কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচনী লড়াইয়ে এবার সামিল হচ্ছে আসাউদ্দিন ওয়েসির দল মিম। মঙ্গলবার মিম প্রধান ওয়েসি জানান, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে লড়বে মিম। যদিও কোন কোন কেন্দ্রে প্রার্থী দেবে তা এখনও স্পষ্ট নয়। আসাউদ্দিন ওয়েসি জানিয়েছেন, আগামী ২৭মার্চ সাগরদিঘীর সভা থেকে কোন কোন কেন্দ্রে তিনি প্রার্থী দেবেন তা ঘোষণা করা হবে।
বিহারের পর এবার মিমের টার্গেট পশ্চিমবঙ্গ। আসন্ন বিধানসভা ভোটকে পাখির চোখ করেছে হায়দরাবাদের এই দল। রাজ্যে প্রথম দফা নির্বাচন ২৭ মার্চ। আর ওই দিনই সাগরদিঘীতে সভা করবেন আসাউদ্দিন ওয়েসি। ওই সভায় জানিয়ে দেবেন কোন কোন কেন্দ্রে প্রার্থী দেবে তাঁর দল। সম্ভবত, প্রার্থী তালিকাও ঘোষণা করা হতে পারে ওই সভা থেকেই। উল্লেখ্য, গত জানুয়ারি মাসে রাজ্যে এসে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে বৈঠকও করে গিয়েছেন আসাউদ্দিন ওয়েসি। ঠিক ছিল আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট বেঁধে লড়াইয়ে নামবে মিম। আব্বাসের নেতৃত্বে মিম লড়বে বলে জানান আসাউদ্দিন ওয়েসি। সবটা ঠিক ছিল। কিন্তু বাম কংগ্রেসের সঙ্গে আব্বাসের জোটের জেরে বদলে গেল সমীকরণ। বাম ও কংগ্রেসের সঙ্গে আইএসএফের জোটে তৈরি হয় সংযুক্ত মোর্চা। আর এতেই আসাউদ্দিন ওয়েসির সঙ্গে দূরত্ব বেড়েছে আব্বাস সিদ্দিকির।
কিন্তু কোনওভাবেই হার মানতে নারাজ ওয়েসি। তাই এবার ঘোষণা করে দিলেন বাংলার নির্বাচনী লড়াইয়ে নামবে তাঁর দল মিম। প্রথম দফা নির্বাচনে কেন্দ্র এবং প্রার্থী তালিকা হয়ে যাবে স্পষ্ট। উল্লেখ্য, বিহারে নির্বাচেনর পর বাংলার নির্বাচনকে টার্গেট করেন ওয়েসি। আর তাই রবাংলা থেকে ১৮০০ কিলোমিটার দূরে কর্নাটকের কালবুর্গির সভা থেকে তৃণমূল-সহ মমতার সরকারকে নিশানা করতে ছাড়েননি মিম প্রধান আসাউদ্দিন ওয়েসি। জানুয়ারি মাসে এক সভায় তিনি বলেন, 'মিম বিজেপির বি-টিম এটা মিথ্যা প্রচার।' আগে তৃণমূল নিজেকে সামলাক। তোপ মিম প্রধানের। এই আক্রমণ থেকে স্পষ্ট আগামী বিধানসভা নির্বাচনে বাংলাকে পাখির চোখ করে এগোচ্ছে ওয়েসির দল।