Bengali Cinema: ৫৪টি দৃশ্যে সেন্সর বোর্ডের আপত্তি! এমন কী রয়েছে রুদ্রনীল সৌরভের নতুন সিনেমায়?
Academy of Fine Arts: গত জুলাই মাসে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সেন্সর বোর্ডের অনুমতি না পাওয়ার কারণে ছবিটির মুক্তি পিছিয়ে যায়

কলকাতা: যে কোনও সিনেমা তৈরির পরে, মুক্তির আগে সেটাকে সেন্সর বোর্ডের পরীক্ষায় পাস করতে হয়। অর্থাৎ সিনেমাটি U নাকি U/A ট্যাগ পাবে, সেটা ঠিক করে সেন্সর বোর্ডই। সাধারণত ৪ ধরণের সার্টিফিকেট দিয়ে থাক U এবং UA-এই দুটি সার্টিফিকেটই বেশি প্রযোজ্য। বাকি দুটি সার্টিফিকেট হল A এবং S। ছবির কোনও দৃশ্য আপত্তিকর হলে, সেন্সর বোর্ড সেই দৃশ্য বাদ দিয়ে ছবি মুক্তির নির্দেশ দেন। কিন্তু সদ্য একটি বাংলা ছবি, এই সেন্সর বোর্ডের জটিলতাতেই ভুগছে দীর্ঘদিন ধরে। সেন্সর বোর্ডের অনুমতি আসেনি বলে এই সিনেমার মুক্তি একাধিকবার পিছিয়ে গিয়েছে। সেই অনুমতি অবশেষে পাওয়া গিয়েছে বটে, তবে ৫৪টি বদলের পরে! এমন কী রয়েছে নতুন পরিচালক জয়ব্রত দাসের নতুন ছবি 'আকাদেমি অফ ফাইন আর্টস'-এ?
এই সিনেমায় অভিনয় করেছেন, রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস ,পায়েল সরকার , ঋষভ বসু , রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায় , সুদীপ মুখোপাধ্যায়, অমিত সাহা , অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় , রানা বসু ঠাকুর , অঞ্জন রায় চৌধুরী ও অন্যান্যরা। গত জুলাই মাসে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সেন্সর বোর্ডের অনুমতি না পাওয়ার কারণে ছবিটির মুক্তি পিছিয়ে যায়। অবশেষে, আগামী ১৪ নভেম্বর মুক্তি পাচ্ছে নতুন সিনেমা, 'আকাদেমি অফ ফাইন আর্টস'। ছবিটির শ্যুটিং হয়ে গিয়েছিল অনেকদিনই, তবে বিভিন্ন জটিলতার কারণেই এতদিন আটকে ছিল ছবিটি।
পরিচালকের মতে, এটি একটি পাল্প অ্যাকশন থ্রিলার। সিনেমায় একদিকে যেমন অ্যাকশন রয়েছে, তেমনই রয়েছে থ্রিলার-ও। গল্পের প্রেক্ষাপট একটি দুর্দান্ত অ্যান্টিক মদের বোতল নিয়ে, আর এই গল্পের সব চরিত্রই এক একজন আসামি! সবাই মিলে পরিকল্পনা করেছেন সেই মদের বোতল চুরি করার। সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে নেমেই, ঘুরে যায় ঘটনার মোড়। একের পর এক রোমহর্ষক ঘটনা ঘটতে থাকে। ওই বোতলটি হাতানোর জন্য, একে অন্যকে ঠকাতে যায় সবাই। পরিচালকের দাবি, এই ধরণের সাহসী কাজ টলিউডে দীর্ঘদিন হয়নি। দর্শককে একেবারে অন্য স্বাদ দেবে এই সিনেমা, অভিনেতা অভিনেত্রীদেরও একেবারেই অন্যভাবে দেখা যাবে।
যে সিনেমা এত যত্ন নিয়ে বানানো, তাতে ৫৪টি বদল! এতে কি সিনেমার গল্পে প্রভাব পড়বে? পরিচালক জানাচ্ছেন, আদৌ নয়। বরং তিনি নাকি শঙ্কা করেছিলেন, আরও দৃশ্য বাতিল হবে ও আরও পরিবর্তনের কথা বলা হবে। প্রযোজক সৌম্য সরকার এবং সংকেত মিশ্র জানাচ্ছেন, সিনেমাটি একেবারে নিজস্ব পুঁজি দিয়ে তৈরি। সিনেমার শ্যুটিং চলাকালীন, বহুবার বন্ধ হয়ে গিয়েছে। তারপরেও অবশেষে সিনেমাটি দর্শকদের সামনে আসার জন্য প্রস্তুত।
আগামী ১৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা এই সিনেমাটি।






















