মুম্বই: ওড়িশায় ফণী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য ১ কোটি টাকা সাহায্য ঘোষণা করলেন অভিনেতা অক্ষয় কুমার। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অর্থ সাহায্য করেছেন তিনি।


ফণীর শিকার হয়েছেন সব মিলিয়ে ৩৪ জন। তবে সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষতির পরিমাণ রীতিমত বেশি। এখনও বহু মানুষ পানীয় জল ও বিদ্যুত ফেরার অপেক্ষা করছেন। জানা গিয়েছে, অন্তত ১১টি জেলার ১৪,৮৩৫টি গ্রামের অন্তত ১.০৮ কোটি মানুষ এই ফণীতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ত্রাণ শিবির থেকে বাড়ি ফিরেছেন ১৪ লাখের বেশি মানুষ।

নাগরিকত্ব ইস্যুতে গত ১৫দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হয়েছে অক্ষয়কে। প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎকার ও তারপর তাঁর কানাডার নাগরিকত্ব নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। তবে বিপন্নদের পাশে এসে দাঁড়ানো অক্ষযের নতুন কিছু নয়। শহিদ সেনা, আধাসেনা ও পুলিশকর্মীদের পরিবারের সাহায্যার্থে ভারত কে বীর অ্যাপও খুলেছেন তিনি।