জাবেরী ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে যথেষ্ট জনপ্রিয়। তাঁর ফলোয়ার সংখ্যা ২.৫ মিলিয়ন।
সোশ্যাল মিডিয়া ইউজারদের একাংশ ঐশ্বর্যর সঙ্গে মিল দেখাতে ২৯ বছরের নীলনয়না জাবেরীর ছবি কোলাজ করে পোস্ট করছেন।
এই ছবিগুলি সম্প্রতি সবার নজরে পড়েছে। তবে দুই বছর আগেই ঐশ্বর্যর সঙ্গে তাঁর মিল থাকার বিষয়ে কয়েকটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দাবি করা হয়েছিল।
অনুরাগীদের একাংশ জাবেরীর সঙ্গে ঐশ্বর্যর চেহারার মিল খুঁজে পেয়েছেন। কিন্তু আবার অনেকেই ঐশ্বর্যর সঙ্গে তাঁর চেহারায় কোনও রকম সাজুয্য রয়েছে কিনা, সেই প্রশ্ন তুলছেন।
জাবেরীর সঙ্গে ঐশ্বর্যর মিল রয়েছে কিনা, তা জানতে মতামত যাচাইয়ের কাজও চলছে সোশ্যাল মিডিয়ায়।
দেখে নেওয়া যাক ইরানের ওই মডেলের আরও কয়েকটি ছবি: