মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন বলিউডের তাবড় তারকাও। তবে সকলকে ছাপিয়ে খবরের শিরোনামে অভিনেতা সুদেশ বেরীর। মোদির নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার প্রস্তাব দিলেন তিনি। তাঁর দাবি, দেশের ১৪০ কোটি মানুষ রোজ ১ টাকা করে জমা দিন ওই অ্যাকাউন্টে। এতে প্রধানমন্ত্রীকে সম্মান জানানো হবে। (Sudesh Berry)

Continues below advertisement

১৭ সেপ্টেম্বর জন্মদিন ছিল মোদির। অন্য তারকাদের মতো শুভেচ্ছাবার্তা-সহ একটি ভিডিও পোস্ট করেন সুদেশও। ভিডিওবার্তায় তাঁকে বলতে শোনা যায়, “নমস্কার মোদিজি, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন নিশ্চয়ই। এই বিশেষ দিনে আমি বলতে চাই, আপনাকে সাধারণ মানুষ বলে মনে করি না আমি। আপনি মানুষ নন, তা বলছি না। আমি আপনাকে বিষ্ণুর অবতার মনে করি।” (Narendra Modi Birthday)

সুদেশের দাবি, মোদি যেদিন থেকে প্রধানমন্ত্রী হয়েছেন, দেশের এমন পরিবর্তন হয়েছে, যা আগে কল্পনাও করা যেত না। তাই মোদিকে বিষ্ণুর অবতার মনে করেন তিনি। তাঁর কথায় অন্য কেউ আহত হতেই পারেন। কিন্তু মোদিকে নিয়ে এটাই তাঁর অনুভূতি। সুদেশের কথায়, “আপনি দেশবাসীকে কোটি কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন। আগে দেশ ১০০-১৫০ স্থানে ছিল, এখন প্রথম তিনের মধ্যে পড়ে। আপনি এত বছরে দেশকে এত উপহার দিলেন। এবার আপনাকে রিটার্ন গিফট দেওয়ার পালা।”

এর পরই মোদির নামে অ্যাকাউন্টখোলার প্রস্তাব দেন সুদেশ। তিনি বলেন, “দেশবাসীকে বলব, আমরা মোদিজির নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৪০ কোটি দেশবাসী রোজ ১ টাকা করে ওই জমা দিই। আমাদের জীবনের এক মিনিট আপনাকে (মোদি) উপহার দিই আমরা, যেখানে দেব-দেবীদের সাক্ষী রেখে, হোমযজ্ঞ করি। ১৪০ কোটি মানুষ রোজ জীবনের এক মিনিট আপনাকে দিন, রোজগারের ১ টাকা আপনার অ্যাকাউন্টে জমা দিন। এর পর নিশ্চিন্তে থাকতে পারি আমরা।”

সুদেশের এই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হতে সময় লাগেনি। নেটিজেনরা তাঁকে তীব্র কটাক্ষ করেন। একজন লেখেন, ‘এত মদ্যপান করেন কেন’? তিনি কী সেবন করছেন, জানতে চান আর একজন। তবে বিতর্ক নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি সুদেশ। টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ তিনি। ‘মহাভারত’ সিরিয়ালে বিচিত্রবীর্যের চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হলেও, তার পর একাধিক সিরিয়াল এবং ছবিতেও অভিনয় করেছেন।