মুম্বই: এই না হলে তারকা! অনুরাগীদের (Fans) জন্য সুখবর নিয়ে এলেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda)। প্রত্যেক বছরের মতো এই বছরও অনুরাগীদের জন্য বড়দিন (Christmas) ও নববর্ষ (New Year) উপলক্ষ্যে বিশেষ উপহার (Special gift) এনেছেন তিনি।
অনুরাগীদের জন্য বিজয়ের উপহার
'লাইগার' (Liger) অভিনেতা এই বছরও বড়দিন ও নববর্ষ উপলক্ষ্যে অনুরাগীদের জন্য দুর্দান্ত উপহার এনেছেন। এই বছর তাঁর উদ্যোগের নাম 'হ্যাশট্যাগ দেবেরাস্যান্টা ২০২২' (#Deverasanta 2022)। এই বছর তিনি তাঁর ১০০ অনুরাগীকে পাঠাচ্ছেন মানালি (Manali), ঘুরতে!
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এদিন একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা। সেখানে তাঁকে বলতে শোনা যায়, শুভ নববর্ষ, আমার ভালবাসা। এটা "দেবেরাস্যান্টা আপডেট"। আমি তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের মধ্যে ১০০জনকে একটা সমস্ত খরচ দেওয়া ট্রিপে পাঠাব, খাওয়া, ঘোরা ও থাকা সব আমি দেব। আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম কোথায় তোমরা যেতে চাও এবং প্রত্যেক প্রান্তের মানুষ পাহাড় পছন্দ করেছেন, তো পাহাড়েই যাওয়া যাক।'
তিনি আরও বলেন, 'আমি তোমাদের মধ্যে ১০০ জনকে একটা ৫ দিনের মানালি ট্রিপে পাঠাচ্ছি। বরফে ঢাকা পর্বত দেখতে পারবেন। মন্দির, বৌদ্ধমঠ দেখবে এবং অজস্র অ্যাক্টিভিটি প্ল্যান করা আছে আমাদের! যদি তোমার বয়স ১৮-এর বেশি হয়, আমি দুঃখিত বয়স ১৮ প্লাস হতেই হবে, আর যদি আমাকে ফলো করেন, তাহলে সঙ্গের "দেবেরাস্যান্টা" গুগল ডকুমেন্ট ফর্ম ভরে ফেলো এবং আমরা তোমাাদের থেকে ১০০জন বেছে নেব।'
তাঁর এই পোস্ট মন জয় করেছে বহু মানুষের। একজন পোস্টে কমেন্ট করেছে, 'হি ইজ দ্য বেস্ট'। অপর একজন লিখেছে, 'তোমার অনুরাগীদের এরকম স্পেশাল ফিল করানোর জন্য ধন্যবাদ।'
প্রসঙ্গত, কর্মক্ষেত্রে, বিজয় দেবেরাকোন্ডার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'লাইগার'-এর প্যান ইন্ডিয়া ব্যাপক প্রচার করা হলেও তা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ১০০ কোটিরও কম আয় করে এই ছবি। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখেন তিনি।
আরও পড়ুন: Anirban Ishaa: গায়কের চরিত্রে অনির্বাণ? ইশার 'মিথ্যে প্রেমের গান'-এর ঝলকে 'রকস্টার' -এর ছায়া
আসন্ন রোম্যান্টিক ড্রামা 'খুশি' ছবিতে সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিজয় দেবেরাকোন্ডাকে কাজ করতে দেখা যাবে। ২০২৩ সালেই ছবির মুক্তি পাওয়ার কথা। 'জার্সি' খ্যাত গৌতম তিন্নানুরির সঙ্গেও কাজ করতে কোমর বাঁধছেন বিজয়। তবে এই ব্যাপারে কোনও অফিসিয়াল ঘোষণা হয়নি।