নয়াদিল্লি: ফের হংসিকা মোটওয়ানিকে (Hansika Motwani) ঘিরে বিতর্ক। এবার তার উত্তর দিলেন অভিনেত্রী স্বয়ং। কী অভিযোগ তাঁর বিরুদ্ধে? মেয়ের মুখে হঠাৎ বয়সের ছাপ ফেলার জন্য নাকি মা-ই হরমোনের ইঞ্জেকশন (hormone injection) দিতেন! কী বললেন অভিনেত্রী?


সমালোচনার মুখে হংসিকা


ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক 'শাকা লাকা বুম বুম'-এ (Shaka Laka Boom Boom) শিশুশিল্পী হিসেবে খ্যাতি পান অভিনেত্রী হংসিকা মোটওয়ানি। এরপর তাঁকে দেখা যায় হৃত্বিক রোশন অভিনীত 'কোই মিল গয়া' (Koi Mil Gaya) ছবিতে। সেখানেও শিশুশিল্পী হিসেবেই অভিনয় করেছিলেন। এরপর ২০০৭ সালে তিনি নায়িকার চরিত্রে আত্মপ্রকাশ করেন হিমেশ রেশমিয়ার 'আপ কা সুরুর' (Aap Kaa Surroor) ছবিতে। সেই ছবিতে হংসিকাকে দেখে অনেকেই অবাক হয়েছিলেন। অনেকেই মন্তব্য করেছিলেন, শিশুশিল্পী হংসিকাকে দেখতে আচমকা এত প্রাপ্তবয়স্কদের মতো হল কী করে! ফের সেই প্রসঙ্গে সমালোচনার মুখোমুখি হলেন অভিনেত্রী। অনেকেই দাবি করছেন, মেয়েকে 'নারীসুলভ' করে তুলতে অভিনেত্রীর মা নাকি গ্রোথ হরমোন ইনজেক্ট করতেন। তবে এ পর্যন্ত হংসিকা বা তাঁর মা মোনা মোটওয়ানি, কেউই প্রকাশ্যে এই অভিযোগের বিরুদ্ধে কিছুই বলেননি। 


হংসিকার 'লাভ শাদি ড্রামা'-এর সাম্প্রতিকতম পর্বে দেখা যায় মাকে সান্ত্বনা দিচ্ছেন অভিনেত্রী, যিনি মেয়ের বিয়ে সম্পর্কে নেতিবাচক প্রেস কভারেজ দেখে হতবাক হয়ে গিয়েছিলেন। সেখানেই অভিনেত্রী তাঁর মায়ের বিরুদ্ধে তাঁকে ইঞ্জেকশন দেওয়ার গুজবের প্রসঙ্গ তোলেন। 


এই পর্বে অভিনেত্রী তাঁর মাকে বলছেন, 'তারকা হওয়ার খেসারত এগুলোই। আমি যখন ২১ বছরের ছিলাম তখনও ওঁরা এমনই বাজে কথা লিখেছিলেন, কীসের ব্যাপারে বলছি বুঝতেই পারছ... যদি তখন সেসব সহ্য করে নিতে পারি, এখনও পারব। লোকে তখন বলেছিল যে আমার মা আমাকে 'মহিলা' হয়ে ওঠার জন্য হরমোনাল ইঞ্জেকশন দিয়েছিলেন।'


এরপর তাঁর মাকে বলতে শোনা যায়, 'যদি সেটা সত্যিই হত তাহলে আমি টাটা, বিড়লা বা অন্যান্য কোটিপতিদের থেকেও বড়লোক হতাম। আমার শুধু অবাক লাগে যাঁরা এগুলো লেখেন তাঁদের কাছে মস্তিষ্ক বলে কোনও বস্তু আদৌ আছে কি? আমরা পাঞ্জাবী, আমাদের মেয়েরা ১২ থেকে ১৬ বছর বয়সের মধ্যেই হঠাৎ বেড়ে ওঠে।'


প্রসঙ্গত, হংসিকা মোটওয়ানির বিয়ে নিয়ে তৈরি 'লাভ শাদি ড্রামা' প্রত্যেক শুক্রবার দেখা যায় 'ডিজনি প্লাস হটস্টার'-এ। জয়পুরে ২০২২ সালের ডিসেম্বরে রাজকীয় ঢঙে বিয়ে সারেন অভিনেত্রী।