মুম্বই: সারা বিশ্বজুড়েই এখন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চলছে। ভারতও তার ব্যতিক্রম নয়। এই লড়াইয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউডের সেলিব্রিটিরাও সামিল হয়েছেন। নিজেদের মতো করে সবাই এক্ষেত্রে সহযোগিতা করছেন। এরইমধ্যে সঞ্জয় মিশ্রর সঙ্গে 'কাঞ্চলি' সিনেমার অভিনেত্রী শিখা মালহোত্র এখন নার্সের ভূমিকায় মুম্বইয়ের হাসপাতালে করোনা আক্রান্তদের সেবা করছেন। এর ছবিও তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, সাত মাসের এক শিশু করোনাকে হারিয়ে জয়ী হয়েছে।
করোনাকে হারিয়ে জয়ী ওই শিশুকে কোলে নিয়ে একটি ছবিও শিখা শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, সাত মাসের করোনা আক্রান্ত লড়াইয়ে জয়ী হয়েছে। বালাসাহেব হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছে সে। নার্সের ইউনিফর্ম ছাড়া ও আমাকে প্রথমে চিনতে পারেনি। নার্সের ইউনিফর্মেই হাসপাতালের ওয়ার্ডে ও আমাকে দেখেছে। প্রথমে চিনতে না পারলেও পরক্ষণেই ও চিনতে পারে এবং আমার কোলে চলে আসে ও। আর আমি সেলফি নিই। যেভাবে ও আমাকে জড়িয়ে ধরল এবং গ্লাভস ছাড়াই  ওর স্পর্শের অনুভূতি ভাষায় ব্যক্ত করা যায় না..জয় হিন্দ।
ছবিতে ওই শিশুর সঙ্গে তার পরিবারের লোকজনকে দেখা গিয়েছে।



উল্লেখ্য, দিল্লির সফদরজঙ হাসপাতাল থেকে নার্সিংয়ে বিএসসি করেছেন শিখা। করোনার বিরুদ্ধে লড়াইয়ের এই কঠিন সময়ে গ্ল্যামার জগতের বাইরে বেরিয়ে পরে নিয়েছেন নার্সের অ্যাপ্রন। তাঁর এই কাজ সোশ্যাল মিডিয়ায় প্রশংসা আদায় করে নিয়েছে।
উল্লেখ্য, দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এজন্য লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।