হয়। ক্রাসার সিল করে দেয় NIA। পঞ্চায়েত ভোটের মুখে এই বিস্ফোরক কী কারণে মজুত করা হয়েছিল? তা জানতেই আজ তৃণমূল প্রার্থীকে তলব করা হয়েছে। 

Panchayat Election Live: পঞ্চায়েত ভোটের আগেই বাংলায় ২৪ দিনে ১৫ জনের প্রাণহানি

পঞ্চায়েত ভোটের আগেই বাংলায় ২৪ দিনে ১৫ জনের প্রাণহানি। ভোটের আবহে হিংসার ঘটনায় বাড়ছে উদ্বেগ।

Panchayat Election 2023: সব্জির আগুন দামের মধ্যেই হঠাৎ ভাঙড়ের সব্জির হাটে রাজ্যপাল

সব্জির আগুন দামের মধ্যেই হঠাৎ ভাঙড়ের সব্জির হাটে রাজ্যপাল। ক্যানিং থেকে ফেরার পথে হঠাৎ ভাঙড়ের সব্জি হাটে রাজ্যপাল। বাসন্তী হাইওয়ে দিয়ে ফেরার সময় রাজ্যপালের গাড়ি থামল সব্জির হাটে। সব্জির দাম নিয়ে বিক্রেতাদের সঙ্গে কথা বললেন, দিলেন ফোন নম্বর।

Panchayat Election Live: পুরুলিয়ার মানবাজারের কেন্দাডি গ্রামে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু

পুরুলিয়ার মানবাজারের কেন্দাডি গ্রামে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। রাস্তার ধারে খেতের মধ্যে পড়েছিল দেহ। বিজেপির অভিযোগ, গত কয়েকদিন ধরে ওই কর্মীকে হুমকি দিচ্ছিল তৃণমূল। পরিবারের দাবি, গতকাল বাড়ি থেকে বেরিয়ে রাতে ফেরেননি বঙ্কিম। আজ সকালে তাঁর দেহ উদ্ধার করে বোড়ো থানার পুলিশ।

Panchayat Election 2023: পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে এবার তৃণমূলের বিক্ষোভ

পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে এবার তৃণমূলের বিক্ষোভ। ডায়মন্ড হারবার এসডিপিও অফিসের বাইরে বিক্ষোভ তৃণমূলের। দলীয় কর্মী ও প্রার্থীদের নিরাপত্তার দাবি। মিছিলের নেতৃত্বে দেন স্থানীয় তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার। তৃণমূলের তরফে এসডিপিও-কে স্মারকলিপিও দেওয়া হয়। পুলিশ অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে দাবি তৃণমূলের।

Panchayat Election 2023: পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে এবার তৃণমূলের বিক্ষোভ

পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে এবার তৃণমূলের বিক্ষোভ। ডায়মন্ড হারবার এসডিপিও অফিসের বাইরে বিক্ষোভ তৃণমূলের। দলীয় কর্মী ও প্রার্থীদের নিরাপত্তার দাবি। মিছিলের নেতৃত্বে দেন স্থানীয় তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার। তৃণমূলের তরফে এসডিপিও-কে স্মারকলিপিও দেওয়া হয়। পুলিশ অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে দাবি তৃণমূলের।

Panchayat Election Live: ভোটে বেলাগাম সন্ত্রাস, বিরোধীদের ঘাড়েই দায় চাপালেন মমতা

ভোটে বেলাগাম সন্ত্রাস, বিরোধীদের ঘাড়েই দায় চাপালেন মমতা। '৬জন তৃণমূলকর্মীকে হারিয়েছি, বিরোধীরা সুখে ঘুরে বেড়াচ্ছে, ৬ জন তৃণমূলকর্মী খুন হয়েছে, সব করেছে বিজেপি-সিপিএম-কংগ্রেস।' বীরভূমের দুবরাজপুরে দলীয় কর্মীদের ফোন-বার্তায় আক্রমণে মমতা।

Panchayat Election 2023: কমিশনের দাবি মতো ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে পঞ্চায়েত ভোট

'রাজ্যে আসছে বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী', ভোটের ৫দিন আগে হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের দাবি মতো ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে পঞ্চায়েত ভোট। আগেই ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মঞ্জুর করে স্বরাষ্ট্রমন্ত্রক। মোট বুথের ৭-৮ শতাংশ, ৪ হাজার ৮২৪টি বুথ স্পর্শকাতর, জানিয়েছে কমিশন।

Panchayat Election Live: পঞ্চায়েত ভোটের মুখে এনআইএ-র নজরে একের পর এক তৃণমূল প্রার্থী

পঞ্চায়েত ভোটের মুখে এনআইএ-র নজরে একের পর এক তৃণমূল প্রার্থী। ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে তৃণমূলের জেলা পরিষদ প্রার্থীকে তলব এনআইএ-র। ৫ জুলাই তলব জেলা পরিষদে তৃণমূল প্রার্থী মানব বড়ুয়াকে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য বলাইচরণ মাইতিকে ৪ জুলাই তলব। আজ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য চন্দন বরকে। গত ডিসেম্বরে ভূপতিনগর বিস্ফোরণে মৃত্যু হয় তৃণমূলের বুথ সভাপতি ও ২ কর্মীর। ক্রাশার থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় বীরভূমের তৃণমূল প্রার্থীকেও তলব
পঞ্চায়েত ভোটে নলহাটির তৃণমূল প্রার্থী মনোজ ঘোষকে জিজ্ঞাসাবাদ। তৃণমূল প্রার্থী মনোজ ঘোষের ক্রাশার থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ বিস্ফোরক।

Panchayat Election 2023: বাসন্তী থেকে ক্যানিং গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন নিহতের যুব তৃণমূল নেতার মেয়ে

বাসন্তী থেকে ক্যানিং গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন নিহতের যুব তৃণমূল নেতার মেয়ে। বাসন্তীতে গিয়েও নিহত যুব তৃণমূল কর্মীর বাড়ির কাছ থেকে ফিরলেন রাজ্যপাল। 'দলেরই নেতাদের সঙ্গে চক্রান্ত করে রাজ্যপালকে আসতে দেয়নি পুলিশ' , বিস্ফোরক অভিযোগ নিহত যুব তৃণমূল কর্মীর মেয়ের। 'কোথায় বাড়ি জানানোই হয়নি প্রশাসনের তরফে', দাবি রাজভবন সূত্রে। এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরই রাজ্যপালের ফোন নিহত জিয়ারুলের মেয়েকে। ফোন পেয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে ক্যানিং গেলেন নিহত যুব তৃণমূল কর্মীর মেয়ে

Panchayat Election Live: রাজ্যপালের তৎপরতা নিয়ে শুভেন্দু-সুকান্তর দুই সুর

রাজ্যপালের তৎপরতা নিয়ে শুভেন্দু-সুকান্তর দুই সুর। 'গিয়ে কোনও লাভ হবে না, কাজের কাজ করুন, দিল্লিতে গিয়ে ৩৫৫ ধারা মোতায়েনের সুপারিশ করুন রাজ্যপাল', মন্তব্য শুভেন্দুর। রাজ্যপালের পদক্ষেপকে স্বাগত জানালেন সুকান্ত মজুমদারের।

Panchayat Election 2023: ২০২৪ সালে বিজেপি সরকারকে উৎখাত করা হবে: মমতা

' ২০২৪ সালে বিজেপি সরকারকে উৎখাত করা হবে, দেউচা পাঁচামিতে ১ লক্ষ মানুষের কাজ হবে, দেউচা পাঁচামি হলে আর বিদ্যুতের কোনও সমস্যা হবে না। বীরভূমে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে', দুবরাজপুরের সভায় বললেন মমতা।

Panchayat Election Live: দুপুর তিনটেয় রাজ্যপাল ও বাসন্তীতে নিহত যুব তৃণমূল কর্মীর পরিবারের সাক্ষাৎ

এবিপি আনন্দের খবরের জেরে দুপুর তিনটেয় রাজ্যপাল ও বাসন্তীতে নিহত যুব তৃণমূল কর্মীর পরিবারের সাক্ষাৎ। ক্যানিংয়ে সেচ দফতরের বাংলোয় রাজ্যপালের সঙ্গে বাসন্তীতে নিহত যুব তৃণমূল কর্মীর পরিবারের সাক্ষাৎ। 

Panchayat Election 2023: '২০২৪ সালে বিজেপি সরকারকে উৎখাত করা হবে'

'২০২৪ সালে বিজেপি সরকারকে উৎখাত করা হবে। দেউচা পাঁচামিতে ১ লক্ষ মানুষের কাজ হবে। দেউচা পাঁচামি হলে আর বিদ্যুতের কোনও সমস্যা হবে না', দুবরাজপুরে ফোনে বার্তা মমতার।

Panchayat Election Live: তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির

পুরুলিয়ার মানবাজারের কেন্দাডি গ্রামে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। রাস্তার ধারে খেতের মধ্যে পড়েছিল দেহ। বিজেপির অভিযোগ, গত কয়েকদিন ধরে ওই কর্মীকে হুমকি দিচ্ছিল তৃণমূল। পরিবারের দাবি, গতকাল বাড়ি থেকে বেরিয়ে রাতে ফেরেননি বঙ্কিম। আজ সকালে তাঁর দেহ উদ্ধার করে বোড়ো থানার পুলিশ। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। দোষীদের গ্রেফতারের দাবিতে বোরো থানার সামনে বিজেপির বিক্ষোভ।

Panchayat Election 2023: ৬১ হাজার বুথের মধ্যে ১০ হাজারেরও কম বুথ স্পর্শকাতর, জানাল কমিশন

পঞ্চায়েত ভোটের ৪ দিন আগে অবশেষে স্পর্শকাতর বুথের তালিকা তৈরি করল রাজ্য নির্বাচন কমিশন। ২৪ দিনে ১৫ প্রাণহানি, স্পর্শকাতর বুথ মাত্র ১০ শতাংশ! ৬১ হাজার বুথের মধ্যে ১০ হাজারেরও কম বুথ স্পর্শকাতর, জানাল কমিশন।

Panchayat Election Live: গ্রাউন্ড জিরোয় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বার্তা রাজ্যপালের

ভাঙড়, ক্যানিং, কোচবিহারের পর এবার বাসন্তীতে রাজ্যপাল। ক্যানিংয়ে বিশ্রাম নিয়ে বাসন্তী পৌঁছলেন সিভি আনন্দ বোস। গ্রাউন্ড জিরোয় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বার্তা রাজ্যপালের। নিহত যুব তৃণমূলকর্মীর বাড়ির পথে সিভি আনন্দ বোস। রাস্তা খারাপ থাকায় হেঁটে এগোচ্ছেন রাজ্যপাল। উত্তরবঙ্গ থেকে পদাতিক এক্সপ্রেসে শিয়ালদায় সকালে নামেন সিভি আনন্দ বোস। 

Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের ৫ দিন আগে আমডাঙার বাগানে মিলল ১০টি বোমা

পঞ্চায়েত ভোটের ৫ দিন আগে আমডাঙার বাগানে মিলল ১০টি বোমা। বোদাই গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাগ ভর্তি বোমা উদ্ধার পুলিশের। ঘটনাস্থল ঘিরে রেখে বম্ব স্কোয়াডকে খবর দিয়েছে পুলিশ। 

Panchayat Election Live: পঞ্চায়েত ভোটের মুখে ফের উত্তপ্ত মুর্শিদাবাদের সামশেরগঞ্জ

পঞ্চায়েত ভোটের মুখে ফের উত্তপ্ত মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। বাবুপুরে গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী আরিফ শেখ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জঙ্গিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের বিরুদ্ধে কংগ্রেস কর্মীকে গুলি করার অভিযোগ উঠেছে। 

Panchayat Election 2023: ক্যানিংয়ে বিশ্রাম নিয়ে বাসন্তী পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

ভাঙড়, ক্যানিং, কোচবিহারের পর এবার বাসন্তীতে রাজ্যপাল। ক্যানিংয়ে বিশ্রাম নিয়ে বাসন্তী পৌঁছলেন সিভি আনন্দ বোস। নিহত যুব তৃণমূল নেতার বাড়িতে যাবেন রাজ্যপাল। 

Panchayat Election Live: বীরভূমের দুবরাজপুরে তৃণমূল সমর্থকের বাড়ি থেকে উদ্ধার হল বোমা

বীরভূমের দুবরাজপুরে তৃণমূল সমর্থকের বাড়ি থেকে উদ্ধার হল বোমা। যশপুর গ্রাম পঞ্চায়েতের পছিয়াড়া গ্রামে তৃণমূল সমর্থক শেখ জানে আলমের বাড়ির পরিত্যক্ত ঘর থেকে প্লাস্টিকের ড্রাম বোঝাই বোমা উদ্ধার করে পুলিশ। ড্রামে ১৪-১৫টি বোমা রয়েছে বলে পুলিশের অনুমান।

Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের ৫ দিন আগে, বীরভূমে তৃণমূল প্রার্থীকে তলব করল NIA

পঞ্চায়েত ভোটের ৫ দিন আগে, বীরভূমে তৃণমূল প্রার্থীকে তলব করল এনআইএ। আজই বীরভূমে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। নলহাটির বানিওর পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী হয়েছেন মনোজ ঘোষ। 

Panchayat Election Live: বাসন্তীতে যুব তৃণমূল কর্মী খুনের ঘটনায় CBI তদন্তের দাবি জানালেন নিহতের মেয়ে

বাসন্তীতে যুব তৃণমূল কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন নিহতের মেয়ে ও তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির প্রার্থী!  তাঁর দাবি, রাজ্য পুলিশে ভরসা নেই। এনিয়ে সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেছেন, যে তৃণমূল করে, তারও ভরসা নরেন্দ্র মোদির ওপরে। 

Panchayat Election 2023: পুরুলিয়ার মানবাজারের কেন্দাডি গ্রামে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু

পুরুলিয়ার মানবাজারের কেন্দাডি গ্রামে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। রাস্তার ধারে খেতের মধ্যে পড়েছিল দেহ। বিজেপির অভিযোগ, প্রচারে বের হওয়ায় আক্রোশেই তৃণমূল বিজেপি কর্মী বঙ্কিম হাঁসদাকে খুন করেছে।

Panchayat Election Live: প্রতিবাদী ছেলের মৃত্যুর বিচার চাইতে এবারও পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছেন মিতা চৌধুরী

প্রতিবাদী ছেলের মৃত্যুর বিচার চাইতে এবারও পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছেন বামুনগাছিতে নিহত সৌরভ চৌধুরীর মা মিতা চৌধুরী। গতবারে মাত্র ১৫ ভোটে হেরেছিলেন। এবার সেই ব্যবধান ছাপিয়ে যাবেন, আশাবাদী মিতা চৌধুরী। পাল্টা উন্নয়নকে হাতিয়ার করে প্রচারে নেমেছে তৃণমূল। 

Panchayat Election 2023: ভোররাতে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার শালিপুরে বোমা বিস্ফোরণ

ভোররাতে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার শালিপুরে বোমা বিস্ফোরণ। বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে, আরও একজন জখম। বিস্ফোরণে আহত ব্যক্তিকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। পুলিশের অনুমান, মাঠের মধ্যে বোমা বাঁধা হচ্ছিল।

Panchayat Election Live: ভাঙড়, ক্যানিং, কোচবিহারের পর এবার বাসন্তীতে যাচ্ছেন রাজ্যপাল

ভাঙড়, ক্যানিং, কোচবিহারের পর এবার বাসন্তীতে যাচ্ছেন রাজ্যপাল। কোচবিহার থেকে সকালে ফিরেই আজ বাসন্তীতে যাচ্ছেন তিনি। নিহত যুব তৃণমূল নেতার বাড়িতে যাবেন রাজ্যপাল। উত্তরবঙ্গ থেকে পদাতিক এক্সপ্রেসে শিয়ালদায় নেমেছেন সিভি আনন্দ বোস।

Panchayat Election 2023: ব্যারাকপুর ২ নম্বর ব্লকের শিউলিতে বিজেপি প্রার্থীর বাড়ির কাছেই বোমা বিস্ফোরণ

ব্যারাকপুর ২ নম্বর ব্লকের শিউলিতে বিজেপি প্রার্থীর বাড়ির কাছেই বোমা বিস্ফোরণ। পুলিশ গিয়ে এলাকা থেকে তাজা বোমা উদ্ধার করেছে। 

Panchayat Election Live: রবিবাসরীয় প্রচার ঘিরে উত্তেজনা পশ্চিম বর্ধমানের আসানসোলের রানিগঞ্জে

রবিবাসরীয় প্রচার ঘিরে উত্তেজনা পশ্চিম বর্ধমানের আসানসোলের রানিগঞ্জে। সমমুখ সমরে বিজেপি-তৃণমূল। পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ দুই যুযুধান প্রতিপক্ষের। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় রানিগঞ্জ থানার পুলিশ।  

Panchayat Election 2023: পুরুলিয়ার বাঘমুণ্ডিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলের কাছেই মিলল তলোয়ার

বাঘমুণ্ডি থানার পুলিশ গিয়ে সেই তলোয়ার উদ্ধার করে। ঘটনার নেপথ্যে কে বা কারা, তা জানার চেষ্টা করছে পুলিশ। 

Panchayat Election Live: পুরুলিয়ার বাঘমুণ্ডিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলের কাছেই মিলল তরোয়াল

পুরুলিয়ার বাঘমুণ্ডিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলের কাছেই মিলল তরোয়াল। আজ বাঘমুণ্ডির কালিমাটি মোড়ে সভা রয়েছে অভিষেকের। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। তার মধ্যেই গতকাল রাতে অভিষেকের সভাস্থলের কাছেই মেলে একটি তরোয়াল।

Panchayat Election 2023: দুর্নীতি থেকে বেকারত্ব, কুমারগ্রামের সভা থেকে একাধিক ইস্যুতে তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর

দুর্নীতি থেকে শুরু করে বেকারত্ব, কুমারগ্রামের সভা থেকে একাধিক ইস্যুতে তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। মালদার সভা থেকে পাল্টা সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের মুখে দুই হেভিওয়েটের কথার যুদ্ধে তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। 

প্রেক্ষাপট

বোমা-বারুদের স্তূপে মুর্শিদাবাদ (Murshidabad)। সামশেরগঞ্জে গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী (Congress Worker)। তৃণমূল (TMC) বিধায়কের সামনে গুলি চালানোর অভিযোগ। হামলা চালিয়েছে কংগ্রেসই, পাল্টা তৃণমূল বিধায়ক।


ভোটের (Panchayat Election) বঙ্গে ঝরেই চলেছে রক্ত। ২৩ দিনে ১৩ মৃত্যু। বাসন্তীতে (Basanti) তৃণমূল-নির্দল সংঘর্ষে প্রাণ গেল যুব তৃণমূল কর্মীর।


কলকাতার ফেরার ট্রেন থেকেই বাসন্তীতে নিহত যুব তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে ফোনে কথা। কী সাহায্য দরকার ? জানতে চাইলেন রাজ্যপাল (Governor)। শান্তি চাই, দাবি পরিবারের।


পঞ্চায়েত ভোটের আগে এবার সামশেরগঞ্জে কংগ্রেস প্রার্থীর আত্মীয়ের বাড়িতে বিস্ফোরণ। তীব্রতায় ভাঙল বাড়ির দেওয়াল, উদ্ধার বোমা।


তৃণমূল-সিপিএম সংঘর্ষে রণক্ষেত্র জলপাইগুড়ির মেটেলি।


পতাকা লাগানোকে কেন্দ্র করে চন্দ্রকোণায় আইএসএফ-তৃণমূল কংগ্রেস সংঘর্ষে ধুন্ধুমার।


ফের উত্তপ্ত ভাঙড়। তৃণমূল প্রার্থীকে খুনের চেষ্টা। হাতিশালায় মাথা ফাটল আইএসএফ কর্মীর (ISF Worker)। হাওড়ায় আক্রান্ত আইএসএফ প্রার্থী। বাসন্তীতে তৃণমূল নির্দল সংঘর্ষে আহত ৪।


ফের অশান্ত কোচবিহার। গীতালদহে তৃণমূল অঞ্চল সভাপতিকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ নির্দল প্রার্থীর অনুগামীদের বিরুদ্ধে। ভর্তি হাসপাতালে।


তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল, ফের কড়া বার্তা অভিষেকের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.