WB Election 2021 LIVE Updates: ‘তৃণমূলে আলোচনা চলছে, নন্দীগ্রামে দিদির দাঁড়ানো খুব বড় ভুল হয়েছে’, সোনারপুরে মোদি
হরিপাল ও সোনারপুরে সভা প্রধানমন্ত্রীর
হরিপাল ও সোনারপুরে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সোনারপুরের সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘দিদি বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, স্পষ্ট টাকা মার কোম্পানিকে নবান্ন ছেড়ে যেতে হবে। এখানে সব ক্ষেত্রেই তোলবাজদের নজর, মুদ্রা যোজনায় মহিলাদের ব্যবসার জন্য লোন পান, কিন্তু বাংলায় তেমন কাজ হচ্ছে না, ডবল ইঞ্জিন সরকার সেই পরিস্থিতি বদলাবে। নারী সুরক্ষা, মানব পাচারের কাজে কেন্দ্র ব্যবস্থা নিলেও দিদির সরকার ফাইল আটকে রেখেছে। কাটমানি, দুর্নীতি রোখার মাধ্যমে ডিজিটাল ইন্ডিয়া, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা করেছে কেন্দ্র। ইস্ট-ওয়েস্ট মেট্রো, কলকাতা-শিলিগুড়ি হাইওয়ে প্রকল্পের মাধ্যমে মানুষের সুবিধা হবে, ২ মে ডবল ইঞ্জিন সরকার গড়ার পর এই কাজ আরও দ্রুতগতিতে হবে।’
হরিপাল ও সোনারপুরে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সোনারপুরের সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘সত্যজিৎ রায়ের মতো কৃতী মানুষকে দিয়েছে বাংলা, বাংলার সংস্কৃতপ্রেমী মানুষকে আশ্বস্ত করছি বাংলার বিজেপি সরকার বাংলার সাহিত্য, সিনেমা সংরক্ষণের জন্য কাজ করবে। বাংলায় আইনের শাসন চালু হওয়া অত্যন্ত জরুরি, ভয়মুক্ত বাংলার জন্য পদ্মফুল।’
হরিপাল ও সোনারপুরে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সোনারপুরের সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘আমফানের সময় কেন্দ্র টাকা পাঠিয়েছে তৃণমূল লুঠ করেছে। চাল, সব্জি পাঠিয়েছে, গরিবের কাছে পৌঁছয়নি। দিদি গরিবের রেশন লুঠ করেছেন। দিদি আপনি টিএমসির গুন্ডাদের সামলান। ওদের বলুন এখানে মোদি এসেছে, ওদের গুন্ডাগিরি চলবে না। বাংলা চায় না তৃণমূলের গুন্ডাদের অত্যাচার। তৃণমূলের সব প্রকল্পের লাভ পায় তৃণমূলের ক্যাডাররা। কাটমানি মিলবে না বলেই তৃণমূল সরকার আয়ুষ্মান ভারতের সঙ্গে জোড়েনি।’
হরিপাল ও সোনারপুরে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সোনারপুরের সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘এখন দিদির দল বলছে বারাণসী থেকে ভোটে লড়বে। এর থেকে দুটি কথা স্পষ্ট হয়ে গেছে। প্রথমত দিদি বাংলায় হার মেনে নিয়েছেন। দ্বিতীয়ত দিদি বাংলার বাইরে জায়গা খুঁজতে শুরু করেছেন। আমার বারাণসীর মানুষ আপনাকে বহিরাগত বলবেন না। আমার কাশীর মানুষের মন বাংলার মানুষের মতই উদার। আপনার কাছে অনুরোধ বারাণসীর মানুষের উপর রাগ করবেন না।’
হরিপাল ও সোনারপুরে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সোনারপুরের সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘শুনেছি তৃণমূলের মধ্যে গভীর আলোচনা চলছে। নন্দীগ্রামে দিদির দাঁড়ানো খুব বড় ভুল হয়েছে। নন্দীগ্রামে হার নিশ্চিত জেনে অন্য আসনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু দুটি আসনেই হারলে তৃণমূলের পথ চলাই সমস্যা হয়ে যাবে। মমতা সঠিক বুদ্ধি শোনেন না, ভুল বুদ্ধি শোনেন।’
হরিপাল ও সোনারপুরে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সোনারপুরের সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘ছাপ্পা বোট দিতে না পেরে কমিশনকে, বাহিনীকে নিশানা করছেন। ১০ বছর আগে এই কমিশন, বাহিনীকেই আপনার ভাল লাগত। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।’
হরিপাল ও সোনারপুরে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সোনারপুরের সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘বিজেপির এত কর্মীকে খুনের পরেও কেন এত রাগ দিদি? সিন্ডিকেট-তোলাবাজির রাজ চালানোর পরেও কেন এত রাগ দিদি। বালি-কয়লা কেলেঙ্কারির পরও কেন এত রাগ দিদি। দিদি যতই নিজেকে কুল বলুন, আপনার কাজেই সব স্পষ্ট।’
হরিপাল ও সোনারপুরে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সোনারপুরের সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘জয় মা বিপত্তারিণী, এই স্থান নেতাজি সুভাষচন্দ্র, শরৎচন্দ্রের মাটি। দেশে নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী পালন হচ্ছে, কলকাতায় ঐতিহাসিক সমারোহ হয়, আমি উপস্থিত ছিলাম, নেতাজি সুভাষের জন্ম ওড়িশা, বাংলায় শিক্ষালাভ। নেতাজির পরাক্রম দেশের সর্বত্র পালিত হচ্ছে। আজ দুঃখ হয় নেতাজির দেখানো পথে না হেঁটে মমতা বহিরাগত বলেন। আমাদের বহিরাগতর কথা বলা হচ্ছে, এটা নেতাজির অপমান।’
দুর্গাপুজোর আগেই সব কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। ১০ বছরে যা হওয়ার হয়ে গেছে, এবার বাংলার সেবা করার সুযোগ আসছে। যেখানে ভোট হয়েছে গেছে, সেখানে কৃষকদের তালিকা তৈরি করে ফেলুন।
বিজেপি ক্ষমতায় আসার পরে প্রথমেই কৃষক-স্বার্থে পদক্ষেপ নেবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই কৃষাণ সম্মান নিধি কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলায় বিজেপি সরকারের শপথগ্রহণের সময় আমি আসব। বাংলায় নতুন মুখ্যমন্ত্রীকে বলব, দিল্লির টাকা আনতে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত নিন।
২ মে বাংলায় শুধু ডাবল ইঞ্জিন সরকার তৈরি হবে না, ডাবল বেনিফিট সরকার থাকবে।
দিদি, এবার পরাজয় স্বীকার করে নিন। দিদি আপনার সামনে হার, এবার মেনে নিন। দিদি, ভোট কোনও খেলা নয়, গণতন্ত্র খেলা নয়। গণতন্ত্র হল মানুষের সেবা, উন্নতির পথ, আপনি ভুলে গেছেন।
রাজনৈতিক ফায়দা তুলে সিঙ্গুরের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। সিঙ্গুরে না আছে শিল্প, না আছে কর্মসংস্থান।
মিষ্টি দই এখানে বিখ্যাত, মানুষরাও মিষ্টি, সেখানে থেকে এত তিক্ততা কোথা থেকে আনেন দিদি, আক্রমণ মোদির।
টাকা নিয়ে সভায় যান অভিযোগ তুলে আমি আমার, বিজেপির নয়, বাংলার মানুষের অসম্মান-অপমান করেছেন। তোপ নরেন্দ্র মোদির।
বারবার আম্পায়ারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে বুঝতে হবে খেলায় গন্ডগোল আছে। আর নির্বাচনী খেলায় ইভিএম, কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেউ বারবার বললে বুঝে নাও তার খেলা শেষ।
আসল পরিবর্তনের জন্য তৈরি বাংলার মানুষ। তা প্রথম দু'দফায় দেখিয়ে দিয়েছে। দফা এগোনোর সঙ্গে দিদির অস্থিরতা বাড়বে। আমাকে গালি দেওয়াটাও বাড়বে।
মাথাভাঙার সভায় ভাষণ শুভেন্দু অধিকারীর। তিনি বলেছেন, বাংলায় গণতন্ত্র নষ্ট করেছে তৃণমূল। পুরসভায় ভোট করায়নি তৃণমূল। বিজেপি কারোর নাগরিকত্ব নিতে চায় না। বরং নাগরিকত্ব দেবে।
হাওড়ার শ্যামপুরের বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তীর সমর্থনে দিলীপ ঘোষের রোড শো।
রাজ্যে আজ প্রচারে যোগী আদিত্যনাথ।হাওড়ার উলুবেড়িয়ার রোড শো তাঁর। সালকিয়াতেও রোড শো করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। এরপর দক্ষিণ ২৪ পরগনার ফলতা ও কুলতলিতে জনসভা করবেন যোগী।
সিঙ্গুরের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর সমর্থনে প্রচার করেন ডিওয়াইএফআই-এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। এবার নন্দীগ্রামে সংযুক্ত মোর্চার প্রার্থী হয়েছেন মীনাক্ষী।
ভোটের সাতদিন আগে ভাঙড় বিধানসভা এলাকা থেকে উদ্ধার হল বোমা। গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে রাধানগর গ্রামে অভিযান চালায় কাশীপুর থানার পুলিশ। বাঁশ বাগান থেকে উদ্ধার করে ৫টা তাজা বোমা। গতকাল ভাঙড় থানা এলাকা থেকে উদ্ধার হয় ৪১টা তাজা বোমা। কিছুদিন আগে ভাঙড় এলাকা থেকে প্রায় তিনডজন বোমা উদ্ধার হয়। স্থানীয়দের আশঙ্কা, ভোটের আগে বোমা মজুত করছে দুষ্কৃতীরা। পরপর বোমা উদ্ধারের ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
রাজ্যে ক্ষমতায় এলে দেড়মাসের মধ্যে নাগরিকত্ব কার্ড চালু করবে বিজেপি সরকার। ঠাকুরনগরে গিয়ে প্রতিশ্রুতি দিলেন হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিন্হা।গতকাল ঠাকুরবাড়িতে গিয়ে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক করেন বিজেপি প্রার্থী। শান্তনু ঠাকুর দাবি করেন, মতুয়ারা বিজেপির সঙ্গেই আছে। উন্নয়ন বিজেপিই করবে। পাল্টা তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুরের দাবি, নাগরিকত্ব নিয়ে মিথ্যা প্রচার ও ভাঁওতাবাজি করছে বিজেপি। অসমই তার উদাহরণ।
গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূলের বিদায়ী কাউন্সিলরকে খুনের চেষ্টার অভিযোগ। বাঁচাতে গিয়ে ছুরির আঘাতে জখম এক তৃণমূল কর্মী। ঘটনায় আটক অভিযুক্ত আইএনটিটিইউসি নেতা। কৃষ্ণনগর উত্তর বিধানসভার রাজা রোড এলাকার ঘটনা।স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণনগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিদায়ী কাউন্সিলর প্রদীপ দত্তর সঙ্গে দলের টোটো ইউনিয়নের নেতা তপন কুণ্ডুর দীর্ঘদিনের বিবাদ। প্রদীপ দত্তর অভিযোগ, আইএনটিটিইউসি নেতার তোলাবাজির প্রতিবাদ করায় গতকাল রাতে পার্টি অফিসেই তাঁর উপর হামলা হয়। তৃণমূল নেতা অক্ষত থাকলেও, ছুরির আঘাতে জখম হন এক তৃণমূল কর্মী। রাতে থানায় যান কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করে বিরোধীদের দিকে আঙুল তুলেছেন তিনি। গোষ্ঠীকোন্দল ধামাচাপা দিতে মিথ্যা অভিযোগ শাসক শিবিরের, পাল্টা দাবি বিজেপি নেতৃত্বের।
বাঁকুড়ার বড়জোড়া বিধানসভার তাজপুরে ভোট-পরবর্তী হিংসা। তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত এক বিজেপি কর্মী। ভর্তি করা হয়েছে হাসপাতালে। আহত বিজেপি কর্মীর পরিবারের অভিযোগ, গতকাল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের বাড়িতে হামলা চালায়। ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় বিজেপি কর্মীকে। তার আগে বিজেপি পার্টি অফিসেও আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তৃণমূলের জেলা সভাপতি শ্যামল সাঁতরার দাবি, নির্বাচনী খরচের ভাগ-বাঁটোয়ারা নিয়ে আদি ও নব্য বিজেপির লড়াইয়ের জেরেই এই ঘটনা।
ভাঙড়ের কাশীপুরে তৃণমূল পার্টি অফিস ভাঙচুর। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কাশীপুরের ভুমরু গ্রামে। তৃণমূলের অভিযোগ, গতকাল নির্বাচনী সভা সেরে ফেরার পথে, তাদের পার্টি অফিসে হামলা চালায় আইএসএফ কর্মী-সমর্থকরা। ভাঙচুরের পাশাপাশি, তৃণমূল কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ। রাতেই ঘটনাস্থলে যান ভাঙড়ের তৃণমূল প্রার্থী মহম্মদ রেজাউল করিম। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। যদিও আইএসএফ নেতৃত্বের দাবি, সভা থেকে ফেরার পথে, তাদের কর্মীদেরই কটূক্তি করে তৃণমূল কর্মীরা। এরপর নিজেরাই পার্টি অফিস ভাঙচুর করে আইএসএফ কর্মীদের মিথ্যা দোষারোপ করার চেষ্টা চলছে।
আক্রান্ত মালদার হরিশ্চন্দ্রপুরের বিজেপি প্রার্থী। এলাকায় প্রচারে বেরিয়ে আক্রান্ত মতিউর রহমান। মারধরে আহত হয়ে হাসপাতালে মতিউর। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে অভিযোগ। পাল্টা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
প্রেক্ষাপট
কলকাতা: ভোটের পরেই নন্দীগ্রাম নিয়ে কমিশনে তৃণমূল-বিজেপি। বহিরাগত দিয়ে ভোট করার চেষ্টার অভিযোগ তৃণমূলের। পাল্টা মমতার বিরুদ্ধে ২ ঘণ্টা বুথে থেকে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ বিজেপির। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বিজেপি।
ইভিএমে কারচুপির আশঙ্কায় নন্দীগ্রাম ছাড়ার আগে দলের নেতাদের স্ট্রংরুম পাহারা দিতে নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, শুক্রবার উত্তরবঙ্গ রওনা হওয়ার আগে নন্দীগ্রামে দলের নেতাদের ডেকে এমনটাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে, তৃণমূলকে বিঁধে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মুখে উঠে এল পাকিস্তান প্রসঙ্গ। বললেন, ওরা সনাতন ধর্মী মানুষদের ওপর হামলার চেষ্টা করছে ওরা। তৃণমূল এবং পাকিস্তানি গুন্ডাবাহিনী এসব করছে। আমরা পুলিশকে জানিয়েছি।
অন্যদিকে, দ্বিতীয় দফার ভোটে ভোট পড়ল ৮৬ শতাংশ। শুধু নন্দীগ্রামেই ৮৮ শতাংশ। এত ভোটই প্রমাণ করে অসাধারণ কাজ করেছে কেন্দ্রীয় বাহিনী। গণতন্ত্র রক্ষায় ভোট দিন, হিংসার জায়গা নেই। ট্যুইট রাজ্যপালের।
যদিও নির্বাচন কমিশনের ভূমিকায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের ভোট প্রচারে গিয়ে নির্বাচন কমিশন আর বিজেপিকে একযোগে আক্রমণ করে তৃণমূল নেত্রী বলেছেন, অমিত শাহই কমিশন চালাচ্ছেন! ওঁকেই চেয়ারম্যান করে দেওয়া হোক।
পাল্টা অমিত শাহর অভিযোগ, বাংলায় স্বৈরাচার, তোলাবাজি, আর তুষ্টিকরণের রাজনীতি করছে তৃণমূল। তিনি বলেছেন, দিদি থ্রি টি মডেলের সরকার চালাচ্ছেন। থ্রি টি হল— তানাশাহি, তোলাবাজি, তুষ্টিকরণ। মোদীজি থ্রি ভি মডেলে দেশ চালাচ্ছেন। থ্রি ভি হল— বিকাশ, বিশ্বাস এবং ব্যাপার। এই তিন ভি-র উপর ভিত্তি করে কাজ করব আমরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -