কলকাতা: দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা ৷ আজ, বৃহস্পতিবার ভোটের দিন সকালে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলে গেরুয়া শিবির ৷ সংযুক্ত মোর্চার প্রার্থী অবশ্য জানিয়েছেন, ‘‘ আমি সকলকে নমস্কার করেছি, এটাই বাঙালির সংস্কার ৷’’



তৃণমূলের ব্যাপক ঝড়েও ২০১৬ সালে দমদম উত্তর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। এবারও সংযুক্ত মোর্চার প্রার্থী তিনি। এলাকাবাসীর উপর তাঁর ভাল প্রভাব রয়েছে। উল্টো দিকে রাজ্যের উন্নয়ন ও দলীয় সংগঠনের উপর ভরসা করে লড়াই করছেন তৃণমূলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রচারে ঝড় তোলার চেষ্টা করেছেন বিজেপি প্রার্থী অর্চনা মজুমদারও। তবে এই কেন্দ্রের মূল লড়াই তৃণমূল বনাম সংযুক্ত মোর্চার।


তন্ময় নিজে অবসরপ্রাপ্ত। তাঁর স্ত্রী চাকরি করেন ভারতীয় রেলে। ১৯৭৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যশাখায় স্নাতক হন তন্ময় ভট্টাচার্য। তিনি সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনী। তন্ময়ের অস্থাবর সম্পত্তির পরিমাণ ২২ লক্ষ ৬৮ হাজার ৮৮ টাকা ২০ পয়সা। তাঁর স্ত্রীর নামে অস্থাবর সম্পত্তির মূল্য ২ লক্ষ ১৫ হাজার ২০০ টাকা। পাশাপাশি ৬৫ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি আছে তন্ময় ভট্টাচার্যের। তাঁর স্ত্রীর নামে স্থাবর সম্পত্তির কোনও উল্লেখ নেই।


একঝলকে ষষ্ঠ দফার ভোট-


ভোট ষষ্ঠীতে উত্তর ২৪ পরগণা, নদিয়া, পূর্ব বর্ধমান ও উত্তর দিনাজপুর, এই ৪ জেলার মোট ৪৩টি আসনে ভোটগ্রহণ।
 
উত্তর ২৪ পরগনায় ১৭টি আসন, নদিয়ায় ৯টি আসন, পূর্ব বর্ধমানের ৮টি আসন ও উত্তর দিনাজপুরের ৯টি আসনে ভোট।


জেলাভিত্তিক যে যে বিধানসভায় ভোটগ্রহণ-


উত্তর ২৪ পরগনা (১৭)-
বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দা, দমদম উত্তর।


নদিয়া (৯)-
করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ।


পূর্ব বর্ধমান (৮)-
ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি।


উত্তর দিনাজপুর (৯)- 
চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার।