নয়াদিল্লি: ২১ জুন, ২০১৩। প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'রাঁঝনা' (10 Years Of Raanjhanaa)। দেখতে দেখতে ১০ বছর পার করে ফেলল এই অন্যধারার প্রেমকাহিনি (Love Triangle)। আর সেই দিনেই ধনুশের (Dhanush) সঙ্গে আগামী ছবির নাম ও প্রথম টিজার (teaser) প্রকাশ্যে আনলেন পরিচালক আনন্দ এল রাই (Aanand L Rai)। ছবির নাম 'তেরে ইশক মে' (Tere Ishq Mein)।
ফের জুটি বাঁধছেন আনন্দ এল রাই ও ধনুশ, ঘোষণা নতুন ছবির
এক দশক পার কুন্দন, জোয়া ও আক্রমের গল্পের। এই বিশেষ দিনকেই আগামী ছবির ঘোষণার জন্য বেছে নিলেন পরিচালক আনন্দ এল রাই। তামিল সুপারস্টার ধুনশকে নিয়ে ফের ছবি তৈরি করবেন পরিচালক। ছবির নাম 'তেরে ইশক মে'। ধনুশের চরিত্রের নাম শঙ্কর।
প্রকাশ্যে এল ছবির অ্যানাউন্সমেন্ট টিজার। হাতে জ্বলন্ত বোতল, মুখ ভর্তি দাড়ি গোঁফ, ঠোঁটে সিগারেট, অন্ধকার রাস্তা ধরে দৌড়ে চলেছেন ধনুশ। খানিক দুর গিয়ে ছুঁড়ে দিলেন সেই বোতল। দাউ দাউ করে আগুন ধরে গেল 'রাঁঝনা'য়। আর সেই আগুন সরিয়ে প্রকট হল 'তেরে ইশক মে'। পরিচালকের কথায় কুন্দন ও শঙ্কর একধরনের মানুষস কিন্তু একজন সব মুখ বুজে সহ্য করেছিল, পরের জন তা করে না। নেপথ্যে শোনা যাচ্ছে 'রাঁঝনা'র বিখ্যাত কিছু সুরের সমাহার।
এদিন টিজার শেয়ার করে পরিচালক আনন্দ এল রাই লেখেন, 'কিছু গল্পের সঙ্গে পুরনো বন্ধুদের মতো দেখা হয়ে যায়! যাঁরা হাত মেলায় না, সোজা এসে গলা জড়িয়ে ধরে... ১০ বছর আগে এরকমই একটি গল্প পেয়েছিলাম আমরা... কুন্দনের গল্প, বন্ধু ছিল আমার, কিন্তু বাঁচতে পারল না... বাঁচার মুড ছিল না ওর! এবার ১০ বছর পর আবার একটা গল্প এসেছে, কুন্দন আর এই ছেলে একইরকম, শুধু এর মুড দুনিয়া জ্বালিয়ে দেওয়ার! শুধুমাত্র আপনাদের জন্য... 'তেরে ইশক মে'।'
টিজার প্রকাশের পরই অনুরাগীদের শুভেচ্ছাবার্তার বন্যা। শুভেচ্ছা জানিয়েছেন একাধিক তারকাও। ২০২৪ সালে মুক্তি পাবে 'তেরে ইশক মে'। ছবিতে ধনুশের চরিত্রের নাম শঙ্কর।
পরিচালকের কাছে 'রাঁঝনা' ছবি যে অত্যন্ত প্রিয় তা বলাই বাহুল্য। দশ বছর পূর্ণের দিন দুই আগে থেকেই একাধিক ভিডিও ক্লিপিং নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছিলেন তিনি। বক্স অফিসে সাফল্য লাভ করতে না পারলেও ছবির গান মন ছুঁয়েছিল দর্শকের। ফলে নিজের আগামী ছবির কথা ঘোষণার জন্য এর থেকে বেশি ভাল দিন তিনি পাননি। ছবির মুখ্য চরিত্রে ধনুশ রয়েছেন অবশ্যই। তবে বাকি কাকে দেখা যাবে ছবিতে, তা জানা যায়নি এখনও। এই ছবিতে ফের সঙ্গীত পরিচালক এ আর রহমানের সঙ্গে হাত মেলাবেন পরিচালক। ছবির চিত্রনাট্য লিখেছেন হিমাংশু শর্মা ও নীরজ যাদব। প্রযোজনা করেছেন হিমাংশু শর্মা।
আরও পড়ুন: Business Trip: কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি
'রাঁঝনা' ছবিতে অভিনয় করেছিলেন ধনুশ, সোনম কপূর, অভয় দেওল। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখেন তামিল তারকা। সমালোচক থেকে দর্শক, সকলেই তাঁর অভিনয়ের প্রশংসা করেন। ত্রিকোণ প্রেমের এই গল্পের পর দর্শকের মনে বিশেষ জায়গা করে নেন ধনুশ। ছবিতে ব্রাহ্মণ পণ্ডিত বাড়ির ছেলের ভূমিকায় ছিলেন ধনুশ, মুসলিম বাড়ির কন্যা ছিলেন সোনম ও শিখ বাড়ির ছেলে ছিলেন অভয়।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial