নয়া দিল্লি: জামিন পেলেও জেলেই রাত কাটল অল্লু অর্জুনের। শনিবার সকালে হায়দরাবাদের চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল থেকে মুক্তি পেলেন অল্লু। সকালেই অল্লু অর্জুনের বাবা অল্লু অরবিন্দ পৌঁছে যান জেলে। জেলের পিছনের গেট দিয়ে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অভিনেতা। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অল্লু অর্জুনের জামিন। জামিন মঞ্জুর করেছে তেলেঙ্গানা হাইকোর্ট।                                                              


পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় শুক্রবার গ্রেফতার হন অল্লু। নিম্ন আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেও হাইকোর্টে জামিন মঞ্জুর। অল্লুর সঙ্গে দেখা করতে সকালেই তাঁর বাড়িতে পৌঁছন বিজয় দেবরাকোণ্ডা। বাড়িতে গিয়ে অল্লুর সঙ্গে দেখা করেন 'পুষ্পা টু'-এর পরিচালক সুকুমার।                                    


এদিন বাড়িতে পৌঁছেই স্ত্রী-পুত্র-কন্যার সঙ্গে দেখা করেন আগে। তাঁকে দেখেই ছুটে আসে ছেলে-মেয়ে। জড়িয়ে ধরেন বাবাকে। কোলে তুলে নেন সন্তানদের। স্ত্রী স্নেহা রেড্ডিও চোখে জল নিয়ে জড়িয়ে ধরেন স্বামীকে। 


এরপর সংবাদমাধ্যমে এসে ধন্যবাদও জানান দক্ষিণী সুপারস্টার। ভক্তদের উদ্দেশে জানিয়েছেন যে তিনি ভাল আছেন। 'এই খারাপ সময়ে' তাঁর পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। এরপর 'পুষ্পা'খ্যাত অভিনেতা বলেন, 'আমি আইন ও বিচার ব্যবস্থাকে সম্মান করি। এই মামলাটি আদালতের এখতিয়ারের অধীনে, তাই আমি এই পর্যায়ে আর কোনও মন্তব্য করব না। আমি আইন ব্যবস্থাকে সম্মান করি।'                                              


আরও পড়ুন, জেলেই কাটল রাত, সকালে পিছনের গেট দিয়ে বেরলেন অল্লু অর্জুন! কেন?


তিনি এও বলেন, ভালবাসা এবং সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমি একজন আইন মান্যকারী নাগরিক এবং সহযোগিতা করব। আমি ওই পরিবারের প্রতি সহানুভূতিশীল। এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা ছিল এবং যা ঘটেছে তার জন্য আমরা দুঃখিত।"  


 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে