West Bengal Live News: দোলে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ কিশোর
WB News Live Updates: একদিকে দোলযাত্রা, অন্যদিকে ভোটের বাদ্যি। রাজ্যের সব খবরের লাইভ আপডেট।
লোকসভা ভোটের দেওয়াল লেখাকে কেন্দ্র করে ফের একবার অশান্ত হয়ে উঠল ভাঙড়। অভিযোগ, একে অপরের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়ান তৃণমূল ও ISF কর্মীরা। দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে।
দোলের দিন পানিহাটি আশ্রম ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ কিশোর। ভরা কটালের সময় স্নান করতে নেমে দুর্ঘটনা। ৩ কিশোরকে উদ্ধার করতে তল্লাশি চালানো হচ্ছে।
বসন্ত উৎসবে রায়গঞ্জে রাজনৈতিক সৌজন্যের ছবি। বসন্ত উৎসব কাছাকাছি নিয়ে এলো দুই যুযুধান প্রার্থীকে। পরস্পরকে আবির মাখালেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ও কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজ।
দোলের দিনও সরগরম বঙ্গ রাজনীতি। রায়গঞ্জের মানুষের সঙ্গে কোনও জনসংযোগ ছিল না বলে, বিদ্রোহের আশঙ্কায় দেবশ্রী চৌধুরীকে সেখান থেকে কলকাতা দক্ষিণে নিয়ে এসেছে বিজেপি। কটাক্ষ মালা রায়ের। উনি ওয়ার্ডের বাইরে কী কাজ করেছেন, চাইলে তার হিসেবও দিয়ে দেব, পাল্টা কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী।
দোলের দিন পানিহাটি আশ্রম ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ কিশোর। ভরা কটালের সময় স্নান করতে নেমে দুর্ঘটনা। ৩ কিশোরকে উদ্ধার করতে তল্লাশি চালানো হচ্ছে।
লোকসভা ভোটের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। জেলবন্দি আরাবুল ইসলামের খাস তালুক পোলেরহাট থানা এলাকার সাতুলিয়ায় সংঘর্ষে জড়ালেন তৃণমূল ও ISF কর্মীরা।
চেয়েও মেদিনীপুর পেলেন না দিলীপ ঘোষ, এবার চ্যালেঞ্জ বর্ধমান-দুর্গাপুরে। চাষ করেছি গোটা রাজ্যে, তাই দেখছেন ফল-ফুল, গড় হারিয়ে বিস্ফোরক বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী।
ব্যারাকপুরের প্রার্থী হিসেবে বিজেপি তাঁর নাম ঘোষণা করতেই ভোটপ্রচারে নেমে পড়লেন অর্জুন সিং। শুরু করলেন পার্থ ভৌমিকের গড় নৈহাটি থেকেই। পুজো দিলেন বড়মার মন্দিরে। আর সেখানে দাঁড়িয়েই পার্থ ভৌমিককে হারানোর চ্যালে়ঞ্জ ছুঁড়ে দিয়ে গেলেন তিনি। পাল্টা জবাব দিয়েছেন পার্থ ভৌমিকও।
দেশটাকে যারা একই রং দিয়ে, একমাত্রিক করে দিতে চাইছে, বসন্ত উৎসবের দিনে নানা রঙে নিজেকে রাঙিয়ে তাদের বার্তা দিতে চাইছি। দোলের দিন আবির খেলার ফাঁকে মন্তব্য করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এদিন বাঘাযতীন এলাকায় জনসংযোগ সারলেন লোকসভা ভোটে বামেদের নতুন মুখ।
বসন্ত উৎসবে দিন পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু চার বছরের শিশুর। ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠে রাজগঞ্জের শিলিগুড়ি পুলিশ এলাকার কমিশনারেট আমবাড়ি ফালাকাটায়।
দোলের দিনও সরগরম বঙ্গ রাজনীতি। রায়গঞ্জের মানুষের সঙ্গে কোনও জনসংযোগ ছিল না বলে, বিদ্রোহের আশঙ্কায় দেবশ্রী চৌধুরীকে সেখান থেকে কলকাতা দক্ষিণে নিয়ে এসেছে বিজেপি। কটাক্ষ মালা রায়ের। উনি ওয়ার্ডের বাইরে কী কাজ করেছেন, চাইলে তার হিসেবও দিয়ে দেব, পাল্টা কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী।
বিজেপির টিকিট পেয়েই দোলের সকালে নৈহাটির বড়মা-র মন্দিরে পুজো দিলেন অর্জুন সিংহ। তারপর যান হনুমান মন্দিরে পুজো দিতে। তৃণমূলের পার্থকে ভোটে হারানোর হুঙ্কার।
বসন্ত উৎসব পালনের মাধ্যমেই ভোটের প্রচার করলেন বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। দোল উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দেন সৌমিত্র খাঁ। প্রার্থীকে পেয়ে অনেকেই আবিরে রাঙিয়ে দেন। সৌমিত্র খাঁ-ও পথচলতি মানুষকে আবির মাখান।
হুগলির শ্রীরামপুরে রাধাবল্লভ মন্দিরে আবির খেললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মন্দিরে দিলেন পুজো। এরপর প্রচারের ফাঁকেই পিচকিরি থেকে রং ছুড়ে দিলেন পথচলতি মানুষের দিকে। নিজেকেও রাঙালেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
হুগলির শ্রীরামপুরে রাধাবল্লভ মন্দিরে আবির খেললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মন্দিরে দিলেন পুজো। এরপর প্রচারের ফাঁকেই পিচকিরি থেকে রং ছুড়ে দিলেন পথচলতি মানুষের দিকে। নিজেকেও রাঙালেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
হুগলির শ্রীরামপুরে রাধাবল্লভ মন্দিরে আবির খেললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মন্দিরে দিলেন পুজো। এরপর প্রচারের ফাঁকেই পিচকিরি থেকে রং ছুড়ে দিলেন পথচলতি মানুষের দিকে। নিজেকেও রাঙালেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
হুগলির শ্রীরামপুরে রাধাবল্লভ মন্দিরে আবির খেললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মন্দিরে দিলেন পুজো। এরপর প্রচারের ফাঁকেই পিচকিরি থেকে রং ছুড়ে দিলেন পথচলতি মানুষের দিকে। নিজেকেও রাঙালেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
ফের প্রতিপক্ষকে নাম না করে কটাক্ষ করলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। গতকাল সিঙ্গুরে বসন্ত উৎসবে যোগ দিয়ে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন লোকসভা ভোটে জিতলে আমার অনুষ্ঠানে ডাক পাবে হুগলি জেলার মহিলারা। লকেটের কটাক্ষ, মানুষ অনুষ্ঠানে মুখ দেখাতে চায় না, চায় কাজের সুরক্ষা। হুগলির মানুষ এত বোকা নয়। রচনাকে জবাব দিলেন লকেট। এদিন চন্দননগর বিধানসভা এলাকার ভদ্রেশ্বরে শীতলা মন্দিরে পুজো দিয়ে আবির খেলায় মাতেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। পদযাত্রাতেও পা মেলান।
ফের প্রতিপক্ষকে নাম না করে কটাক্ষ করলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। গতকাল সিঙ্গুরে বসন্ত উৎসবে যোগ দিয়ে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন লোকসভা ভোটে জিতলে আমার অনুষ্ঠানে ডাক পাবে হুগলি জেলার মহিলারা। লকেটের কটাক্ষ, মানুষ অনুষ্ঠানে মুখ দেখাতে চায় না, চায় কাজের সুরক্ষা। হুগলির মানুষ এত বোকা নয়। রচনাকে জবাব দিলেন লকেট। এদিন চন্দননগর বিধানসভা এলাকার ভদ্রেশ্বরে শীতলা মন্দিরে পুজো দিয়ে আবির খেলায় মাতেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। পদযাত্রাতেও পা মেলান।
রাজু বিস্তাকে ফের প্রার্থী করায় পাহাড়ে বিজেপিতে বিদ্রোহ। নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের হুঙ্কার কার্শিয়ঙের বিজেপি বিধায়কের। 'পৃথক রাজ্যের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, পরপর ৩ বার বিজেপির সাংসদ দিয়েছে দার্জিলিং, কিন্তু বহিরাগতদের প্রার্থী করে আমাদের দাবি আড়াল করছে বিজেপি, পাহাড়ের ১৭ লক্ষ মানুষের মধ্যে ১ জনও যোগ্য প্রার্থী নেই?', রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল হিসেবে লড়াইয়ের ঘোষণার পর প্রশ্ন বিষ্ণুপ্রসাদের।
সন্দেশখালিতে বিজেপি প্রার্থীকে নিয়ে ক্ষুব্ধ মহিলাদের একাংশ। রেখা পাত্রর বিরুদ্ধে এলাকায় পড়ল পোস্টার। সন্দেশখালির মহিলা বিজেপি সমর্থকদের একাংশের দাবি, রেখার পরিবর্তে তাঁরা শিক্ষিত জনপ্রতিনিধি চান। যিনি সংসদে গিয়ে তাঁদের হয়ে মুখ খুলতে পারবেন। সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করে চমক দিয়েছে বিজেপি। এদিন তাঁর সমর্থনে উচ্ছ্বাসও চোখে পড়েছে সন্দেশখালিতে। রেখা পাত্রর প্রতিক্রিয়া এখনও মেলেনি।
সন্দেশখালিতে বিজেপি প্রার্থীকে নিয়ে ক্ষুব্ধ মহিলাদের একাংশ। রেখা পাত্রর বিরুদ্ধে এলাকায় পড়ল পোস্টার। সন্দেশখালির মহিলা বিজেপি সমর্থকদের একাংশের দাবি, রেখার পরিবর্তে তাঁরা শিক্ষিত জনপ্রতিনিধি চান। যিনি সংসদে গিয়ে তাঁদের হয়ে মুখ খুলতে পারবেন। সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করে চমক দিয়েছে বিজেপি। এদিন তাঁর সমর্থনে উচ্ছ্বাসও চোখে পড়েছে সন্দেশখালিতে। রেখা পাত্রর প্রতিক্রিয়া এখনও মেলেনি।
দোলের রঙে মিশল রাজনীতির রং। শহরে এদিন কেন্দ্রীয় এজেন্সির কোনও অভিযান না চললেও, কলেজ স্ট্রিটের রাস্তায় ED-CBI লেখা টি শার্ট পরে ঘুরলেন কয়েকজন যুবক। একজনকে অভিযুক্ত সাজিয়ে কোমরে গামছা বেঁধে নিয়ে যেতেও দেখা গেল। তাঁর পিঠে লেখা, শাসক-বিরোধী সব দলের নাম।
মেদিনীপুর থেকে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী হয়ে কর্মী সমর্থকদের উন্মাদনায় ভাসলেন দিলীপ ঘোষ। বর্ধমানে পৌঁছতেই দলের প্রার্থীকে সাড়ম্বরে স্বাগত জানালেন বিজেপির কর্মী সমর্থকরা। জয় আসবে বিপুল ভোটে, দাবি প্রত্যয়ী দিলীপের।
লেবুতলা পার্কে দোল উৎসবে মাতলেন বিজেপি নেতা ও কাউন্সিলর সজল ঘোষ। রং মাখলেন, নিজেও দিলেন রং।
বাঁকুড়া লোকসভা কেন্দ্রে সিপিএমের নতুন মুখ নীলাঞ্জন দাশগুপ্ত। দোলের দিন লাল আবির মেখে, মাখিয়ে শুরু করলেন প্রচার। বাঁকুড়া বাস স্ট্যান্ড এলাকায় মিছিল করলেন সিপিএম কর্মী, সমর্থকদের নিয়ে। পথচলতি মানুষকে লাল আবির মাখালেন বাঁকুড়ার সিপিএম প্রার্থী।
হুগলির শ্রীরামপুরে রাধাবল্লভ মন্দিরে আবির খেললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মন্দিরে দিলেন পুজো। এরপর প্রচারের ফাঁকেই পিচকিরি থেকে রং ছুড়ে দিলেন পথচলতি মানুষের দিকে। নিজেকেও রাঙালেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
বিজেপির টিকিট পেয়েই দোলের সকালে নৈহাটির বড় মা-র মন্দিরে পুজো অর্জুন সিংহর। তারপর গেলেন হনুমান মন্দিরে পুজো দিতে। তৃণমূলের পার্থকে ভোটে হারানোর হুঙ্কার।
কলকাতা উত্তরে তৃণমূলের সুদীপ বনাম বিজেপির তাপসের লড়াই। 'উত্তর কলকাতার মানুষ এবার দুষ্টের দমন, শিষ্টের পালন করবেন, কেউ সবুজ রং মাখালেও স্বাগত, কিন্তু স্লোগান থাকবে গেরুয়ার পক্ষেই', কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী হয়ে মন্তব্য তাপস রায়ের।
শান্তিনিকেতনের আদলে দোল হয় মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে। সেই বসন্ত উৎসবে সামিল হলেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান। দোল উপলক্ষ্যে প্রভাত ফেরিতে অংশ নেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী-সহ তৃণমূল
কাউন্সিলররা।
সুকিয়া স্ট্রিটে নিজের পাড়ায় দোল উৎসবে মাতলেন কুণাল ঘোষ। কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে সকলের সঙ্গে মিলে আবির খেললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।
রঙে রঙে রঙিল আকাশ। কিন্তু আবিরে রেঙে ওঠার দিনেই আকাশের মুখ ভার হওয়ার সম্ভাবনা। আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আজ বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল ভিজতে পারে কলকাতা-সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে। ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে।
গতকালই স্পষ্ট হয়ে গেছে ব্যাটলফিল্ড ব্যারাকপুরে তাঁর প্রতিদ্বন্দ্বী অর্জুন সিংহ। বিজেপির টিকিট পেয়েই ১ লক্ষ ভোটে হারানোর হুঙ্কার দিয়েছেন বিজেপি প্রার্থী। দোল উৎসবে সামিল হয়ে তার জবাব দিলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক।
রাতের শহরে পথ দুর্ঘটনা। চিংড়িহাটা থেকে সায়েন্স সিটি যাওয়ার অভিমুখে মা ফ্লাইওভার ওঠার মুখে দুর্ঘটনা ঘটে। রাত ১টা নাগাদ ঘটেছে। একটি হন্ডা সিটি গাড়ি বেপরোয়া গতিতে যাওয়ার সময়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডিভাইডারে উঠে যায়। যদিও ঘটনার পর গাড়িতে কাউকে পাওয়া যায়নি।। দুর্ঘটনার পর গাড়ি ছেড়ে পালিয়ে যান চালক। প্রগতি ময়দান থানা তদন্তে।
রাজু বিস্তাকে বিজেপি দার্জিলিং লোকসভা কেন্দ্রে ফের টিকিট দেওয়ায় এবার নির্দল হয়ে লড়াইয়ের হুঁশিয়ারি দিলেন কার্শিয়ঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা।
লোকসভা ভোটের মুখে জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বামেদের জয় জয় কার। ছাত্র সংসদ নির্বাচনে ৪ আসনেই এবিভিপি কে হারাল বামেরা। সভাপতি পদে জিতলেন বামেদের ধনঞ্জয়। জেএনইউ ছাত্র সংসদের সহ সভাপতি পদে জিতলেন বাংলার ছেলে অভিজিৎ ঘোষ। ৯২৭ ভোটে হারালেন এবিভিপি প্রার্থীকে। সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছে বামেরা।
সাদার্ন অ্যাভিনিউতে সাড়ম্বরে পালিত হল হোলিকা দহন। এলাকার বাসিন্দাদের নিয়ে উৎসবে সামিল হলেন কলকাতা পুরসভার ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনীষা বসু। দোলের আগের রাতে বিশেষ পুজোর পাশাপাশি ছিল খাওয়া দাওয়ার আয়োজন।
আজ দোলযাত্রা। বাংলায় আজ রঙের উৎসব। আগামীকাল হোলির জন্য সারা দেশে জোরকদমে প্রস্তুতি।
দ্বিতীয় দফায় বাংলায় ১৯ জন প্রার্থীর তালিকা প্রকাশ করল বিজেপি। যদিও ঝাড়গ্রাম, বীরভূম, আসানসোল, ডায়মন্ড হারবারের প্রার্থী নাম এখনও ঘোষণা করতে পারল না গেরুয়া শিবির। লোকসভার টিকিট পেলেন বিজেপির ৩ বিধায়ক।
প্রেক্ষাপট
Arjun Singh: দ্বিতীয় দফায় বাংলায় ১৯ জন প্রার্থীর তালিকা প্রকাশ গেরুয়া শিবিরের। তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে কলকাতা উত্তরে সুদীপের বিরুদ্ধে প্রার্থী তাপস। ব্যারাকপুরে পার্থ বনাম অর্জুন।
Dilip Ghosh: দিলীপ-দেবশ্রীর কেন্দ্র বদল। মেদিনীপুরে জুনের বিরুদ্ধে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা। দিলীপকে নিয়ে যাওয়া হল বর্ধমান-দুর্গাপুরে। রায়গঞ্জ থেকে কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরী।
Sandeshkhali BJP Candidate: সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে বসিরহাটে প্রার্থী করল বিজেপি। 'নরেন্দ্র মোদিকে ধন্যবাদ। সন্দেশখালি-বসিরহাটের মা-বোনেদের পাশে থাকব', বললেন রেখা পাত্র
Abhijit Gangopadhyay BJP Candidate: বিচারপতি পদে ইস্তফার পর বিজেপিতে, তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দমদমে শীলভদ্র, বর্ধমান পূর্বে অসীম। বারাসাতে স্বপন মজুমদার। মথুরাপুরে অশোক পুরকায়েত।
Jalpaiguri BJP Candidate: জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। দার্জিলিঙে বিজেপি প্রার্থী রাজু বিস্তা। আনন্দে নাচলেন নীরজ জিম্বা। পাল্টা নির্দল হয়ে দাঁড়ানোর হুঁশিয়ারি কার্শিয়ঙের বিজেপি বিধায়কের।
BJP Candidate List 2024: মহুয়া মৈত্রর বিরুদ্ধে বিজেপি প্রার্থী কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়। জঙ্গিপুরে ধনঞ্জয় ঘোষ, রায়গঞ্জে কার্তিক, উলুবেড়িয়ায় অরুণোদয়, শ্রীরামপুরে কবীর শঙ্কর, আরামবাগে অরূপকান্তি দিগার। ঝাড়গ্রাম-বীরভূম-আসানসোল-ডায়মন্ড হারবারে এখনও বিজেপির প্রার্থী ঘোষণা বাকি। কটাক্ষ তৃণমূলের।
Diamond Harbour Candidate: দু'দফায় ৩৮ জন প্রার্থীর নাম, বাকি আরও ৪। 'ডায়মন্ড হারবারের রয়্যাল বেঙ্গল টাইগারের বিরুদ্ধে এখনও কাউকে রাজি করাতে পারল না বিজেপি!', কটাক্ষ শান্তনু সেনের।
Kangna Ranaut: হিমাচলের মান্ডিতে বিজেপি প্রার্থী কঙ্গনা। পর্দার রামও এবার ভোটযুদ্ধে, মীরাটে অরুণ গোভিল। বিজেপিতে যোগ দিয়েই প্রার্থী নবীন জিন্দল। বরুণ গাঁধী বাদ পড়লেও ফের প্রার্থী মানেকা।
Suvendu Adhikari: ভোটের আগে ফের তপ্ত রাজ্য। পিংলায় বিজেপি কর্মী খুনের অভিযোগ। ক্যানিং-সোনারপুরে আক্রান্ত বিজেপি। কমিশনে শুভেন্দু। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের।
Pingla News: পিংলায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ। দেবকে আক্রমণ করে সিবিআই দাবি হিরণের। মৃত্যু নিয়ে রাজনীতি, পাল্টা তৃণমূল।
Sandeshskhali ED Raid: ইডির উপর হামলার তদন্তে ফের সন্দেশখালিতে সিবিআই। ২ অভিযুক্তকে নিয়ে চষে বেড়াল শেখ শাহজাহানের বাড়ি থেকে সরবেরিয়ার মার্কেট। গেল রাজবাড়ি আউটপোস্টেও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -