কলকাতা: বাঙালি এই কন্যার প্রেমেই মজেছিলেন মুম্বইয়ের অভিনেতা গুরমিত চৌধুরী। ১০ বছর পেরিয়ে সেই গুরমিতের প্রেমেই এখন মুম্বইবাসী বাঙালি কন্যা দেবিনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কলকাতায় এসেছিলেন তাঁরা। শহরে পা দিয়ে বাঙালি মতে বিয়েও সারেন তাঁরা। এখানেই শেষ নয়, অনুরাগীদের আরও একটি সুখবর দিয়েছেন এই জুটি। ১১ বছর পর পর্দায় ফের রোম্যান্স করবেন এই রিয়েল লাইফ কাপল।


প্রেম, তারপর দিয়ে। হামেশাই অনুরাগীদের 'কাপল গোল' দিয়ে থাকেন এই জুটি। তবে কেবল বাস্তব জীবনে নয়, একবার ফের পর্দায় জুটি বাঁধবেন এই রিয়েল লাইফ কাপেল। পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করবেন তাঁরা। 'শুভ বিজয়া' নামের এই রোম্যান্টিক ছবিতে একসঙ্গে কাজ করবেন তাঁরা। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি।


কলকাতার মেয়ে দেবিনার প্রেমে পড়েছিলেন গুরমিত। সেইসময় দেবিনা অভিনয় করছেন, সঙ্গে মডেলিংও। গুরমিত নিজেও অভিনয় করছিলেন সেইসময়। বাকিটা কেবলই রোম্যান্সে মোড়া প্রেমের গল্প। ভালোবাসার টানেই দেবিনা আপাতত মুম্বইবাসী। পুজোর আগে প্রিয় মানুষকে শহরে পা রেখেছিলেন এই বাঙালি কন্যা। আর তাই প্রিয় মানুষকে কলকাতার রাস্তার আসল অনুভূতি দিতে দেবিনা তাঁকে কখনও নিয়ে গিয়েছিলেন রাস্তার ধারের চায়ের দোকানে। সেখানে নিজে হাতেই চা ঢেলে নিচ্ছেন গুরমিত। আবার কখনও দুজনে পোজ দিয়েছিলেন কলকাতার হলুদ ট্যাক্সির সামনে।


লাগাতার লকডাউনের জেরে ক্ষতির মুখ দেখেছে বড় থেকে ছোট সমস্ত শিল্প। কাজ হারিয়েছে বহু মানুষ। এবার মুম্বইয়ের ছোট আঞ্চলিক শিল্পীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ভিডিও পোস্ট করেছিলেন দেবিনা। সেখানে তিনি বলেছিলেন, 'রেড কার্পেট লুক থেকে বিমানবন্দরের সাধারণ পোশাক, স্টাইল সবটাই তৈরি করেন শিল্পীরা। ফ্যাশান ইন্ড্রাস্টিই সবসময় তারকাদের সাজিয়ে তোলে। এবার আমাদের সময় ছোট ছোট অঞ্চলিক শিল্পীদের কিছু ফিরিয়ে দেওয়ার। আমাদের কর্তব্য তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার।'