কলকাতা: ভোটের মুখে নজিরবিহীনভাবে রাজ্য পুলিশের ডিজির পদ থেকে বীরেন্দ্রকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তাঁর জায়গায় ডিজিপি করা হয়েছে নীরজনয়ন পাণ্ডেকে। বীরেন্দ্রকে ভোটের কোনও কাজে রাখা যাবে না বলেও নির্দেশ দিয়েছে কমিশন।


ভোটের মুখে ফের রাজ্য পুলিশে বড়সড় রদবদল। এডিজি আইনশৃঙ্খলার পর এবার নজিরবিহীনভাবে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তাঁর জায়গায় নতুন ডিজি করা হয়েছে নীরজনয়ন পাণ্ডেকে। শুধু অপসারণই নয়। বীরেন্দ্রকে ভোটের কোনও কাজে রাখা যাবে না বলেও জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।


ডিজি-র আগে এডিজি আইনশৃঙ্খলা পদেও রদবদল করে নির্বাচন কমিশন। এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিমকে পাঠানো হয় ডিজি দমকল পদে। যে পদের সঙ্গে ভোটের কোনও সরাসরি সংযোগ নেই। এবার বীরেন্দ্রকে সেরকমই কোনও পদে পাঠানো হবে। তাঁর বিরুদ্ধে একাধিকবার পক্ষপাতমূলক আচরণের অভিযোগ জানিয়েছে বিরোধীরা। সূত্রের দাবি, সম্প্রতি রাজ্যে এসে বিভিন্ন পুলিশ অফিসারদের বিরুদ্ধে কী অভিযোগ জমা পড়েছে, সেই রিপোর্ট খতিয়ে দেখেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে।



এক সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আধিকারিক হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন বীরেন্দ্র। পরে সুরজিৎ কর পুরকায়স্থ অবসর গ্রহণ করলে বীরেন্দ্রকে ডিজি পদে বসিয়ে, সুরজিৎকে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছিল। উল্লেখ্য, রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রর বিরুদ্ধে বারবার অভিযোগ এনেছে বিরোধীরা। তাঁরা পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছেন। ভোটের আগে কলকাতার পুলিশ কমিশনার পদেও রদবদল ঘটে। অনুজ শর্মাকে সরিয়ে কলকাতা পুলিশের কমিশনার করা হয়েছে সৌমেন মিত্রকে। অনুজ শর্মাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এডিজি (সিআইডি) পদে।


মঙ্গলবার ডিজি পদে রদবদল করল নির্বাচন কমিশন। এ নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে চাপানউতোর। ১৯৮৫ ব্যাচের IPS অফিসার বীরেন্দ্রর জায়গায় আসা নীরজনয়ন পাণ্ডে ১৯৮৭ ব্যাচের IPS। তিনি প্রায় ৮ বছর সিবিআইতে কর্মরত ছিলেন। এ রাজ্যে সিআইডি এবং রাজ্য পুলিশের বিভিন্ন পদেও দীর্ঘদিন কাজ করেছেন। সূত্রের দাবি, বুধবারই বীরেন্দ্রর থেকে দায়িত্ব বুঝে নিতে পারেন নতুন ডিজি নীরজনয়ন পান্ডে।