WB Election 2021 LIVE Updates: ‘তৃণমূলে আলোচনা চলছে, নন্দীগ্রামে দিদির দাঁড়ানো খুব বড় ভুল হয়েছে’, সোনারপুরে মোদি

হরিপাল ও সোনারপুরে সভা প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 03 Apr 2021 07:34 AM

প্রেক্ষাপট

 কলকাতা:  ভোটের পরেই নন্দীগ্রাম নিয়ে কমিশনে তৃণমূল-বিজেপি। বহিরাগত দিয়ে ভোট করার চেষ্টার অভিযোগ তৃণমূলের। পাল্টা মমতার বিরুদ্ধে ২ ঘণ্টা বুথে থেকে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ বিজেপির। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে...More

West Bengal Election 2021: ‘বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, নবান্ন ছাড়তে হবে টাকা মার কোম্পানিকে’, সোনারপুরে মোদি

হরিপাল ও সোনারপুরে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সোনারপুরের সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘দিদি বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, স্পষ্ট টাকা মার কোম্পানিকে নবান্ন ছেড়ে যেতে হবে। এখানে সব ক্ষেত্রেই তোলবাজদের নজর, মুদ্রা যোজনায় মহিলাদের ব্যবসার জন্য লোন পান, কিন্তু বাংলায় তেমন কাজ হচ্ছে না, ডবল ইঞ্জিন সরকার সেই পরিস্থিতি বদলাবে। নারী সুরক্ষা, মানব পাচারের কাজে কেন্দ্র ব্যবস্থা নিলেও দিদির সরকার ফাইল আটকে রেখেছে। কাটমানি, দুর্নীতি রোখার মাধ্যমে ডিজিটাল ইন্ডিয়া, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা করেছে কেন্দ্র। ইস্ট-ওয়েস্ট মেট্রো, কলকাতা-শিলিগুড়ি হাইওয়ে প্রকল্পের মাধ্যমে মানুষের সুবিধা হবে, ২ মে ডবল ইঞ্জিন সরকার গড়ার পর এই কাজ আরও দ্রুতগতিতে হবে।’