নয়াদিল্লি: 'আদিপুরুষ' মুক্তির আগে থেকে শুরু করে মুক্তির পরবর্তী পর্যায়.. বিতর্ক যেন পিছু ছাড়ছে না এই ছবির। এই যুগ সোশ্যাল মিডিয়ার, আর তাই, ছবির মুক্তির প্রথমদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বিভিন্ন ক্লিপিংস, ছবিও। কোথাও সাপে আবৃত হয়ে রাবণের শুয়ে থাকার দৃশ্য, কোথাও আবার কৃতি শ্যানন (Kriti Shanon) ও প্রভাসের (Prabhas)-এর রোম্যান্সের দৃশ্য... একাধিক দৃশ্য নিয়ে শুরু হয়েছে সমালোচনা ও ট্রোলিং। তবে সবচেয়ে বেশি যে অংশটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ও ট্রোলিং হয়েছে, সেটি হল হনুমানের লেজে আগুন লাগিয়ে দেওয়ার দৃশ্য ও তার সংলাপগুলি। 


ওম রাউতের পরিচালিত এই পৌরাণিক ছবি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। আর সেইখান থেকে সবচেয়ে বেশি যে ক্লিপিংসটি ছড়িয়ে পড়েছে সেটি হল বজরঙ্গবলীর বলা সংলাপগুলি। যেখানে কখনও বলা হয়েছে, 'যো হামারি বেহেনো কো হাথ লাগায়গা, উনকি লঙ্কা লাগা দেঙ্গে।' কখনও আবার বলা হয়েছে, 'আগ তেরে বাপ কা, কাপড়া তেরা বাপ কা, তেল তেরে বাপ কা, জ্বলেগি ভি তেরে বাপ কি..'। আর এই ধরনের সংলাপ শুনে রীতিমতো চটেছেন অনুরাগীরা। তাদের অভিযোগ, এই ধরণের সংলাপ ব্যবহার করে রামায়ণ বিশ্বাসী হিন্দু ভাবাবেগে আঘাত করা হয়েছে। 


যদিও এই ধরণের সংলাপ ভুল করে লেখা নয়, বরং একেবারেই ইচ্ছাকৃতভাবে লেখা বলে জানিয়েছেন ছবির সংলাপ লেখক মনোজ মুনতাশির শুক্লা। তাঁর মতে, ছবির সমস্ত চরিত্রই যদি এক ধরণের ভাষায় সংলাপ বলে, তবে তা একঘেয়ে লাগতে পারে। কথাবার্তার টানের পরিবর্তন আনতেই এই ধরনের সংলাপ বসানো হয়েছিল বজরঙ্গবলীর মুখে, কারোও ভাবাবেগে আঘাত করার উদ্দেশে নয়। নিজের মতের সমর্থনে চিত্রনাট্যকার এও বলেছেন, ছোটবেলায় যখন আমরা আমাদের ঠাকুমা, দিদিমাদের মুখে রামায়ণের গল্প শুনতাম, তার ভাষা, কথার টান সবের মধ্যেই বেশ কিছু নিজস্বতা থাকত। সেটা বিভিন্ন জায়গা অনুযায়ী পরিবর্তিতও হত। আর সেই সমস্ত ধারণা মাথায় রেখে, বজরঙ্গবলীর চরিত্রকে আলাদা সুরে বাঁধার জন্যই এভাবে সংলাপ পরিকল্পনা করা হয়েছিল। 


নিজের সংলাপের সমর্থনে যুক্তি দেয় মনোজ মুনতাশির আফসোস, 'কয়েক হাজার সংলাপ লিখেছি এই ছবির জন্য, তার মধ্যে অনেকগুলি ভালও ছিল। কিন্তু সেগুলো নিয়ে প্রশংসা হল না। বিতর্ক হল কেবলমাত্র বজরঙ্গবলীর সংলাপ নিয়ে।'


যদিও দর্শকদের ভাবাবেগ ও আপত্তির কথা মাথায় রেখে সংলাপ বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন 'আদিপুরুষ' (Adipurush)-এর নির্মাতারা। যে যে সংলাপ নিয়ে আপত্তি উঠেছে, সেগুলোকে বদলাবার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সেই সংলাপগুলো নতুন করে লেখা ও তারপর ডাবিং হবে। আগামী কয়েকদিনের মধ্যেই নতুন সংলাপযুক্ত সিনেমা সমস্ত প্রেক্ষাগৃহে দেখানোর পরিকল্পনা হচ্ছে।