WB News Live Update: চাকরি বাতিলের রায় মানেন না তিনি, জানিয়ে দিলেন মমতা
West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...
হাইকোর্টে 'কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের ফরেন্সিক রিপোর্ট জমা দিল সিবিআই-ইডি। যে দাবি করেছিলাম, তার স্বপক্ষেই রিপোর্ট এসেছে, জানিয়েছে ইডি। 'আপনাদের মনে হয় না এই রিপোর্ট অসম্পূর্ণ?' রিপোর্ট পক্ষে থাকলে আপনারা কী করলেন? কাকু'র ফরেন্সিক রিপোর্ট নিয়ে ইডিকে প্রশ্ন বিচারপতি সিন্হার। একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, হাইকোর্টে জানিয়েছে ইডি। 'আয়ের উৎস কী? সেটা খুঁজে দেখেছেন? টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগ, এটা খুঁজে দেখেছেন?' কেন্দ্রীয় এজেন্সিকে প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার। সম্প্রতি ১৩৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছি, আদালতে জানিয়েছে ইডি। 'মনে হয় না দুর্নীতির অনুপাতে ১৩৪ কোটি খুবই নগণ্য?' ইডির রিপোর্টে অসন্তোষপ্রকাশ করে প্রশ্ন হাইকোর্টের।
দার্জিলিঙে বিজেপি নেতার কাছ থেকে সাড়ে ৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত। দার্জিলিঙের বিজনবাড়ি থেকে বিজেপি নেতা অরুণ প্রধান গ্রেফতার। নগদ সাড়ে ৮ লক্ষ টাকা-সহ দার্জিলিঙের বিজেপি নেতা গ্রেফতার।
বিচারব্যবস্থাকে আক্রমণ, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে কৌস্তভ। আদালত অবমাননার অভিযোগে প্রধান বিচারপতিকে চিঠি। প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, বিচার ব্যবস্থাকে মুখ্যমন্ত্রীর আক্রমণ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি কৌস্তভ বাগচীর। 'আদালত অবমাননা হয়েছে, স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিক হাইকোর্ট'। 'বিচারপতিদের অপমান মুখ্যমন্ত্রীর, বিচারব্যবস্থাকে কালিমালিপ্ত করার চেষ্টা'। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপের দাবি বিজেপি নেতা কৌস্তভ বাগচীর।
অভিষেককে নিয়ে ডিজিকে চিঠি জাতীয় মহিলা কমিশনের। ভোটের প্রচারে মহিলাদের সম্মানহানির অভিযোগে রিপোর্ট তলব। মালদা দক্ষিণের বিজেপি প্রার্থীকে কুরুচিকর আক্রমণের অভিযোগ। ৪দিনের মধ্যে রাজ্য পুলিশের ডিজির রিপোর্ট চাইল কমিশন।
এবার মনোনয়নেও জোট-বার্তা। মীনাক্ষী মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন অধীর চৌধুরী। মিছিল করে জেলা শাসকের দফতরে মনোনয়ন জমা দিলেন অধীর চৌধুরী। ১৯৯৯ সাল থেকে একটানা ৫ বার বহরমপুর আসনে জিতেছেন অধীর চৌধুরী।
কসবার বিশ্বাসপাড়ায় বেআইনি বহুতল ভাঙতে গিয়ে প্রতিরোধের মুখে পুরসভা-পুলিশ। বহুতলের বাসিন্দাদের বেরিয়ে আসতে বলার পরেই শুরু হয় বিক্ষোভ। বাড়ি ভাঙলে যাব কোথায়? প্রশ্ন আবাসিকদের। এব্যাপারে এখনও ৯১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
শুক্রবার দ্বিতীয় দফার ভোটে ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় দফার ভোটে থাকবে ১২ হাজার ৯৮৩ জন রাজ্য পুলিশ। দার্জিলিং লোকসভায় ৭৩৯টি স্পর্শকাতর বুথ, কেন্দ্রীয় বাহিনী ৮৮ কোম্পানি। রায়গঞ্জ লোকসভায় ২১০টি স্পর্শকাতর বুথ, কেন্দ্রীয় বাহিনী ১১১ কোম্পানি। বালুরঘাট লোকসভায় ১৯২টি স্পর্শকাতর বুথ, কেন্দ্রীয় বাহিনী ৭৩ কোম্পানি। রায়গঞ্জে ২০ জন প্রার্থী, সেজন্য ইভিএমে থাকবে ২টি করে ব্যালট ইউনিট। একটি ইভিএমের ব্যালট ইউনিটে ১৫ জন প্রার্থী ও একটি নোটার অপশন থাকে। রায়গঞ্জে যেহেতু মোট ২০ জন প্রার্থী, সেজন্য ইভিএমে ২টি করে ব্যালট ইউনিটের ব্যবস্থা।
দুর্নীতির জেরে চাকরি বাতিল, রাজ্য সরকার, এসএসসি'র পর এবার সুপ্রিম কোর্টে পর্ষদ। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার, এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ। 'অযোগ্যদের চাকরি বাতিল হোক, কিন্তু সবার চাকরি বাতিল কেন?' প্রশ্ন তুলে এবার সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদ। হাইকোর্টের নির্দেশে চাকরিহারাদের কি নতুন করে পরীক্ষা দিতে হবে? নাকি পুরনো ওএমআর-এর পুনর্মূল্যায়ন করে যোগ্যদের চাকরি দেওয়া হবে? মামলাকারী আইনজীবীদের পরস্পরবিরোধী ব্য়াখ্য়া ঘিরে তৈরি হয়েছে ধন্দ। 'কমিশন কেন অযোগ্যদের বরখাস্ত করল না?' এসএসসি ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন চাকরিহারাদের একাংশের।
দুবরাজপুরে ভোট-প্রচারে গিয়ে মেজাজ হারালেন শতাব্দী রায়। ভোটারকে 'ইডিয়ট' বললেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। 'সাংসদ এত কাজ করলে, তাঁর দল প্রচার করছে না কেন?' প্রশ্ন শুনেই মেজাজ হারান বীরভূমের তৃণমূল প্রার্থী
চাঁচলে তৃণমূলের বিক্ষোভের মুখে মিঠুন। মিঠুনের কনভয় যাওয়ার সময় তৃণমূলের 'জয় বাংলা' স্লোগান। তৃণমূলকে পাল্টা 'চোর' স্লোগান বিজেপি কর্মীদের।
এসএসসি দুর্নীতির রায়ের বিরুদ্ধে ফের সরব মুখ্যমন্ত্রী। 'মোদি সরকার আবার ক্ষমতায় এলে মানুষের অধিকার থাকবে না। এদের আছে শুধু চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা। ১ মাসের মধ্যে মাইনের টাকা ফেরত দিতে বলেছে। ২৬ হাজার ছেলেমেয়ে যাবে কোথায়? আমি বিচারপতিদের নিয়ে কথা বলব না, কিন্তু বিচার নিয়ে বলতে পারি। আমি এই রায় মানি না', আউশগ্রামের সভা থেকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়।
'দল ভাঙানো' নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। 'সঠিক সময়ে দরজা খুলব, এই দলটাকেই উঠিয়ে দেব', জলঙ্গিতে প্রচারে গিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ করলেন। 'ইডির ভয় দেখিয়ে তাপস রায়কে বিজেপিতে নিয়ে গেছে। ওদের প্রার্থী নেই, তৃণমূল থেকে নিয়ে গিয়ে প্রার্থী করেছে। দল ভাঙানোর খেলা খেলছে, ২ গদ্দার-মীরজাফরকে বিজেপিতে নিয়ে গিয়েছিল। আমি পাল্টা বাবুল সুপ্রিয়, অর্জুন সিংহকে তৃণমূলে নিয়েছি। তাপসের দলবদলের ৪৮ ঘণ্টার মধ্যে ১ বিজেপি বিধায়ককে ভাঙিয়ে এনেছি। এখনও লাইনে ১০ জন রয়েছেন', বাংলা থেকে বিজেপিকে উঠিয়ে ছাড়ব, চ্যালেঞ্জ অভিষেকের।
নন্দীগ্রামে প্রচারে গেলে দেবাংশুকে 'চোর' স্লোগান। তৃণমূল প্রার্থীকে 'চোর' স্লোগান বিজেপির। পাল্টা তৃণমূলের স্লোগানে উত্তেজনা। বিজেপি ও তৃণমূল কর্মী-সমর্থকদের বচসা। দেবাংশুকে ধাক্কা দেওয়ার অভিযোগ।
'দল ভাঙানো' নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। 'সঠিক সময়ে দরজা খুলব, এই দলটাকেই উঠিয়ে দেব', জলঙ্গিতে প্রচারে গিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। 'ইডির ভয় দেখিয়ে তাপস রায়কে বিজেপিতে নিয়ে গেছে'। 'ওদের প্রার্থী নেই, তৃণমূল থেকে নিয়ে গিয়ে প্রার্থী করেছে'। 'দল ভাঙানোর খেলা খেলছে, ২ গদ্দার-মীরজাফরকে বিজেপিতে নিয়ে গিয়েছিল'। 'আমি পাল্টা বাবুল সুপ্রিয়, অর্জুন সিংহকে তৃণমূলে নিয়েছি'। 'তাপসের দলবদলের ৪৮ ঘণ্টার মধ্যে ১ বিজেপি বিধায়ককে ভাঙিয়ে এনেছি'। 'এখনও লাইনে ১০ জন রয়েছেন'। বাংলা থেকে বিজেপিকে উঠিয়ে ছাড়ব, চ্যালেঞ্জ অভিষেকের।
ভোটবঙ্গে অব্যাহত অশান্তি, এবার হাওড়ার আমতায়। বিজেপির নেতার বাড়িতে হামলা, ভাঙচুর। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির, অস্বীকার শাসক দলের।
অধীরের পাশে হুমায়ুন, তৃণমূলের বিক্ষোভের প্রতিবাদ! অধীরের প্রচারে তৃণমূলের বিক্ষোভ, মুখ খুললেন হুমায়ুন, বললেন, 'যা হচ্ছে ঠিক হচ্ছে না, প্রত্যেকের প্রচারের স্বাধীনতা আছে। তৃণমূল প্রার্থীকে জেতাতে চেষ্টা মানেই অধীরকে বিক্ষোভ নয়', কংগ্রেস প্রার্থীর পাশে দাঁড়িয়ে বিস্ফোরক ভরতপুরে তৃণমূল বিধায়ক।
বর্ণাঢ্য রোড শো করে, ডুগডুগি বাজিয়ে মনোনয়ন জমা দিতে গেলেন দিলীপ ঘোষ। বর্ধমান শহরে জোড়া মন্দির থেকে শুরু হয় বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর রোড শো। ঢাক-ঢোল নিয়ে বর্ণময় মিছিলে সামিল হন বিজেপি কর্মী, সমর্থকরা। বর্ধমানের কার্জন গেটে পূর্ব বর্ধমানের জেলাশাসকের দফতরে এদিন মনোনয়ন জমা দেন দিলীপ ঘোষ।
দুবরাজপুরে ভোট-প্রচারে গিয়ে মেজাজ হারালেন শতাব্দী রায়। ভোটারকে 'ইডিয়ট' বললেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। 'সাংসদ এত কাজ করলে, তাঁর দল প্রচার করছে না কেন?' প্রশ্ন শুনেই মেজাজ হারান বীরভূমের তৃণমূল প্রার্থী।
দুর্নীতির জেরে চাকরি বাতিল, রাজ্যের পর সুপ্রিম কোর্টে এসএসসি। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য ও এসএসসি। হাইকোর্টের নির্দেশে চাকরিহারাদের কি নতুন করে পরীক্ষা দিতে হবে? নাকি পুরনো ওএমআর-এর পুনর্মূল্যায়ন করে যোগ্যদের চাকরি দেওয়া হবে? মামলাকারী আইনজীবীদের পরস্পরবিরোধী ব্য়াখ্য়া ঘিরে তৈরি হয়েছে ধন্দ। 'কমিশন কেন অযোগ্যদের বরখাস্ত করল না?' এসএসসি ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন চাকরিহারাদের একাংশের
'বিজেপিকে ভোট না দিলেই জেলে যেতে হয়, রাজ্য থেকে করের টাকা তুলে নেয়, কিন্তু টাকা দেয় না। ৩ বছর বকেয়া টাকা দেয়নি, ৩৫০ কমিশন এসেছে, নথি দিয়ে প্রমাণ দিয়েছি, কোনও দুর্নীতি হয়নি। উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্রর ক্যাগ রিপোর্ট প্রকাশ করুক', আউশগ্রামে তোপ মমতার
ভোটের মুখে ভাটপাড়ায় বোমার পাহাড়। গতকাল ভাটপাড়া পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের বিজয়নগর দিঘিরপাড় এলাকায় পরিত্যক্ত জায়গায় ৪টি বড় জার ও ৩টি প্লাস্টিকের কৌটো থেকে প্রচুর তাজা বোমা উদ্ধার হয়। এই নিয়ে শুরু হয়েছে জোর রাজনীতি তরজা।
ধর্মতলায় এবার ২০১৫-র উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের বিক্ষোভ।
কালিয়াগঞ্জে রায়গঞ্জ আসনের তৃণমূল প্রার্থীর সমর্থনে রোড শো দেবের।
দক্ষিণে মমতা, উত্তরে অভিষেক। ১৩ মে, চতুর্থ দফায় ভোট রয়েছে বোলপুর ও বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে আজ পূর্ব বর্ধমানের আউশগ্রামে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে পূর্ব বর্ধমানের গলসিতে তৃণমূল নেত্রীর সভা রয়েছে।
আলিমুদ্দিন স্ট্রিটের পর, এবার ভোট চাইতে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে গেলেন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। এটা বাংলায় প্রয়াত রাজনীতিবিদ এবং প্রয়াত তৃণমূল নেতা অজিত পাঁজারও বাড়ি।
বর্ণাঢ্য রোড শো করে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন দিলীপ ঘোষ। বর্ধমান শহরে জোড়া মন্দির থেকে শুরু হয় রোড শো। ঢাক-ঢোল নিয়ে বর্ণময় মিছিলে সামিল হন বিজেপি কর্মী, সমর্থকরা। বর্ধমানের কার্জন গেটে পূর্ব বর্ধমানের জেলাশাসকের দফতরে এদিন মনোনয়ন জমা দেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
এসএসসি-র মতো প্রাথমিকেও ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। ২০১৭-র প্রাথমিকের টেটে ২১টি প্রশ্ন 'ভুল'। 'বিশ্বভারতীর বিশেষজ্ঞদের দিয়ে বিশেষ কমিটি গঠন করে প্রশ্ন পরীক্ষা করা হোক', নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার।
হাওড়ায় আমতায় তৃণমূলের দাপটে ঘরছাড়া তৃণমূলই। উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি ও তাঁর ঘনিষ্ঠরা গত ৩ বছর ধরে আমতার চন্দ্রপুরের প্রায় ৭০টি পরিবারকে বাড়িছাড়া করে রেখেছেন বলে অভিযোগ। অভিযোগকারীদের দাবি, তাঁরা সকলেই তৃণমূলের কর্মী, সমর্থক। অভিযোগ, একশো দিনের কাজ-সহ বিভিন্ন সরকারি প্রকল্পে কাটমানি দিতে অস্বীকার করায়, তাঁরা তৃণমূল বিধায়ক নির্মল মাজির রোষের মুখে পড়েন। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও, আমতা থানার পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই তাঁরা ঘরে ফিরতে পারেননি বলে দাবি করেছেন তৃণমূল কর্মী, সমর্থকরা। গতকাল বাড়ি ফিরতে চেয়ে জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দিয়েছেন তাঁরা। ওই ঘরছাড়ারা সমাজবিরোধী, বিরোধী দলের সঙ্গে যুক্ত, অভিযোগকারীদের তৃণমূল-যোগ অস্বীকার করে দাবি নির্মল মাজির।
আদালতের নির্দেশে চাকরিহারারা কি ভোটের ডিউটি করবেন? নির্বাচন কমিশনের যুক্তি, SSC চাকরি নেই বলে বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত কমিশন স্বতঃপ্রণোদিত কোনও পদক্ষেপ করবে না। বরং প্রথম দফায় যাঁরা ভোটকর্মী হিসেবে কাজ করেছেন, এবার তাঁদের ডবল ডিউটিও দিতে পারে কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটকর্মী নিয়োগের সময় প্রতিবারই প্রয়োজনীয় সংখ্যার তুলনায় ২০ শতাংশ অতিরিক্ত কর্মীকে নিয়োগ করে রিজার্ভ হিসাবে রাখা হয়। এক্ষেত্রে প্রয়োজন হলে সেই রিজার্ভে থাকা কর্মীদের দিয়েই ভোটের ডিউটি করানো হবে।
সাতসকালে বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিলেন এক যুবক। তাঁর সন্ধানে শুরু হয়েছে তল্লাশি। পুলিশ সূত্রে খবর, প্রাতর্ভ্রমণকারীরা জানিয়েছেন, সকালে বালি ব্রিজের ওপর বাইকে বসেছিলেন এক যুবক। আচমকাই বাইকের ওপর উঠে ব্রিজের রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দেন তিনি। দক্ষিণেশ্বর থানা ও রিভার ট্রাফিক পুলিশ নদীতে তল্লাশি চালাচ্ছে।
মুর্শিদাবাদে ফরাক্কা ব্যারাজের ওপর পণ্য বোঝাই চলন্ত লরিতে আগুন। তার জেরে ফরাক্কা ব্যারাজে ৩৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ। ব্যারাজের ওপর দিয়ে ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। সকালে মুর্শিদাবাদ থেকে মালদা যাচ্ছিল পণ্য বোঝাই লরি। ফরাক্কা ব্যারাজের ওপর ৪৮ নম্বর গেটের সামনে চলন্ত লরিতে আগুন ধরে যায়। দমকলের ৫টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
ডানকুনিতে ওষুধ ও রাসায়নিকের গুদামে ভয়াবহ আগুন। ভেঙে পড়েছে গুদামের একাংশ। কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ। দাউদাউ করে জ্বলছে গোটা গুদাম। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। প্রচুর পরিমাণে রাসায়নিক মজুত থাকায়, আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। আজ ভোর ৫টা নাগাদ ডানকুনির মোল্লাবেড় এলাকায় ওই গুদামে আগুন লাগে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যসচিবকে নিজের অবস্থান জানানোর সুযোগ দিল আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার শুরুর জন্য অনুমতি নিয়ে শুনানি। মুখ্যসচিবের অনুমতি নিয়ে অবস্থান জানাতে শেষবারের জন্য সময় দিল আদালত। ২ মে -র মধ্যে অবস্থান জানাতে মুখ্যসচিবকে নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচীর।
মাঝ গঙ্গায় নৌকা বিহার, রিষড়ায় বার্জে ধাক্কা মেরে উল্টে গেলো নৌকা। কোনও ভাবে প্রাণে বাঁচলেন ছয় জন।
'এই রাজ্যে মা-বোনদের নিরাপত্তা নেই। সন্দেশখালিতে ভোট ব্যাঙ্কের জন্য মা-বোনেদের ওপর অত্যাচার হয়েছে। এ রাজ্যের মা-বোনরা বিজেপির হাতে সুরক্ষিত থাকবেন', করণদিঘির সভায় ফের অমিত শাহের মুখে সন্দেশখালি প্রসঙ্গ
খাদ্য দফতরের SI পদে নিয়োগের পরীক্ষায় প্রশ্ন-ফাঁসের অভিযোগে CID তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি, সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে আদালত। ২২ মে-র মধ্যে CID-র কাছে রিপোর্ট তলব করা হয়েছে।
এবার সিপিএম ও কংগ্রেসের ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানালেন দিলীপ ঘোষ। বিজেপির হাত শক্ত করার আহ্বান জানালেন, গত লোকসভা ভোটে ১৮ টি আসন পাওয়া বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। দিলীপের বক্তব্যকে গুরুত্বই দিতে নারাজ অধীর চৌধুরী। মানুষের ভরসা বামপন্থাই, বক্তব্য সিপিএমের।
ভোটের মুখে বরানগরে সিপিএমের পার্টি অফিসে আগুন। নাম জড়াল তৃণমূলের। উপনির্বাচনে হারবে বুঝেই তৃণমূল কাউন্সিলরের মদতে দুষ্কৃতীরা এই কাজ করেছে, দাবি বরানগরের সিপিএম প্রার্থীর। বামেদের গোষ্ঠীদ্বন্দ্ব বলে পাল্টা দাবি করেছে তৃণমূল।
আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে, চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানকে শোকজ করল নির্বাচন কমিশন। সম্প্রতি, তৃণমূলের নির্বাচনী বৈঠক ছিল চোপড়ার মাঝিয়ালি গ্রাম পঞ্চয়েতে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। মঞ্চে বক্তব্য় রাখার সময় তার গলায় শোনা যায় হুঁশিয়ারির সুর। শুভেন্দু অধিকারী সোশাল মিডিয়ায় সেই ভিডিওটি পোস্ট করেন। এবার, চোপড়ার তৃণমূল বিধায়ককে শোকজ করল কমিশন। বৃহস্পতিবার বিকাল পাঁচটার মধ্যে শোকজের জবাব দিতে হবে চোপড়ার তৃণমূল বিধায়ককে।
প্রেক্ষাপট
Mamata Banerjee: 'ভুল যে কেউ করতে পারে, সবটা কি আমি করি? আমি কিছু করি না', বললেন মমতা। প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, হাইকোর্টের রায়ে মন্ত্রিসভার ভূমিকায় প্রশ্ন ওঠার পরদিনই মন্তব্য মমতার।
Amit Shah News: নিয়োগ দুর্নীতি নিয়ে ফের তৃণমূলকে আক্রমণ অমিত শাহর। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খুলে গেছে। ১০-১৫ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি', তোপ শাহর।
Mamata on BJP: ভোটের মধ্য়েই চাকরি বাতিলে তোলপাড়। বিজেপিকে নিশানা মমতার। 'বিজেপির কথায় ২৬ হাজার চাকরি বাতিল', তোপ মমতার। অমিত শাহের দাবি, 'আদালত বাতিল করেছে, আমরা কী করলাম?'
Recruitment Scam: নিয়োগে দুর্নীতির মাসুল (SSC Scam), হাইকোর্টের রায়ে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল। আজ সুপ্রিম কোর্টে (Supreme Court) যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন।
High Court: প্রভাবশালী বলে ধৃত সরকারি অফিসারদের বিরুদ্ধে বিচার শুরুর অনুমতি সিদ্ধান্তে দেরি? ২ মে'র মধ্যে না জানালে আদালত অবমাননার রুল, মুখ্যসচিবকে হুঁশিয়ারি হাইকোর্টের।
Job Scam: রাজ্যে আরও একটা নিয়োগ দুর্নীতির অভিযোগ। এবার খাদ্য দফতরের সাব ইন্সপেক্টর পদে চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁস মামলায় সিআইডিকে তদন্তের নির্দেশ হাইকোর্টের।
Amit Shah in Bengal: দ্বিতীয় দফা ভোটের আগে ফের রাজ্যে অমিত শাহ। বঙ্গ বিজেপিকে বেঁধে দিলেন ৩৫ আসনের টার্গেট। '২১-এও টার্গেট পেরোতে পারেনি, এবার কিছু হবে না, পাল্টা মমতা।
High Court on Baharampur: যেখানে ৮ ঘণ্টা শান্তিপূর্ণভাবে উৎসব করা যায় না, সেখানে এই মুহূর্তে ভোটের প্রয়োজন নেই, বহরমপুরে ভোট পিছোতে বলব কমিশনকে। রামনবমীতে অশান্তি মামলায় প্রাথমিক পর্যবেক্ষণে মন্তব্য হাইকোর্টের।
Suvendu Adhikari: শুভেন্দুর বোমা হুঁশিয়ারি, নাম না করে ফের আক্রমণে মমতা।
Amit Shah on Mamata: ভোট হারানোর ভয়ে কেন্দ্রের প্রকল্প আটকায় মমতা সরকার। তৃণমূলের কাটমানি বন্ধ করতে পারে একমাত্র বিজেপি, হুঙ্কার অমিত শাহর। ১০০দিন, আবাসে বঞ্চনার অভিযোগে পাল্টা অভিষেক।
Lakshmi Bhandar: বাংলায় বিজেপি ভাল ফল করলেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। অডিও ক্লিপ নিয়ে দাবি অভিষেকের। বিজেপি ক্ষমতায় এলে অন্য নামে হবে, পাল্টা গেরুয়া শিবির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -