সুইমিং পুল ছবিতে মোহময়ী স্নেহা উল্লাল
বলিউড ছাড়াও তামিল ও তেলগু সিনেমাতেও দেখা গিয়েছে স্নেহাকে। (ছবি সৌজন্যে- Instagram/snehaullal)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাদা-কালো ছবিগুলিতে অসাধারণ লাগছে তাঁকে।(ছবি সৌজন্যে- Instagram/snehaullal)
তাঁর কোনও পরিবর্তনই ঘটেনি। ১২ বছর আগে যেমন ছিলেন, তেমনি রয়েছেন।(ছবি সৌজন্যে- Instagram/snehaullal)
এই অভিনেত্রী বর্তমানে সুইমিং পুলে তোলা নিজের কয়েকটি আকর্ষণীয় ছবি শেয়ার করেছেন। ছবিগুলিতে দারুন আকর্ষণীয় লাগছে তাঁকে। (ছবি সৌজন্যে- Instagram/snehaullal)
'লাকি নো টাইম ফর লাভ?' সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেকের পর তাঁকে দেখা গিয়েছিল আরয়ান সিনেমায়। কিন্তু তাঁর সিনেমার কেরিয়ার সেভাবে গড়ে উঠতে পারেনি।(ছবি সৌজন্যে- Instagram/snehaullal)
সলমন খানের বিপরীতে প্রথম সিনেমায় অভিষেকেই নজর কেড়েছিলেন স্নেহা। দর্শকরা তাঁর সঙ্গে ঐশ্বর্য রাইয়ের মুখাবয়মের মিল খুঁজে পেয়েছিলেন। (ছবি সৌজন্যে- Instagram/snehaullal)
বলিউড অভিনেত্রী স্নেহা উল্লালকে অ্যা ডগ'স পারপাস ছবির স্ক্রিনিংয়ে দীর্ঘদিন পরে সম্প্রতি দেখা গিয়েছিল (ছবি সৌজন্যে- Instagram/snehaullal)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -