WB Election 2021 Voting LIVE: ভোটের দিন অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল প্রার্থী মদন মিত্র
West Bengal Election 2021, Fifth Phase Voting Percentage LIVE Updates:একঝলকে পঞ্চম দফার ভোট- উত্তর ২৪ পরগনা (১৬), পূর্ব বর্ধমান (৮), নদিয়া (৮), জলপাইগুড়ি (৭), দার্জিলিং (৫) ও কালিম্পং (১) মোট ৬ জেলার ৪৫টি আসনে ভোট গ্রহন।
হাড়োয়ার দোগাছিয়ার মণ্ডলপাড়ার ভোটের শেষ লগ্নে অশান্তি। তৃণমূল কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ। জমায়েত হঠাতেই অভিযান, জানাল হল বাহিনী সূত্রে।
ভোটের দিন অসুস্থ হয়ে পড়লেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। তাঁকে অক্সিজেন মাস্ক দিতে হয়। তৃণমূলের প্রার্থীর চিকিৎসায় তৃণমূল পার্টি অফিসে এলেন চিকিৎসক।
বিকেল ৫ টা পর্যন্ত সামগ্রিক ভোটের হার ৭৮.৩৬ শতাংশ।
জলপাইগুড়িতে ভোটের হার ৮১.৭৩ শতাংশ। কালিম্পংয়ে ৬৯.৫৬ শতাংশ,
দার্জিলিংয়ে ৭৪.৩১ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৭৪.৮৩ শতাংশ, পূর্ব বর্ধমানে ৮১.৭২ শতাংশ ও
নদিয়ায় ৮১.৫৭ শতাংশ।
কামারহাটিতে রাজু বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর হামলা। আহত বিজেপি প্রার্থী। বহিরাগতদের এনে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত কল্যাণীর গয়েশপুর। বোমাবাজি, বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে তাণ্ডব তৃণমূলের। ছাড় পেলেন না বিজেপির বুথ সভাপতির বৃদ্ধ বাবাও। বিজেপি করায় হামলা চালানো হয় বলে দাবি তাঁদের। বিজেপি নেতার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী।
দক্ষিণ বর্ধমানে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। স্থানীয়দের মহিলাদের বিক্ষোভ। তাঁদের অভিযোগ, বিজেপি কর্মীরা ছাপ্পা ভোট দিচ্ছিল প্রতিবাদ করায় তাঁদের মারধর করা হয়। এরপর তাঁরা কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।
বরানগরের আলমবাজারে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। ফেরিঘাট এলাকায় তৃণমূল কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ। বুথ অফিস ও দলীয় কর্মীর বাড়ি ভাঙচুরের পাল্টা অভিযোগ বিজেপির।অভিযোগ অস্বীকার দু’পক্ষেরই।
তাপস রায়ের অভিযোগ, বাইরের লোক এসে চার নম্বর ওয়ার্ডে তাঁদের এক কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেছে।
পানিহাটির বিজেপি প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের। সন্ময় বন্দ্যোপাধ্যায়কে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের।
কল্যাণী বিধানসভার গয়েশপুরে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। তাদের অভিযোগ, বহিরাগতদের নিয়ে এসেছেন শান্তনু ঠাকুর। পাল্টা শান্তনু ঠাকুরের অভিযোগ, পুলিশের সামনেই হুমকি দিচ্ছে তৃণমূল। তাঁর অভিযোগ আগ্নেয়াস্ত্র মজুত করে তৃণমূল।
পরিস্থিতিতে রীতিমতো উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।
বেলা তিনটে পর্যন্ত সামগ্রিকভাবে ভোটের হার ৬৯.৪০ শতাংশ। জলপাইগুড়িতে ৭৪.৮২ শতাংশ, কালিম্পংয়ে ৬২.৭১ শতাংশ, দার্জিলিংয়ে ৬৪.১০ শতাংশ, নদিয়া ৭২.৭৪ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৬৫.৫২ শতাংশ ও পূর্ব বর্ধমানে ৭২.২৫ শতাংশ ভোট পড়েছে।
পুলিশের প্যাডে ছাপানো ভোট-সমীক্ষায় তৃণমূলকে জেতানোর অভিযোগ। ভোটের দিন কালনা বিধানসভার মুক্তারপুরে, তা বিলি করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির তরফে কালনা থানা ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এধরনের কোনও সমীক্ষা রিপোর্ট ছাপানো হয়নি, দাবি অতিরিক্ত পুলিশ সুপারের। তৃণমূলের দাবি, গোটাটাই বিজেপির চক্রান্ত
বিধাননগরের দত্তাবাদে বেআইনি জমায়েত হঠাতে পুলিশের লাঠিচার্জ। বহিরাগতরা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে এই অভিযোগ পেয়ে সেখানে যায় পুলিশ। তৃণমূলের ক্যাম্প অফিস থেকে কর্মীদের হঠিয়ে দেওয়া হয়।
কল্যাণী বিধানসভার গয়েশপুরের বকুলতলায় ২৭০ নম্বর বুথে বোমাবাজি। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোট দিতে এসে বোমার আঘাতে জখম এক বিজেপি কর্মী। এরপর বাঁশ-লাঠি নিয়ে পথ অবরোধ শুরু করেন বিজেপি কর্মীরা। এরপর পাশেই তেঁতুলতলায় রাস্তা থেকে উদ্ধার হয় তাজা বোমা। দুটি ঘটনাতেই অভিযুক্ত তৃণমূল কর্মী বাপি দাস। অভিযুক্তের বাড়িতে হামলা, ভাঙচুরের চেষ্টা বিজেপি কর্মীদের।
এবার শান্তিপুরেও চলল ‘গুলি’।গুলি চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আহত তৃণমূল সমর্থক শক্তিনগর হাসপাতালে ভর্তি।প্রথমে বোমাবাজি ও পরে গুলি চালানোর অভিযোগ।
শান্তিপুরের বেলেডাঙায় বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে ঘিরে খেলা হবে স্লোগান তৃণমূল কর্মীদের। বিক্ষোভের মুখে এলাকা ছাড়েন বিজেপি প্রার্থী। এতদিন আসেননি, ভোটের দিন এসেছেন, তাই বিজেপি প্রার্থীকে দেখে খেলা হবে স্লোগান, দাবি তৃণমূল কর্মীদের।
দেগঙ্গার কুড়লগাছায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ খারিজ নির্বাচন কমিশনের। কমিশন জানিয়েছে, কোনও গুলি চলেনি। বিভ্রান্তি ছড়াচ্ছে স্থানীয়রাই, জানাল কমিশন
চাকদায় বুথের কাছে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আটক নির্দল প্রার্থী। বাড়ি থেকে পাঁজাকোলা করে নির্দল প্রার্থী কৌশিক ভৌমিককে নিয়ে গেল পুলিশ। সকালে চাকদার তালতলা এলাকায় রামলাল অ্যাকাডেমি হাইস্কুলের ৪৪ ও ৪৫ নম্বর বুথের কাছে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। স্থানীয়দের অভিযোগ, সকাল থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে বুথের সামনে দাপিয়ে বেড়াচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। নির্দল প্রার্থী কৌশিক ভৌমিকের দাবি, খবর পেয়ে সেখানে গিয়ে বিজেপি সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি ওই দুষ্কৃতীদের ধাওয়া করেন। পালানোর সময় দুষ্কৃতীদের হাত থেকে পড়ে যায় পিস্তল। নির্দল প্রার্থীর দাবি, তিনি পাঞ্জাবি দিয়ে মুড়ে আগ্নেয়াস্ত্রটি পুলিশের কাছে জমা দিতে যাওয়ার সময় তাঁর হাত ফস্কে সেটি পড়ে যায়। ওয়ান শটারটি উদ্ধার করে পরে বাড়ি থেকে নির্দল প্রার্থীকে আটক করে পুলিশ।
দুপুর ১ টা পর্যন্ত সামগ্রিক ভোটের হার ৫৪.৬৭ শতাংশ।
জলপাইগুড়ি -৫৯.৫৭
কালিম্পং -৪৩.২৮
দার্জিলিং -৫১.১৫
উত্তর ২৪ পরগনা -৫০.৩৭
পূর্ব বর্ধমান -৫৮.২০
নদীয়া-৫৭.৭২
শীতলকুচির পর এবার দেগঙ্গা বিধানসভার কুড়লগাছার ২১৫ নম্বর বুথের বাইরে গুলি চালানোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ, আইএসএফের।দাবি, বেআইনি জমায়েত হঠাতে গুলি চালানোর কথা বললেও বুথ থেকে অনেকটা দূরে ছিলেন তাদের কর্মীরা। সেইসময় বাহিনী আচমকা গুলি চালায় বলে অভিযোগ। ঘটনার রিপোর্ট তলব কমিশনের। যদিও কোনও গুলি চলেনি বলে দাবি, কেন্দ্রীয় বাহিনীর।
এই জায়গাকে শীতলকুচি বানাবেন না। মধ্যমগ্রামে কেন্দ্রীয় বাহিনীকে আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি কাকলি ঘোষ দস্তিদারের।
মিনাখাঁর তেলেনিপাড়ায় বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ। প্রতিবাদে ওই বিজেপি কর্মীর গ্রামের লোকজন সংশ্লিষ্ট বুথে ভোট দিতে না যাওয়ার ব্যাপারে অনড়। পুলিশের সঙ্গে তাঁদের আলোচনা চলছে।
বরানগরের বিজেপি প্রার্থী পার্নো মিত্রকে ঘিরে বিক্ষোভ। আলমবাজারে তাঁকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। পার্নো মিত্র উপস্থিত পুলিশ কর্তার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। বিক্ষোভ হঠাতে লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের। তৃণমূলের অভিযোগ, পার্নো মিত্র বহিরাগতদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী।
কল্যাণীর বকুলতলায় ২২৫ নম্বর বুথে দফায় দফায় উত্তেজনা। সকালে বিজেপি সমর্থকদের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূলের বাইক বাহিনী আগ্নেয়াস্ত্র, রড-লাঠি নিয়ে বিজেপি সমর্থকদের উপর চড়াও হয়। আহত হন বেশ কয়েকজন বিজেপি সমর্থক। এর পাশাপাশি, বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ারও অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের বাইক বাহিনী বিভিন্ন রাস্তায় দাঁড়িয়ে হুমকি দেয় বলে অভিযোগ। এর প্রতিবাদে চাঁদমারি এলাকায় গয়েশপুর-কল্যাণী বাইপাস অবরোধ করেন ভোটাররা। লাঠিচার্জ করে অবরোধ হঠায় পুলিশ। পরে ছোট ছোট দলে ভাগ হয়ে পুলিশ বেআইনি জমায়েত হঠায়। এরপর বেলা বাড়লে ফের ২২৫ নম্বর বুথের বাইরে উত্তেজনা ছড়ায়। লাঠিচার্জ করে বেআইনি জমায়েত হঠায় পুলিশ। সেই বুথে ফের অশান্তির অভিযোগ। বুথমুখী রাস্তায় জমায়েতের অভিযোগ। পুলিশ লাঠিচার্জ করে জমায়েত হঠিয়ে দেয়। এখন ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে।
সকাল ১১ টা পর্যন্ত ভোটের সামগ্রিক হার ৩৬.০২ শতাংশ।
জেলাওয়ারি ভোটদানের হার সকাল ১১ টা পর্যন্ত
জলপাইগুড়ি -৩৯.২৯
কালিম্পং -৩৪.৬৯
দার্জিলিং -৩৩.৩৩
উত্তর ২৪ পরগনা -৩৩.০৭
পূর্ব বর্ধমান -৩৮.৭০
নদীয়া-৩৭.৪৩
মিনাখাঁর তেলেনিপাড়ায় বিজেপির পোলিং এজেন্টকে ‘মারধর’।বুথের মধ্যেই বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ।তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ বিজেপির। প্রতিবাদে বিক্ষোভ বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের।
বর্ধমানের বড় নীলপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ।দুই পক্ষের মধ্যে ব্যাপক ইটবৃষ্টি হয় ও লাঠি নিয়ে মারপিট হয় বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী পুলিশ, গ্রেফতার বেশ কয়েকজন।
সল্টলেকের শান্তিনগরের পর এবার নয়াপট্টি। এখানে বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তকে ঘিরে বিক্ষোভ। তাঁর বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তৃণমূল কর্মী-সমর্থকদের। এ ব্যাপারে বিজেপি প্রার্থী বলেছেন, তৃণমূলের পায়ের তলায় মাটি সরে গেছে, তাই এ সব করছে।
জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভার দেমধাপাড়া একটি বুথে ভোটদান করতে এখনও আসেননি ভোটাররা। রেলগেটের দাবিতে তাঁদের এই সিদ্ধান্ত। রেল গেট তৈরির দাবিতে বিক্ষোভ। এজন্য তাঁরা ভোট বয়কট করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।এই বুথে ১,১৫০ ভোটার। এখনও পর্যন্ত তিনজন ভোট দিয়েছেন।
চাকদায় আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ। এই অভিযোগ নির্দল প্রার্থীর বিরুদ্ধে। স্থানীয়রা ঘিরে ধরলে অস্ত্র ফেলে চম্পট দেওয়ার চেষ্টা করেন। কিন্তু স্থানীয়রা তাঁকে ধরে ফেলেন। পুলিশ আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে। ওই নির্দল প্রার্থীর অভিযোগ, তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তাঁর দাবি,দুষ্কৃতীরা পিস্তল ছুঁড়ে দিয়ে পালায়। তিনি পিস্তলটি পুলিশের কাছে নিয়ে যাচ্ছিলেন।
শীতলকুচি গুলিকাণ্ডে মমতা-পার্থপ্রতিমের ফোনালাপে মেরুকরণের চেষ্টা। বিস্ফোরক অডিও টেপকে হাতিয়ার করে কমিশনে নালিশ বিজেপির প্রতিনিধি দলের। তৃণমূলের ফোন ট্যাপিংয়ের অভিযোগ অস্বীকার।
পানিহাটিতে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী।
পূর্ব বর্ধমানের মেমারিতে আকালিয়া চন্ডীপুর বিদ্যালয়ে বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধাদানের অভিযোগ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। তৃণমূলের হয়ে কাজ করছেন প্রিসাইডিং অফিসার, অভিযোগ মেমারির বিজেপি প্রার্থীর। সই মেলেনি, তাই বসতে দেওয়া হয়নি।
শান্তিপুরে ভোটারদের নিয়ে যেতে টোটো ভাড়া করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও এ নিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
‘ওয়ারেন্ট থাকা সত্ত্বেও বুথে এজেন্ট’। তৃণমূল এজেন্টের বিরুদ্ধে অভিযোগ বরানগরের বিজেপি প্রার্থীর। পাল্টা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ১৮ টি গাড়ির কনভয় নিয়ে ঘোরার অভিযোগ তৃণমূলের।
ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে সল্টলেকের শান্তিনগরে অশান্তির সূত্রপাত। এই অভিযোগ পেয়ে এলাকায় বিজেপি প্রার্থী পৌঁছন। তিনি এলাকা ছাড়ার পরই দুই পক্ষের সংঘর্ষ বেধে যায়। আপাতত পুলিশ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টহলদারি শুরু করেছে।
নদিয়ার শান্তিপুরে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ বাসিন্দাদের
সল্টলেকের শান্তিনগরে পৌঁছেছে পুলিশ বাহিনী। শুরু হয়েছে টহলদারি।
শান্তিনগরের ঘটনার পরিপ্রেক্ষিতে বিধাননগরের বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল এসব ইচ্ছাকৃতভাবে করাচ্ছে। পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।
তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র বিধাননগরের শান্তিনগর । দুই পক্ষের মধ্যে ইটবৃষ্টি হয় বলে জানা গেছে। আহত দুপক্ষের বেশ কয়েকজন। বুথের কাছে অবৈধ জমায়েতের অভিযোগ। তৃণমূল হুমকি দিচ্ছে বলে অভিযোগ বিজেপির। দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ইট ছোঁড়াছুড়ি শুরু হয়। দুই পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন বলে খবর। সংঘর্ষ চলাকালে মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তৃণমূলের।
রাজারহাট-নিউটাউনের ১১৭ নম্বর বুথের কিছুটা দূরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত বাংলা নিজের মেয়েকে চায় স্লোগান লেখা গাড়ি ঘিরে বিতর্ক। বিজেপি প্রার্থী ভাস্কর রায় এ ব্যাপারে কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন।
বরানগরের বিজেপি প্রার্থী পার্নো মিত্রকেও বিকেসি কলেজের বুথে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।
কল্যাণীর সগুনা এলাকায় বিজেপি বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ। বাড়ির কার্নিসে পড়ে রয়েছে তাজা বোমা। ঘুরে গিয়েছে কুইক রেসপন্স টিম। বোমাটি এখনও সরানো যায়নি। কারণ, এখনও আসেনি বম্ব ডিসপোজাল স্কোয়াড। আতঙ্কিত বিজেপি নেতার পরিবার। বাড়ির সামনে বসানো হয়েছে পুলিশ পিকেট।
সকাল ৯ টা পর্যন্ত সামগ্রিক ভোটের হার ১৬.১৫ শতাংশ।জলপাইগুড়িতে ১৮.৬৫ শতাংশ,কালিম্পংয়ে ১৪ শতাংশ,দার্জিলিংয়ে ১৪.৭৩ শতাংশ,উত্তর ২৪ পরগনায় ১৫.১৩ শতাংশ,পূর্ব বর্ধমানে ১৬.০৬ শতাংশ ও নদিয়ায় ১৬.৪৫ শতাংশ ভোট পড়েছে।
মিনাখাঁয় বিজেপি এজেন্ট রহস্যজনকভাবে 'নিখোঁজ'। তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
কামারহাটির ১০৭ নম্বর বুথে অসুস্থ হয়ে বিজেপি এজেন্টের মৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের।
হেলমেট পরে ভোটের দিন বিভিন্ন বুথে ঘুরছেন তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি বলেছেন, সাবধানতা হিসেবেই হেলমেট পরেছেন তিনি। তাঁর অভিযোগ, তাঁদের কর্মীদের ওপর হামলা চলছে।
শান্তিপুর হরিপুরে বিজেপি এজেন্টকে বাধা ও ভোটারদের ভোটদানে বাধার অভিযোগ পেয়ে গ্রামে পৌঁছলেন বিজেপি প্রার্থী। কেন্দ্রীয় বাহিনীর আশ্বাসে বুথমুখী ভোটাররা।
বর্ধমান দক্ষিণের দুবরাজদিঘিতে বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
কামারহাটিতে অসুস্থ হয়ে মৃত্যু বুথেই মৃত্যু বিজেপির পোলিং এজেন্টের। হাসপাতালে নিয়ে যেতে সহযোগিতা মেলেনি বলে কমিশনের বিরুদ্ধে অভিযোগ বিজেপির।
আড়িয়াদহতে কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রকে বুথে ঢুকতে বাধা। তিনি ঘটনার কথা কমিশনকে জানাবেন বলে জানিয়েছেন।
কল্যাণীতে বিজেপিরএক বুথ সভাপতির বাড়িতে রাতে বোমাবাজির অভিযোগ। ঘটনাস্থল থেকে উদ্ধার তাজা বোমা। এই ঘটনায় তৃণমূলের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। ওই বুথ সভাপতির অভিযোগ, রাত বারোটা নাগাদ বোমাবাজি চলে। তিনি আতঙ্কে রয়েছেন। বাড়ির লোকজন সারারাত চোখের পাতা এক করতে পারেননি। তাঁদের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে। খবর দেওয়ার পরও পুলিশ এখনও আসেনি বলে তাঁদের অভিযোগ।
মিনাখাঁতে ৩২ নম্বর বুথ শালিপুরে ভোটারদের ভোট দিতে বাধা দানের অভিযোগ তৃণমূলের। আতঙ্কিত হয়ে তাঁরা বাড়িতে ফিরে এসেছেন বলে জানা গেছে। বুথে কেন্দ্রীয় বাহিনী নেই বলে জানিয়েছেন ওই ভোটাররা।
পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে ২৪০-২৪১ নম্বর বুথে তৃণমূলের এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ। তৃণমূলের এজেন্টরা দলের পার্টি অফিসে গিয়ে আশ্রয় নিয়েছেন। বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।
বিধাননগরের নয়াপট্টির ঘটনা। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
কল্যাণীতে যে বুথে ভোটদানে বাধার অভিযোগে ভোটাররা রাস্তা অবরোধ করেন, সেই বুথে পৌঁছে গেছে কুইক রেসপন্স টিম। পৌঁছেছেন বিজেপি প্রার্থীও। তিনি বুথে এজেন্টকে বসান। প্রায় এক ঘণ্টা রাস্তা অবরোধ হয়। কেন্দ্রীয় বাহিনীর আশ্বাসে বুথে গিয়েছেন ওই ভোটাররা। বাহিনী বুথের কাছে জমায়েত সরিয়ে দেয়।
শান্তিপুরের হরিপুরে অশান্তির খবর। বিজেপিকে এজেন্টকে বাধা দানের অভিযোগ। ভোটারদেরও বাধা দেওয়ার অভিযোগ। এলাকায় পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী।
কল্যাণীতে গয়েশপুর-কল্যাণী বাইপাসে রাস্তায় বসে অবরোধ ভোটারদের। তাঁদের অভিযোগ, তৃণমূল তাঁদের বুথ থেকে ফিরিয়ে দিয়েছি। প্রতিবাদে তাঁরা ভোটার কার্ড নিয়ে রাস্তায় বসে পড়েছেন। আটকে গিয়েছে যান চলাচল।
ভোটগ্রহণ ইতিমধ্যেই শুরু হয়েছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বুথগুলিতে স্বাস্থ্যবিধি মেনে শুরু ভোটগ্রহণ।
নদিয়ার কল্যাণীতে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ। বিজেপি কর্মীদের অভিযোগ, বাইক নিয়ে এসে তৃণমূলের কয়েকজন বাইক বাহিনী তাঁদের ওপর রড-লাঠি হামলা চালানো হয়। তাঁদের কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
বর্ধমান উত্তরে সরাইটিকরে বিজেপি এজেন্টকে মারধর। মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আরও তিন বিজেপি কর্মীও আক্রান্ত বলে অভিযোগ। জখম বিজেপি এজেন্টকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
সল্টলেক সুকান্তনগরে আক্রান্ত বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ।গতকাল রাত সাড়ে আটটা নাগাদ এই ঘটনা ঘটে বলে অভিযোগ। ধারাল অস্ত্র দিয়ে গলায় কোপ মারার অভিযোগ। বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের। তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।
সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু। বিধাননগরের একটি বুথে ভোট শুরুর আগেই দেখা গেল লম্বা লাইন।
প্রেক্ষাপট
কলকাতা: রাজ্য বিধানসভার পঞ্চম দফার নির্বাচনে রাজ্যের ৪৫ কেন্দ্রে ভোট গ্রহণ আজ। ৬ জেলায় মোট ৪৫টি আসনে হবে ভোটগ্রহণ হবে।
একঝলকে পঞ্চম দফার ভোট-
উত্তর ২৪ পরগনা (১৬), পূর্ব বর্ধমান (৮), নদিয়া (৮), জলপাইগুড়ি (৭), দার্জিলিং (৫) ও কালিম্পং (১) মোট ৬ জেলার ৪৫টি আসনে ভোট গ্রহন।
জেলাভিত্তিক যে যে বিধানসভা আসনে ভোট-
উত্তর ২৪ পরগনা (১৬)-
পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ।
পূর্ব বর্ধমান (৮)-
খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর , মন্তেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর।
নদিয়া (৮)-
শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা।
জলপাইগুড়ি (৭)-
ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা।
দার্জিলিং (৫)-
দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি , শিলিগুড়ি, ফাঁসিদেওয়া।
কালিম্পং (১)-
কালিম্পং।
ভোটগ্রহণ নির্বিঘ্নে করতে যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -