কলকাতা: ঐন্দ্রিলা শর্মাকে (Aindrila Sharma) নিয়ে উদ্বিগ্ন সহকর্মী থেকে শুরু করে অনুরাগী, প্রিয়জন সকলেই। সোশ্যাল মিডিয়ায় সব্যসাচী চৌধুরীর (Sabyasachi Chowdhury)-র সন্ধের পোস্টে যেন আশঙ্কার মেঘ দেখেছেন অনেকেই। কেমন আছেন ঐন্দ্রিলা, সোশ্যাল মিডিয়ায় এই প্রথম সেই সংক্রান্ত একটা কথাও লিখলেন না সব্যসাচী। কেবল প্রার্থনা করলেন অলৌকিক কিছুর জন্য। আর সব্যসাচীর এই পোস্টের পরেই সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচার বদলে ফেললেন অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)!                               


নিজের ফেসবুক প্রোফাইল পিকচার বদলে সব্যসাচীর ছবি রেখেছেন জিতু। 'মহাপীঠ তারাপীঠ' ধারাবাহিকে সাধক বামাক্ষ্যাপার ভূমিকায় দেখা যেত সব্যসাচীকে। সেই ধারাবাহিকেরই একটি দৃশ্যের ছবি শেয়ার করে নিয়েছেন জিতু। সেখানে দেখা যাচ্ছে, মা তারার মূর্তিকে জড়িয়ে ধরে রয়েছেন সব্যসাচী। ক্যাপশানে জিতু লিখেছেন, ' ঈশ্বরকেও কখনও কখনও মনে করিয়ে দেওয়া প্রয়োজন...যে এই ছেলেটির নাম সব্য'।                                                                                                                                                                               


আরও পড়ুন: Sunil Shende Demise: ৭০ বছর বয়সে প্রয়াত বলিউড অভিনেতা সুনীল শিন্ডে


প্রার্থনা। ঈশ্বরের কাছে প্রার্থনা প্রিয় মানুষকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারে, এই বিশ্বাস তো বহু যুগের। একই কথা আজ শোনা গেল সব্যসাচীর পোস্টে। সব্যসাচী লিখেছিলেন, 'কোনওদিন এটা এখানে লিখবো ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন। কোনও অলৌকিকের জন্য প্রার্থনা করুন। অলীক কিছুর জন্য প্রার্থনা করুন। সমস্ত প্রতিবন্ধকতার সঙ্গে ও লড়াই করছে।'


সব্যসাচীর পাশে দাঁড়ালেন জিতু। ঐন্দ্রিলারও। শুধু জিতু নয়, সব্যসাচী নয়, প্রতি মুহূর্তেই বহু মানুষ প্রার্থনা করছেন ঐন্দ্রিলার জন্য। বয়স অল্প বলেই অভিনেত্রীর লড়াই করার ক্ষমতা রয়েছে। আশায় বুক বেঁধেছেন চিকিৎসকেরা। ঐন্দ্রিলা ফিনিক্স হয়ে ফিরুক, প্রতিবারের মতো এই শব্দগুলোই যেন চেতনে অবচেতনে বলে চলেছেন অনেকেই।