মুম্বই: ছবির প্রদর্শনীতে পদপিষ্ট হয়ে মৃত্যু মহিলার। আহত তাঁর ন'বছরের ছেলে এবং আরও একজন। এই মর্মান্তিক ঘটনায় এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা অল্লু অর্জুন। মৃতার পরিবারকে ২৫ লক্ষ টাকা অর্থসাহায্য দেওয়ার ঘোষণা করলেন তিনি। (Allu Arjun)
পদপিষ্ট হওয়ার ঘটনায় শুক্রবার সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা পোস্ট করেন অল্লু। তিনি লেখেন, 'সন্ধ্যা থিয়েটারের ঘটনায় মর্মাহত আমি। এই কঠিন সময়ে শোকগ্রস্ত পরিবারকে সমবেদনা জানাই। আমি কথা দিচ্ছি, আপনারা একা নন। এই যন্ত্রণা আপনাদের একার যন্ত্রণা নয়। আমি ব্যক্তিগত ভাবে দেখা করব পরিবারের সঙ্গে। এই সময় তাঁদের শোকজ্ঞাপনের। সেই আবহেও বলছি, এই কঠিন সময়ে আমি পাশে আছি সবরকমের সাহায্যের জন্য'। (Pushpa 2 The Rule)
আহত শিশুর চিকিৎসার সব খরচও বহন করবেন বলে জানিয়েছেন অল্লু। ভিডিও বার্তায় তিনি বলেন, "ছবির সকলেই এই ঘটনায় মর্মাহত। পরিবারের নিরাপত্তার কথা ভেবেই ২৫ লক্ষ টাকা আর্থিক সহায়তার সিদ্ধান্ত।" অল্লু আরও জানান, মানুষের মনোরঞ্জনের জন্যই ছবি তৈরি করেন শিল্পীরা। কিন্তু সকলের আরও সাবধানী হওয়া উচিত।
বুধবার হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা-২: দ্য রুল' ছবির প্রদর্শনী ঘিরে ভিড় উপচে পড়ে। সশরীরে সেখানে উপস্থিত ছিলেন অল্লু। তাঁকে দেখতে কাতারে কাতারে মানুষ জড়ো হন, হুড়োহুড়ি পড়ে যায়। সেই ভিড়ে পদপিষ্ট হয়ে ৩৫ বছর বসয়ি এক মহিলা মারা যান। তাঁর শিশু সন্তানের অবস্থা আশঙ্কাজনক। আহত হয়েছেন আরও একজন। ওই ঘটনায় অল্লু, তাঁর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত সংস্থা এবং সন্ধ্যা থিয়েটারের ম্যানেজমেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করেছে হায়দরাবাদ পুলিশ।
ডেপুটি কমিশনার অক্ষাংশ যাদব জানিয়েছেন, মৃতার স্বামীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের হয়েছে ১০৫ (অনিচ্ছাকৃত হত্যা), ১১৮ (১) ইচ্ছাকৃত ভাবে ক্ষতিসাধন এবং ভারতীয় ন্যায় সংহিতার r/w ৩ (৫) (ভিড়ের দ্বারা সংগঠিত অপরাধ যেখানে প্রত্যেকে দায়ী) ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। সন্ধ্যা থিয়েটারে অল্লু আসছেন বলে পুলিশকে কিছু জানানো হয়নি বলে জানা গিয়েছে।