কলকাতা: প্রভাস, কৃতি শ্য়ানন এবং সইফ আলি খান অভিনীত 'আদিপুরুষ' নিয়ে উন্মাদনার পারদ চড়ছে। এরইমধ্য়ে প্রকাশ্য়ে এল নতুন খবর। বলিউডসূত্রে খবর, ভারতে মুক্তির আগে ১৩ই জুন নিউইয়র্কের ট্রিবেকা ফেস্টিভ্যালে এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।


এপ্রসঙ্গে টি-সিরিজের প্রধান ভূষণ কুমার বলেছেন, “ভারতীয় সিনেমাকে বিশ্বব্যাপী নিয়ে যাওয়া আমাদের সকলের জন্য সত্যিই গর্বের মুহূর্ত। ট্রিবেকা ফেস্টিভ্যাল হল বিশ্বের অন্যতম প্রশংসিত প্ল্যাটফর্ম এবং আমাদের সিনেমার জন্য, যেটি শুধুমাত্র ভালবাসার শ্রম নয়, ভারতীয় ইতিহাসের একটি কাহিনি। যার পরতে পরতে রয়েছে উত্তেজনা। আদিপুরুষ সবার জন্য একটি ভিজ্যুয়াল ট্রিট হতে চলেছে এবং আমি নিশ্চিত যে এটি বিশ্বব্যাপী দর্শকের উপর একটি মন্ত্রমুগ্ধকর প্রভাব ফেলবে।"


আরও পড়ুন...


Lets Dance Chotu Motu Song: সলমন খানের সঙ্গে হানি সিংহের ডুয়েট, প্রকাশ্যে 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির গান


প্রসঙ্গত, রামনবমীতে মুক্তি পেযেছিল আদিপুরুষ (Adipurush)-এর প্রথম পোস্টার।সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি শেয়ার করে প্রভাস লিখেছিলেন, 'রামের ভক্ত আর রামকথার প্রাণ... জয় পবনপুত্র হনুমান।' এর আগে একাধিকবার 'আদিপুরুষ'-এর মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েও তা পিছিয়ে গিয়েছে। বিতর্কে জড়িয়েছে এই ছবি।


এই ছবি প্রথমে ২০২৩ সালের জানুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ট্রেলার মুক্তির পরে চূড়ান্ত সমালোচনার স্বীকার হয় এই ছবির গ্রাফিক্স । এরপরে গ্রাফিক্স নিয়ে কাজ করার জন্যই ছবি মুক্তির দিন পিছিয়ে দেয় নির্মাতারা।


এর আগেই এই ছবির চরিত্রের পোশাক থেকে তাদের সংলাপ, অভিযোগ একাধিক ক্ষেত্রে। বিশেষত রাবণের চরিত্রে সইফ আলি খানের ‘লুক’ নিয়েও যথেষ্ট বিতর্ক হয়। সোশ্যাল মিডিয়াতেই ট্রোলিংয়ের ছড়াছড়ি। সঙ্গে এও অভিযোগ করা হয়, সেন্সর বোর্ডের শংসাপত্র ছাড়াই মুক্তি পেয়েছে ছবির, যা নিয়মের বিরুদ্ধ। এই মর্মেই অভিযোগ দায়ের করে রুজু হয়েছিল জনস্বার্থ মামলা।


এই ছবিতে রাঘবের ভূমিকায় অভিনয় করবেন প্রভাস, জানকীর ভূমিকায় থাকছেন কৃতি। লঙ্কেশের ভূমিকায় দেখা যাবে সেফ আলি খানকে।


উল্লেখ্য়, একের পর এক বয়কট ইস্যুতে বিদ্ধ হচ্ছে বলিউডের ছবি। ২৫ তারিখ মুক্তি পাওয়ার কথা শাহরুখ খান অভিনীত 'পাঠান' ছবিটি। এই ছবির গান ও টিজারও বিতর্ক ছড়িয়েছিল। সেই বিতর্কের জের এমনই, একাধিক দৃশ্য বাদ দিতে হয়েছে ছবি থেকে। এই সিনোমার 'বেশরম রঙ' গানটি নিয়েও যথেষ্ট বিতর্ক হয়েছে।