কলকাতা: সোমবার আবারও নির্বাচন রাজ্যের দুই কেন্দ্রে। বারাসাত এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের দু'টি বুথে পুনর্নির্বাচন। মথুরাপুর কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপের ২৬ নম্বর বুথে আগামী কাল পুনর্নির্বাচন। কাকদ্বীপের ২৬ নম্বর বুথে পুনর্নির্বাচনের দাবি করেছিল বিজেপি। বারাসাত লোকসভার অন্তর্গত দেগঙ্গার ৬১ নম্বর বুথেও কাল পুনর্নির্বাচন। কাল সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত হবে পুনর্নির্বাচন। (West Bengal Loksabha Elections 2024)


শনিবার লোকসভা নির্বাচনের সপ্তম দফায় শেষ ভোটগ্রহণ ছিল। রবিবার স্ক্রুটিনি চলছিল নির্বাচন কমিশনের তরফে। স্ক্রুটিনির সময়ই মথুরাপুর কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপের ২৬ নম্বর এবং বারাসাত লোকসভার অন্তর্গত দেগঙ্গার ৬১ নম্বর বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়। শেষ দফায় নির্বাচন চলাকালীন সেখানে ছাপ্পা এবং ভুয়ো ভোটিংয়ের অভিযোগ তুলেছিল বিজেপি। (Lok Sabha Elections 2024)


ওই দুই বুথে নির্বাচন নিয়ে আগাগোড়া পুনর্নির্বাচনের দাবি তুলে আসছিল বিজেপি। তাদের দাবি ছিল, দুই বুথেই যথেচ্ছ ছাপ্পাভোট পড়েছে। ভুয়ো ভোটও পড়েছে দেদার। দুপুর দেড়টা থেকে সেখানে ভুয়ো এবং ছাপ্পাভোট শুরু হয় বলে অভিযোহ তোলে বিজেপি। পরবর্তীতে নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখে পুনর্নির্বাচন করানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। 


আরও পড়ুন: Exit Poll 2024:বঙ্গে কি এবার গেরুয়া ঝড়? সার্বিক ভাবে কী ইঙ্গিত এক্সিট পোলে?


জানা গিয়েছে, বারাসাত দেগঙ্গা এসির অধীনস্থ, কদম্বগাছি ৬১ নম্বর বুথেও কাল পুনর্নির্বাচন রয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পুনর্নির্বাচনের কথা যাতে মানুষ জানতে পারেন, তার জন্য ড্রাম বাজিয়ে প্রচারের উপর জোর দেওয়া হয়েছে। সপ্তম দফার ভোটের পর, কাল সকাল থেকে আবারও ভোটগ্রহণ শুরু হচ্ছে।


শনিবার সপ্তম দফায় ভোটগ্রহণ শেষের পরই ডায়মন্ড হারবার-সহ ৩০০-র বেশি বুথে পুনর্নির্বাচনের দাবি তুলেছিল বিজেপি। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলতার সমস্ত বুথ, বজবজের ৫৮টি বুথ, মহেশতলার ৩৩টি, ডায়মন্ড হারবারের ৫১টি, বিষ্ণুপুরের ১৮টি, সাতগাছিয়ার ২০টি এবং 
মেটিয়াবুরুজের ১১টি বুথে পুনর্নির্বাচন দাবি করেছিল তারা। পুনরায় নির্বাচনের করা হয়েছিল মথুরাপুর লোকসভার সাগরের ৬টি বুথ, 
মগরাহাট পশ্চিমের ৫টি এবং কাকদ্বীপের একটি বুথে। 


ওই বুথগুলিতে দেদার ছাপ্পাভোট গয়েছে, ভুয়ো ভোট পড়েছে বলে অভিযোগ তুলেছিল বিজেপি। সেই নিয়ে স্ক্রুটিনি করতে গিয়ে এদিন দু'টি বুথে পুনরায় ভোট করানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। আগামী ৪ জুন ভোটগণনা, তার আগে কাল পুনরায় ভোটগ্রহণ দুই বুথে। ভোটগ্রহণ শেষ হয়ে গেলেও, বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর উঠে আসছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে আগামী ১৯ জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। 
৬ জুন থেকে সময় বাড়িয়ে করা হল ১৯ জুন।