কলকাতা: উৎসবের মধ্যেই বাংলাদেশের কুমিল্লা, ফেনি, রংপুর, চট্টগ্রাম-সহ বিভিন্ন জায়গা থেকে সামনে এসেছে অশান্তির খবর। ইস্কনের মন্দিরে হামলা থেকে বেশকিছু জায়গায়, বাড়ি-ঘর-দোকানেও ভাঙচুর চালানো হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে, এমনটাই মত হাসিনা প্রশাসনের। এই ঘটনা নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন এপার বাংলার অভিনেতা-অভিনেত্রীরাও। এবার সোশাল মিডিয়ায় গর্জে উঠলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বাংলাদেশের হিংসার ঘটনা নিয়ে জয়া এদিন ফেসবুকে নবারুণ ভট্টাচার্যের বিখ্যাত একটি কবিতা নিয়েই প্রতিবাদের সুর চড়িয়েছেন। বাংলাদেশের সাম্প্রদায়িক হিংসার নিন্দা করে তিনি লিখেছেন,‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না।’
অভিনেত্রী তাঁর নিজের দেশে এই অশান্ত পরিস্থিতি নিয়ে প্রতিবাদ জানিয়ে ফেসবুকে প্রোফাইল পিকচারও সরিয়ে দিয়েছেন।
এদিকে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দাবি করেছেন বাংলাদেশে হামলা পূর্ব পরিকল্পিত, প্ররোচনামূলক। হাসিনা সরকারের মন্ত্রীর দাবি, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করাই ছিল হামলাকারীদের উদ্দেশ্য। এর নেপথ্যে কারও কায়েমি স্বার্থ রয়েছে বলে মনে করছে বাংলাদেশ প্রশাসন। তাঁর আরও দাবি, এই হামলার নেপথ্যে কোনও তৃতীয় পক্ষের উস্কানি রয়েছে। হিংসার মাধ্যমে বাংলাদেশের স্থিতাবস্থা বিঘ্নিত করার চেষ্টা চালানো হয়েছে। প্রমাণ পেলেই তা প্রকাশ্যে আনা হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলেও জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশে অশান্তির ঘটনায় দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইমতো চলছে পুলিশি ধরপাকড়। সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার বাংলাদেশে অশান্তির ঘটনায় প্রায় ৪ হাজার জনের বিরুদ্ধে তিনটি মামলা রুজু করেছে পল্টন, রমনা ও চকবাজার থানার পুলিশ। বহু অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার হয়েছে শতাধিক।