কলকাতা: পরণে পুলিশের খাকি পোশাক, চোখে সানগ্লাস। বিদ্যাসাগর সেতুতে দাঁড়িয়ে তনুশ্রী চক্রবর্তী (Tanushree Chakraborty)। পাশে দাঁড়িয়ে বিশ্বনাথ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির শ্যুটিং ফ্লোর থেকে ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী, সঙ্গে লিখলেন, 'স্ট্রেট ফ্রম দ্য ফ্লোর। এসিপি জাহান।' ছবি দেখে নুসরতের মন্তব্য, 'এই ছবিতে তোমার চরিত্রের নাম জাহান! আমি তো তোমায় বোনই বলতাম।' 


 অভিনেতা জিৎ-এর নতুন ছবির শ্যুটিং চলছে। ছবির নাম 'রাবণ'। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন জিৎ, আর তাঁৎ বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তনুশ্রীকে। এই ছবিতে নায়িকার নাম এসিপি জাহান। আজ সোশ্যাল মিডিয়ায় নিজের ফার্স্ট লুকের ছবি ভাগ করে নিয়েছেন তনুশ্রী। পুলিশের পোশাকে নিজের ছবি ভাগ করে তিনি লেখেন, ' স্ট্রেট ফ্রম দ্য ফ্লোর। এসিপি জাহান'। অভিনেত্রীর সঙ্গে দেখা গেল আরেক অভিনেতা বিশ্বনাথকে। 


চলতি বছর দুর্গাপুজোতেই মুক্তি পেয়েছে টলিউড সুপারস্টার জিতের (Jeet) নতুন ছবি 'বাজি'। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন মিমি চক্রবর্তী। 'বাজি' ছবি দিয়েই প্রথমবার জুটি বাঁধলেন জিৎ-মিমি। আর নতুন ছবি মুক্তি পাওয়ার পরেই আগামী ছবির প্রথম পোস্টার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেতা। আগামী ছবির পোস্টারে রয়েছে দেখা গিয়েছিল তাঁর লুকও। প্রথমবার এমন অপ্রত্যাশিত লুকে হাজির হতে চলেছেন জিৎ। যা দেখে সেই সময়েই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিক থেকে শুরু করে  তারকারা।



বিজয়া দশমীর দিন আগামী ছবি 'রাবণ'-এর (Raavan) পোস্টার এবং ছবিতে তাঁর ফার্স্ট লুক প্রকাশ করেছিলেন টলিউড অভিনেতা জিৎ। নিজের প্রযোজনা সংস্থা জিৎজ ফিল্মওয়ার্কস থেকেই মুক্তি পাবে ছবিটি। ফার্স্ট লুক প্রকাশ করে জিৎ জানিয়েছেন যে, খুব শীঘ্রই ছবির শ্যুটিং শুরু হবে। ছবিতে জিৎ ছাড়া আর কোন কোন অভিনেতাকে দেখা যাবে,  সেসময়ে তা প্রকাশ করেননি তিনি। পরিচালক এম.এন রাজ রয়েছেন এই ছবির পরিচালনায়। পরবর্তীকালে অবশ্য জানা যায়, জিতের সঙ্গে জুটি বাঁধছেন তনুশ্রী। আর আজ সেট থেকে নিজের ছবি শেয়ার করে সেই জল্পনাতেই সিলমোহর দিলেন তনুশ্রী।