WB Election 2021 Voting LIVE: ভোটের দিন অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল প্রার্থী মদন মিত্র

West Bengal Election 2021, Fifth Phase Voting Percentage LIVE Updates:একঝলকে পঞ্চম দফার ভোট- উত্তর ২৪ পরগনা (১৬), পূর্ব বর্ধমান (৮), নদিয়া (৮), জলপাইগুড়ি (৭), দার্জিলিং (৫) ও কালিম্পং (১) মোট ৬ জেলার ৪৫টি আসনে ভোট গ্রহন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 17 Apr 2021 06:17 AM

প্রেক্ষাপট

কলকাতা: রাজ্য বিধানসভার পঞ্চম দফার নির্বাচনে রাজ্যের ৪৫ কেন্দ্রে ভোট গ্রহণ আজ। ৬ জেলায় মোট ৪৫টি আসনে হবে ভোটগ্রহণ হবে।একঝলকে পঞ্চম দফার ভোট-উত্তর ২৪ পরগনা (১৬), পূর্ব বর্ধমান (৮), নদিয়া...More

WB Election 2021 LIVE: হাড়োয়ায় তৃণমূল কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ বাহিনীর বিরুদ্ধে

হাড়োয়ার দোগাছিয়ার মণ্ডলপাড়ার ভোটের শেষ লগ্নে অশান্তি। তৃণমূল কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ।  জমায়েত হঠাতেই অভিযান, জানাল হল বাহিনী সূত্রে।