কলকাতা: বন্ড, শেয়ার, এনএসএস ও মিউচুয়াল ফান্ডে তিনি নেই। অখিল গিরির ভরসা ব্যাঙ্কে। রামনগরের তৃণমূল প্রার্থীর সঞ্চয় প্রায় ৩৫ লক্ষ টাকা। স্থাবর সম্পত্তি প্রায় ৩৬ লক্ষ টাকা। আজকের ‘আয়-ব্যয়ে’ পূর্ব মেদিনীপুরের রামনগর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সম্পত্তির খতিয়ান৷


আগামী ২৭ মার্চ প্রথম দফায় ভোট পূর্ব মেদিনীপুরের রামনগরে। হাতে আর সময় নেই। তাই প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকায় নতুন মুখ আর তারকার ভিড় বাড়লেও এবারও রামনগরে অখিল গিরিকে প্রার্থী করেছে তৃণমূল। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির স্বদেশরঞ্জন নায়েক, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী সিপিএমের সব্যসাচী জানা। 


ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন অখিল গিরি। গত ৮ মার্চ মনোনয়নের সঙ্গে দিয়েছেন হলফনামা। সেখানে জানিয়েছেন, তাঁর বিষয়-আশয়ের খতিয়ান। 


হলফনামা অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার সময় তৃণমূল প্রার্থীর হাতে ছিল ৫ হাজার টাকা নগদ। রামনগরের তৃণমূল প্রার্থীর ব্যাঙ্কে জমা আছে প্রায় ৩৫ লক্ষ টাকা। বন্ড, শেয়ার, এনএসএস ও মিউচুয়াল ফান্ডে কোনও সঞ্চয় নেই তৃণমূল প্রার্থীর। 


হলফনামা অনুযায়ী, অখিল গিরির কোনও গাড়ি নেই। তবে তৃণমূল প্রার্থীর আছে ৩টি সোনার আংটি। যার দাম ৬০ হাজার টাকা। সব মিলিয়ে অখিল গিরির মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩৫ লক্ষ ১ হাজার ২৫৮ টাক। 


শুধু অস্থাবর সম্পত্তির হিসেব দেওয়াই নয়, হলফনামায় পূর্ব মেদিনীপুরের রামনগরের তৃণমূলের প্রার্থী জানিয়েছেন,তাঁর নামে স্থাবর সম্পত্তি বলতে রয়েছে চাষের জমি আর বসত বাড়ি। তবে বাণিজ্যিক কাজে ব্যবহারের মতো কোনও বাড়ি তাঁর নেই। 


হলফনামা অনুযায়ী, তৃণমূল প্রার্থীর স্থাবর সম্পত্তির পরিমাণ ৩৫ লক্ষ ৯০ হাজার টাকা।  অর্থাত্‍, স্থাবর-অস্থাবর মিলিয়ে অখিল গিরির সম্পত্তির পরিমাণ ৭০ লক্ষ ৯১ হাজার ২৫৮ টাকা।


সম্পত্তির পাশাপাশি, মামলা-মোকদ্দমার খুঁটিনাটিও ঘোষণা করেন অখিল। হলফনামায় তৃণমূল প্রার্থী জানিয়েছেন, তাঁর নামে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।