মুম্বই: লাদাখে লাল সিংহ চড্ডার সেটে একসঙ্গে নাচ করছেন আমির খান আর কিরণ রাও! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিও। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেই বিবাহবিচ্ছেদের কথা জানিয়েছেন এই জুটি।
সোশ্যাল মিডিয়ায় একটি যৌথ বিবৃতিতে আমির এবং কিরণ লেখেন, ‘বিগত ১৫ বছরে আমরা জীবনের আনন্দে বহু অভিজ্ঞতা ভাগ করে নিয়েছি। বিশ্বাস, শ্রদ্ধা আর ভালবাসাই ছিল আমাদের সম্পর্কের বুনিয়াদ। এবার আমরা জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছি, তবে স্বামী-স্ত্রী হিসেবে নয়। দায়িত্ববান অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব পালন করব। আমরা যৌথভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলাম কিছুদিন আগেই। এবার আনুষ্ঠানিক ভাবে আমাদের সিদ্ধান্ত ঘোষণা করলাম। আলাদা একটি বৃহত্তর পরিবারের মতোই আমরা পরষ্পর জীবনযাপন করব। আজাদের প্রতিও আমরা সমানভাবে দায়িত্ব পালন করব।’
যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছিল, ’সিনেমা সহ অন্যান্য প্রজেক্টেও আমরা কাজ করব একসঙ্গেই। আমাদের পাশে থাকার জন্য আত্মীয় ও বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। শুভানুধ্যায়ীদের কাছে আমাদের আগামী দিনগুলোর জন্য শুভেচ্ছা কামনা করি। এই বিবাহবিচ্ছেদ সম্পর্কের সমাপ্তি নয়, বরং এক নতুন সফরের শুরু।’ বিবৃতির শেষে ভালোবাসা জানিয়ে লেখা ছিল আমির ও কিরণের নাম।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, স্থানীয় পোশাক পরে আঞ্চলিক ভাষার গানে নাচ করছেন আমির খান ও কিরণ রাও। লাদাখে 'লাল সিং চড্ডা' ছবির শ্যুটিং করছেন আমির খান। সেখানেই হাসিমুখে স্থানীয় মানুষদের সঙ্গে নাচ করতে দেখা গেল তাঁকে। আমির খান যে বিশেষ পোশাকটি পড়েছিলেন, তার নাম খোস ও সুলমা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিও। সম্প্রতি নাগা চৈতন্য লাল সিং চড্ডার শ্যুটিং সেট থেকে একটি ছবি শেয়ার করেছিলেন। সেখানে দেখা গিয়েছিল আমির খান ও কিরণ রাওকে। সম্প্রতি দীর্ঘ ১৫ বছরের বিবাহিত জীবনে ইতি টানার সিদ্ধান্ত নেন আমির ও কিরণ। বাবা-মা হিসাবে নিজেদের দায়িত্ব অবশ্য পালন করে যাবেন বলে জানিয়েছেন তাঁরা।