কলকাতা: বাংলাদেশের হিংসা, আগুন, বর্বরতার ছবি দেখে একের পর এক প্রতিবাদ জানাচ্ছেন অভিনেতা-অভিনেত্রীরা। একদিকে যেমন তাঁরা হিংসা বন্ধ করার জন্য আবেদন করছেন, অন্যদিকে সংখ্যালঘুদের রক্ষার জন্য আবেদনও করেছেন বারে বারে। এবার সেই তালিকায় নাম লেখালেন আদিল হুসেন (Adil Hussain)। বাংলাদেশের নিরাজ্যের ছবি যথেষ্ট বিচলিত করেছে তাঁকে। আর সেই কারণেই, সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতদের হয়ে এক্স (ট্যুইট) করেছেন আদিল। কী লেখা রয়েছে তাতে?
আদিল বলিউড অভিনেতা বটে, কিন্তু তিনি কাজ করেছেন টলিউডেও। বাংলার সঙ্গে যোগ রয়েছে আদিলের। তাঁর অভিনীত ছবি 'মাটি' তৈরি হয়েছিল বাংলাদেশ ও দেশ ছেড়ে চলে আসার কষ্ট ইত্যাদির প্রেক্ষাপটেই। আদিল হুসেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'বাংলাদেশের মনখারাপ করা ছবি, কষ্টের ছবি। সংখ্যালঘু সম্প্রদায় ও সাধারণ মানুষের ওপর অত্যাচারের ছবি সত্যিই হৃদয়বিদারক। চমকে ওঠার মতোই। ওঁদের কষ্ট, যন্ত্রণা যেন বুঝতে পারছি। ওদের পাশে রয়েছি। ওদের রক্ষা করার দায়িত্ব ভারতের।'
আদিল হুসেন আরও লিখেছেন, 'দুষ্কৃতীদের হিংসা থামানোর অনুরোধ করছি। ওদের ওদের কাজের জন্য লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়া উচিত। ভারতের রাজনৈতিক দল এবং বিশেষ করে মুসলিম নেতাদের বিষয়টির বিরুদ্ধে মুখ খোলা উচিত।' আদিল হুসেনের এই পোস্টে সমর্থন জানিয়েছেন অনেকেই। অনেকে সহমত পোষণ করে বলেছেন যে এই প্রথম কোনও বলিউড অভিনেতা এই বিষয়ে মুখ খুললেন।
অন্যদিকে, শেখ হাসিনা দেশ ছাড়ার পরেও অব্যাহত অশান্তি। ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ২০০। বাংলাদেশে দাপাচ্ছে দুষ্কৃতীরা, সেনার অধীনেও চলছে হিংসা। অবসরপ্রাপ্ত মেজর মহম্মদ আলি সমনের ঢাকার বাড়িতে আগুন। দাউদাউ আগুনে পুড়ে ছাই অবসরপ্রাপ্ত সেনাকর্তার বাড়ি। বিএনপি-জামাতের বিরুদ্ধে হামলার অভিযোগ অবসরপ্রাপ্ত সেনাকর্তার। শেখ হাসিনার পদত্যাগের পর হিংসায় মোট ২৩২ জনের মৃ্ত্যু, খবর প্রথম আলো সূত্রে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।