WB Election 2021 LIVE Updates: নন্দীগ্রামের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর চিঠির কড়া জবাব কমিশনের

West Bengal Assembly Election 2021 LIVE Updates:  পুরুলিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, দাসপুরে রাজনাথ সিংহ, বেলদায় যোগী আদিত্যনাথ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 16 Mar 2021 06:43 AM
WB Election 2021 LIVE: মুখ্যমন্ত্রীর চিঠির কড়া জবাব কমিশনের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপ নির্বাচন কমিশনারের কড়া চিঠি।নন্দীগ্রামকাণ্ড নিয়ে চিঠির কড়া জবাব কমিশনের। বিবেক সহায়, ডিএম-এসপির অপসারণ নিয়ে ব্যাখ্যা দিয়ে কমিশন বলেছে, ‘মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দিতে ব্যর্থ বিবেক সহায়। নিরাপত্তা অধিকর্তা-সহ ডিএম, এসপি ব্যর্থ। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী সূচি জানতেন না বিবেক সহায়। মুখ্যমন্ত্রীর কর্মসূচি জানতেন না ডিএম-এসপি।ব্যবহার করা হয়নি মুখ্যমন্ত্রীর বুলেটপ্রুফ গাড়িও।’

West Bengal Election 2021: রাজ্যে ভোটের আগেই ভোট শুরু

রাজ্যে ভোটের আগেই ভোট শুরু। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে পোস্টাল ব্যালটে বিশেষভাবে সক্ষম, ৮০ ঊর্ধ্বদের ভোট নেওয়া হল।  বাড়িতে গিয়ে ভোটদান কক্ষ তৈরি করে ভোট নিল নির্বাচন কমিশন। পোলিং অফিসার, বুথ লেভেল অফিসার, মাইক্রো অবজার্ভার-এই  ৩ অফিসারের উপস্থিতিতে ২ জেলায় পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হল। আগামী  ২৭ মার্চ প্রথম দফায় পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে ভোট।

WB Election 2021 LIVE: তৃণমূলের ভোটপ্রচারে এবার ‘দিদির ১০ অঙ্গীকার’

তৃণমূলের ভোটপ্রচারে এবার ‘দিদির ১০ অঙ্গীকার’-


 ‘দেড় কোটি পরিবারের দুয়ারে মাসিক রেশন সরবরাহ’


‘৫০টি শহরে ২৫০টি মা ক্যান্টিনে ৫ টাকায় খাবার’


‘শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি, ব্লক প্রতি ১টি মডেল আবাসিক স্কুল’


‘৩০টি জেলা সদরে মেডিক্যাল কলেজ নির্মাণ’


 ‘৫ বছরে ৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ’


‘বার্ষিক ৫ লক্ষ নতুন কর্মসংস্থান’


‘প্রথমবার বাংলায় প্রতি পরিবারের মাসিক আয় নিশ্চিত করতে প্রকল্প’


 ‘১ কোটি ৬০ লক্ষ যোগ্য পরিবারপিছু ৫০০ টাকা সাহায্য’


 ‘বাংলার যুবদের স্বাবলম্বী করতে স্টুডেন্টস ক্রেডিট কার্ড’


‘৪ শতাংশ সুদে ১০ লক্ষ টাকা সর্বোচ্চ ঋণ’


 ‘সুখী কৃষক ও কৃষক বন্ধু প্রকল্পে ৬৮ লক্ষ কৃষককে সাহায্য’


‘একরপিছু বার্ষিক ১০ হাজার টাকা সাহায্য’

West Bengal Election 2021: কাল তৃণমূলের ইস্তেহার প্রকাশ

কাল বিকেল ৪ টায় তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশ। কাল লালগড়, গোপীবল্লভপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের  জনসভা। জোড়া সভা সেরে কলকাতায় ফিরবেন তৃণমূলনেত্রী। কলকাতায় ফিরেই ইস্তেহার প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।


এরপর পরশু ফের পশ্চিম মেদিনীপুরে ৩টি জনসভা করবেন মুখ্যমন্ত্রী।  কলাইকুণ্ডা, গড়বেতা, কেশিয়াড়িতে সভা করবেন  তিনি।

WB Election 2021 LIVE: বিজেপির বিক্ষোভে রণক্ষেত্র হেস্টিংস

প্রার্থী নিয়ে বিজেপির বিক্ষোভে রণক্ষেত্র হেস্টিংস। পুলিশকে লক্ষ্য করে বিজেপি কর্মীদের ইটবৃষ্টি।বিজেপি কর্মীদের ইটে আহত ১জন পুলিশকর্মী, আটক ৬। ক্যানিং পশ্চিম, মন্দিরবাজার, কুলপি, মগরাহাট নিয়ে বিক্ষোভ। তৃণমূল-ত্যাগীদের প্রার্থী করা নিয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভ

West Bengal Election 2021: নির্দলকে সমর্থন তৃণমূলের

পুরুলিয়ায় জয়পুরে নির্দল প্রার্থীকে তৃণমূলের সমর্থন। নির্দল প্রার্থী দিব্যজ্যোতি সিংহদেওকে সমর্থন তৃণমূলের। পুরুলিয়ার সভা থেকে ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। স্ক্রুটিনিতে ত্রুটি, তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল। উজ্জ্বল কুমারের বদলে নির্দল প্রার্থীকে সমর্থন তৃণমূলের।

West Bengal Election 2021: রাজনাথের মুখে খেলা হবে

খেলা হবে, তবে তা শান্তির খেলা, উন্নয়নের খেলা। অশান্তি বা হাঙ্গামার খেলা চায় না বাংলা। খেলা হবে স্লোগান নিয়ে পাল্টা মন্তব্য রাজনাথের।

West Bengal Election 2021: বাংলায় ভোটপ্রচারে রাজনাথ

ক্রিজ থেকে সৌরভ বেরোলেই ছক্কা হাঁকান। লোকসভার ফলাফলে আমরাও এগিয়েছি, এবার ছয় মারব। বাংলায় ভোটপ্রচারে এসে মন্তব্য রাজনাথ সিংয়ের।

West Bengal Election 2021: প্রার্থী নিয়ে বিক্ষোভ, রাজ্য নেতৃত্বকে দিল্লি তলব অমিত শাহের

প্রার্থী নিয়ে বিক্ষোভ, রাজ্য নেতৃত্বকে দিল্লি তলব অমিত শাহের। রাতেই কৈলাস, দিলীপ, মুকুল, অরবিন্দ মেনন, শিবপ্রকাশকে তলব। কেন প্রার্থী নিয়ে এত বিক্ষোভ? জানতে চান অমিত শাহ, খবর সূত্রের।
দিলীপ ঘোষ, মুকুল রায়কে প্রার্থী করা নিয়ে ভাবনা, খবর বিজেপি সূত্রে। প্রার্থী নিয়ে রাতভর রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক অমিত শাহের। 

West Bengal Election 2021: ইয়েস ম্যাম বলতে পারতাম না, সেটাই সমস্যা, তোপ শুভেন্দুর

ইয়েস ম্যাম ইয়েস ম্যাম বলতে পারতাম না। শুভেন্দুকে নিয়ে সেটাই সমস্যা। 

West Bengal Election 2021: মমতাকে নিশানা শুভেন্দুর

লকডাউনে মোদি বিনে পয়সায় রেশন দিয়েছে। বিনে পয়সার গ্যাস দিয়েছে। এখন বলছে তৃণমূল না এলে এসব বন্ধ হবে। তোপ শুভেন্দুর। 

West Bengal Election 2021: বাংলায় দাদাগিরি চলবে না, মমতাকে তোপ রাজনাথের

খেলা হবে। শান্তির খেলা হবে। বাংলায় দাদাগিরি চলবে না। বললেন রাজনাথ সিংহ

West Bengal Election 2021: অনুপ্রবেশকারী বাংলায় ঢুকলে, অমিত শাহ, রাজনাথ সিংহের পদত্যাগ করা উচিত, তোপ অভিষেকের

অনুপ্রবেশকারী যদি বাংলায় ঢোকে, তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স কী করছিল। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, আগে ছিলেন রাজনাথ সিংহ। তাহলে তাঁদের পদত্যাগ করা উচিত না? 

West Bengal Election 2021: দেখবে, জ্বলবে আর লুচির মতো ফুলবে, কটাক্ষ অভিষেকের

দেখবে, জ্বলবে আর লুচির মতো ফুলবে। কটাক্ষ অভিষেকের। 

West Bengal Election 2021: আপনার পকেট থেকে ৫০০ টাকা নিয়ে গিয়ে ১০ টাকা দিচ্ছে, কটাক্ষ অভিষেকের

আমফানে টাকা দিয়ে বলছে মোদির টাকা, এতো রাজ্যের টাকা। আপনার পকেট থেকে ৫০০ টাকা নিয়ে গিয়ে ১০ টাকা দিচ্ছে। কটাক্ষ অভিষেকের। 

WB Election 2021 LIVE: এক কোটি মানুষকে আয়ুষ্মান ভারত দিয়েছে কেন্দ্র, সবাইকে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছেন মমতা

বাড়িতে পাকা ছাদ থাকলে, স্মার্টফোন থাকলে, ফ্রিজ থাকলে, আয়ুষ্মান ভারত পাবেন না। সবাইকে স্বাস্থ্যসাথী দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

West Bengal Election 2021: অমিত শাহর সভায় লোকই হয়নি, বলছে কপ্টারে যান্ত্রিক ত্রুটি, কটাক্ষ অভিষেকের

অমিত শাহর সভায় লোকই হয়নি, বলছে কপ্টারে যান্ত্রিক ত্রুটি। কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

WB Election 2021 LIVE: কেন নেতা মন্ত্রীদের গায়ে দুর্নীতি রং? উত্তর দিতে হবে মমতাকে

মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, কেন আপনার নেতা মন্ত্রীদের গায়ে দুর্নীতি রং লেগে আছে? 

West Bengal Election 2021: প্রতিশ্রুতি দিলে পূরণ করে বিজেপি, বললেন রাজনাথ

প্রতিশ্রুতি দিলে পূরণ করে বিজেপি। বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। 

WB Election 2021 LIVE: বিজেপিকে জেতানো আর খাল কেটে কুমির আনা এক কথা, কটাক্ষ অভিষেকের

ক্ষমতায় এলে বিদ্যাসাগর সেতুর নাম হয়ে যাবে মোদির নামে। পুরুলিয়ায় কী হবে, দিল্লি থেকে ঠিক হবে নাকি? বিজেপিকে জেতানো আর খাল কেটে কুমির আনা এক কথা। কটাক্ষ অভিষেকের। 

West Bengal Election 2021: মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য রোজ যাতায়াত করছেন নেতারা

ভাঙা পায়ে যুদ্ধ হবে, জয় ছিনিয়ে আনব, বলেছেন আমাদের নেত্রী। তাঁকে হারানোর জন্য নেতারা ডেইলি প্যাসেঞ্জারি করছেন। 

WB Election 2021 LIVE: কৃষক সাথী তো করেছেন, ১০ লক্ষ কৃষক কেন আন্দোলনে? প্রশ্ন অভিষেকের

বাড়িতে ফ্রিজ থাকলে আয়ুষ্মান ভারত মেলে না। আয়ুষ্মান ভারত নিয়ে আছে নানা বাধা নিষেধ। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী পান সবাই। কৃষক সাথী তো করেছেন, ১০ লক্ষ কৃষক কেন আন্দোলনে?’
কৃষি বিল পাস করিয়ে। গায়ের জোরে তা প্রয়োগ করতে গিয়েছেন। 

West Bengal Election 2021: ১০-০ গোলে হারাতে না পারলে রাজনীতির আঙিনায় পা রাখব না, চ্যালেঞ্জ অভিষেকের

১০-০ গোলে হারাতে না পারলে রাজনীতির আঙিনায় পা রাখব না, চ্যালেঞ্জ অভিষেকের

West Bengal Election 2021: সোনার ভারত হয়নি কেন? তোপ অভিষেকের

বাংলা জানে না, বলতে পারে না, বলছে সোনার বাংলা গড়ব। সোনার ভারত হয়নি কেন? তোপ অভিষেকের 

WB Election 2021 LIVE: সুনিশ্চিত করুন, মানুষ উন্নয়নে আছেন, বললেন অভিষেক

সুনিশ্চিত করুন, মানুষ উন্নয়নে আছেন। মমতার জন্য আছে। রঘুনাথপুরে বললেন অভিষেক। 

West Bengal Election 2021:  গরু পাচারে যুক্ত তৃণমূল, বললেন যোগী আদিত্যনাথ

তৃণমূল আমলে বাংলায় অরাজকতা। গরু পাচারে যুক্ত তৃণমূল। বাংলায় আয়ুষ্মান প্রকল্প চালু করেনি তৃণমূল। উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে বাংলা। বলরামপুরের সভায় এমনটাই বললেন যোগী আদিত্যনাথ। 

WB Election 2021 LIVE: বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু

ভোটের মুখে বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। মৃতের নাম বাপি আঁকুড়ে। পরিবারের দাবি, গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন নাদাস গ্রামের বাসিন্দা বছর চব্বিশের বিজেপি কর্মী। আজ সকালে শাল নদীর ধারে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। বিজেপি জেলা সম্পাদক ধ্রুব সাহার অভিযোগ, খেলা শুরু করেছেন তৃণমূল জেলা সভাপতি। ভোটের আগে পরিকল্পনামাফিক খুন করা হয়েছে বিজেপির ওই সক্রিয় কর্মীকে। যদিও ঘটনায় রাজনৈতিক-যোগ অস্বীকার করেছে শাসকদল। মত্ত অবস্থায় জলে পড়ে গিয়ে মৃত্যু বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তারা জানিয়েছে। 

West Bengal Election 2021:  অশোকনগরের প্রার্থী বদল নিয়ে প্রকাশ্যে তৃণমূল কর্মীদের ক্ষোভ

ফের অশোকনগরের প্রার্থী বদল নিয়ে প্রকাশ্যে এল তৃণমূল কর্মীদের ক্ষোভ। চৌরঙ্গি এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মিবৃন্দের নামে প্রার্থী ধীমান রায়কে বদলের দাবিতে লাগানো হয়েছে পোস্টার। পোস্টারে লেখা, আমরা জিততে চাই, আমরা প্রার্থী বদল চাই। এর আগেও তৃণমূল প্রার্থী ধীমান রায়কে বদলের দাবিতে হাবড়া-নৈহাটি রোড অবরোধ করেন তৃণমূল কর্মীদের একাংশ। স্থানীয় তৃণমূল নেতা বৃন্দাবন ঘোষকে অশোকনগরে প্রার্থী করার দাবি জানান তাঁরা। দলীয় কর্মীদের ক্ষোভ নিয়ে তৃণমূল প্রার্থী অথবা জেলা নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB Election 2021 LIVE: আজ পশ্চিম মেদিনীপুর সফরে রাজনাথ

একুশের নির্বাচনে বিজেপির লক্ষ্য বাংলার মসনদ দখল। তাই দফায় দফায় রাজ্যে আসছেন কেন্দ্রীয় নেতা ও অন্য রাজ্যের নেতা-মন্ত্রীরা। আজ পশ্চিম মেদিনীপুর সফরে আসছেন রাজনাথ সিং। দাসপুরে প্রথম জনসভাটি করবেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর পরের দুটি সভা ঘাটাল ও গোয়ালতোড়ে। আজ রাজ্যে আসছেন যোগী আদিত্যনাথও। পুরুলিয়ার বলরামপুর, বাঁকুড়ার রাইপুর ও পশ্চিম মেদিনীপুরের বেলদায় নির্বাচনী প্রচার করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। 

West Bengal Election 2021:  বেলদায় যোগী আদিত্যনাথের সভার আগে গো ব্যাক পোস্টার

বেলদায় যোগী আদিত্যনাথের সভার আগে এলাকায় গো ব্যাক পোস্টার এসইউসি-র যুব সংগঠন AIDYO-র। নারায়ণগড়ের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরির সমর্থনে আজ বেলদায় সভা করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তার আগে আজ সকালে বেলদা বাজার এলাকায় দেখা যায় এসইউসি-র যুব সংগঠন AIDYO-র নামে গো ব্যাক পোস্টার। 

WB Election 2021 LIVE: কান্তি গঙ্গোপাধ্যায়ের প্রচার

প্রচার শুরু করলেন দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়। কখনও পায়ে হেঁটে, কখনও মোটরবাইকে চড়ে চলল প্রচার। পথসভা করে জনসংযোগ করছেন বাম প্রার্থী। 

West Bengal Election 2021 LIVE:  নোটা নিয়ে কেন্দ্র, কমিশনকে নোটিস

অধিকাংশ ভোট নোটায় পড়লে নির্বাচন বাতিল করে নতুন করে ভোট নেওয়া হোক। বিজেপি নেতার আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশনকে নোটিস সুপ্রিম কোর্টের। 

WB Election 2021 LIVE: তৃণমূলত্যাগীদেরই কেন প্রার্থী? হেস্টিংসের দফতরে বিক্ষোভ

তৃণমূলত্যাগীদেরই কেন প্রার্থী? বিজেপির হেস্টিংসের দফতরে দফায় দফায় বিক্ষোভ। শিবপ্রকাশ, মুকুল, অর্জুনের সামনেই ভাঙল ব্যারিকেড।

WB Election 2021 LIVE: শালতোড়া, ছাতনা, রাইপুরে ৩ সভা মমতার, বিষ্ণুপুরে রোড শো, কোতুলপুরে সভা নাড্ডার

বাঁকুড়ায় আজ মেগা ডুয়েল। শালতোড়া, ছাতনা, রাইপুরে ৩ সভা মমতার। বিষ্ণুপুরে রোড শোর পর কোতুলপুরে সভা নাড্ডার। পুরুলিয়ায় অভিষেক, দাসপুরে রাজনাথ, বেলদায় যোগী।

West Bengal Election 2021 LIVE: ১৯-২০ মার্চ ফের নন্দীগ্রাম মমতা

আঘাত লাগার পর প্রথমবার। ১৯-২০ মার্চ ফের নন্দীগ্রাম যাচ্ছেন মমতা। করবেন একগুচ্ছ কর্মিসভা ও জনসভা। দুর্গাপুরে কথা বললেন স্থানীয়দের সঙ্গে।

WB Election 2021 LIVE: শুভেন্দুর অভিযোগ খারিজ সিবিআইয়ের

সিবিআইয়ের চার্জশিটে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় অন্য মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী নন। শুভেন্দুর অভিযোগ খারিজ করে জানিয়ে দিল সিবিআই। 

প্রেক্ষাপট

নন্দীগ্রামে মমতার প্রার্থীপদ বাতিলের দাবি শুভেন্দুর। ৬টি মামলার কথা গোপন রেখে হলফনামার অভিযোগ। নির্বাচন কমিশনের শুভেন্দুর নির্বাচনী এজেন্টের নালিশ। চিটফান্ডে অভিযুক্ত, মামলার কথা ভাল জানেন, পাল্টা অভিষেক।


সিবিআইয়ের চার্জশিটে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় অন্য মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী নন। শুভেন্দুর অভিযোগ খারিজ করে জানিয়ে দিল সিবিআই। শুধুই কুৎসা, জবাব পাবে বিশ্বাসঘাতকরা, কটাক্ষ কুণালের।


আঘাত লাগার পর প্রথমবার। ১৯-২০ মার্চ ফের নন্দীগ্রাম যাচ্ছেন মমতা। করবেন একগুচ্ছ কর্মিসভা ও জনসভা। দুর্গাপুরে কথা বললেন স্থানীয়দের সঙ্গে।


বাঁকুড়ায় আজ মেগা ডুয়েল। শালতোড়া, ছাতনা, রাইপুরে ৩ সভা মমতার। বিষ্ণুপুরে রোড শোর পর কোতুলপুরে সভা নাড্ডার। পুরুলিয়ায় অভিষেক, দাসপুরে রাজনাথ, বেলদায় যোগী।


হুইলচেয়ারেই পুরুলিয়ায় জোড়া সভা মমতার। পা ভেঙে আটকানো যাবে না, হুঙ্কার অভিষেকের। নন্দীগ্রামকাণ্ড নিয়ে বাঁকুড়ার সভা থেকে পাল্টা কটাক্ষ অমিত শাহের।


তৃণমূলত্যাগীদেরই কেন প্রার্থী? বিজেপির হেস্টিংসের দফতরে দফায় দফায় বিক্ষোভ। শিবপ্রকাশ, মুকুল, অর্জুনের সামনেই ভাঙল ব্যারিকেড।


রবীন্দ্রনাথকে নিয়ে বিজেপির অন্দরে আরও বিক্ষোভ। চুঁচুড়ার পার্টি অফিসে তালা ঝুলিয়ে তাণ্ডব। বিচ্ছিন্ন ঘটনা, দাবি শমীকের। পুরনোদেরই সামলাতে পারছে না, আবার বাংলা সামলাবে, কটাক্ষ তৃণমূলের। 


শোভন-বৈশাখীর বিজেপি-ত্যাগের পরের দিনই তৃণমূল ছাড়লেন দেবশ্রী। কেউ সম্মান নিয়ে ডাকলে আপত্তি নেই, জিইয়ে রাখলেন বিজেপিতে যাওয়ার জল্পনা। সবাই টিকিট পাবে, হতে পারে না, মন্তব্য কুণালের।


শেষমুহূর্তে ঝাড়গ্রাম গেলেন না অমিত শাহ, কপ্টারে ত্রুটির দাবি। খড়গপুর থেকে ভার্চুয়ালে ভাষণ। গুয়াহাটি থেকে সফর বদলে দিল্লি ফেরার আগে হঠাৎ ফিরলেন কলকাতায়। কোর কমিটির সঙ্গে বৈঠক। 


সংবিধান লঙ্ঘন করে তারকেশ্বরে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত। অভিযোগ মহুয়া মৈত্রর। রাজ্যসভার সদস্যপদ বাতিলের দাবি। প্রতিক্রিয়া জানাতে চাননি স্বপন।


গেরুয়া টিশার্টে মোদির ছবি, কফি হাউসে তাণ্ডব। ‘নো ভোট ফর বিজেপি’ লেখা পোস্টারে কালি। দলের কোনও ঘোষিত কর্মসূচি নয়, সাফাই বিজেপির।


এডিজি আইনশৃঙ্খলার পদ থেকে সরেও মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ফিরলেন জ্ঞানবন্ত। হচ্ছেন রাজ্যের নিরাপত্তা অধিকর্তা। নন্দীগ্রামকাণ্ডে গাফিলতির অভিযোগে সাসপেন্ড বিবেক সহায়।


অধিকাংশ ভোট নোটায় পড়লে নির্বাচন বাতিল করে নতুন করে ভোট নেওয়া হোক। বিজেপি নেতার আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশনকে নোটিস সুপ্রিম কোর্টের। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.