মুম্বই: মিঠে কমলা রঙের লেহঙ্গার ওপর জরির হালকা কাজ, মুক্তো আর পান্নার গয়নার ঝলমল করে উঠলেন হবু মা। আলিয়া ভট্ট (Alia Bhatt)। বাড়ির মেয়েরা আয়োজন করেছিলেন তাঁর বেবি শাওয়ারের (Baby Shower)-এর। আর সেই অনুষ্ঠানে আমন্ত্রণ ছিল না কোনও পুরুষের। কেবল উপস্থিত ছিলেন বাবা মহেশ ভট্ট (Mahesh Bhatt) ও হবু বাবা রণবীর কপূর (Ranbir Kapoor)।                                                                                                                               


আলিয়ার সাধ কবে, এই নিয়ে পরিবারের তরফ সরাসরি কোনওরকম খবর জানানো হয়নি। সংবাদমাধ্যমের থেকেও যাবতীয় গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। কিন্তু বাড়িতে অতিথি সমাগম দেখে অনেকেই আঁচ করে নিয়েছিলেন সাধরে দিলেন। আজ ,সমস্ত অনুষ্ঠান মিটে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় নিজেই সাধের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন আলিয়া।                                                                                                                                                               


আরও পড়ুন: Ranbir Alia: 'সন্তানের অবিচ্ছেদ্দ্য সঙ্গ পেতে চান', শ্যুটিং শেষ করে কাজ থেকে বিরতি নেবেন রণবীর


হবু মা একগুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশানে লিখেছেন, শুধুই ভালোবাসা (Just Love)। সেখানে দেখা গিয়েছে আলিয়ার সাধে উপস্থিত অতিথি অভ্যাগতদের। মা সোনি রাজদান (Soni Rajdan), শাশুড়ি নীতু কপূর (Neetu Kapoor), বোন, ননদ ঋদ্ধিমা ও করিশ্মা কপূর (Karishma Kapoor)।                                                                                               


আলিয়ার শেয়ার করে ছবির মধ্যে সবচেয়ে মিষ্টি ছবিটি রণবীরের সঙ্গেই। আলিয়া একটি সোফায় বসে রয়েছেন আর পিছন থেকে তাঁকে আগলে রয়েছেন রণবীর। সাদা শেরওয়ানি পরেছেন তিনি। আলিয়ার কপালে চুম্বন করছেন রণবীর।