নয়াদিল্লি: আর কয়েকদিনের অপেক্ষা। আম্বানি পরিবারে (Ambani Family) বাজবে বিয়ের সানাই। অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) বিয়ের আগের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই আবহেই খবর, বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করবেন তারকা শিল্পী জাস্টিন বিবার (Justin Bieber)। এরই মধ্যেই ভারতে পৌঁছেছেন তারকা।
অনন্ত-রাধিকার বিয়েতে জাস্টির বিবারের পারফর্ম্যান্স
শুক্রবার, রাধিকা ও অনন্তের বিয়ের অনুষ্ঠান উপলক্ষ্যে পারফর্ম করবেন তারকা গায়ক জাস্টিন বিবার। ওই দিন 'সঙ্গীত' হবে বলে খবর। বৃহস্পতিবার মুম্বই পৌঁছন গায়ক, সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আগামী ১২ জুলাই মুম্বাইয়ের বান্দ্রা কার্লা কমপ্লেক্সের 'জিও ওয়ার্ল্ড কনভেনশন স্টেন্টার'-এ গাঁটছড়া বাঁধবেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট।
পাপারাৎজিদের শেয়ার করা একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে যে এদিন মুম্বই পৌঁছেছেন জাস্টিন বিবার। আজই ইন্ডিয়া টুডে-র প্রতিবেদনে বলা হয়েছে যে অ্যাডিলি, ড্রেক ও লানা ডেল রে-ও আম্বানি পরিবারের অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন বলে কথা চলছে।
পোর্তুগিজ পোর্টাল LeoDias-এর প্রতিবেদন অনুযায়ী, জাস্টিন বিবার এই পারফর্ম্যান্সের জন্য নিচ্ছেন প্রায় ১০ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ৮৩ কোটি টাকার সমান।
দীর্ঘ প্রাক-বিবাহ উৎসবের পর শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান। যার শুরুতেই প্রায় পঞ্চাশেরও বেশি যুগলের বিয়ের আয়োজন করেন নীতা ও মুকেশ আম্বানি। গণবিবাহে ছিল রাজকীয় আয়োজন। উপস্থিত ছিলেন পরিবারের সকলেই। এরপর বিয়ের রীতির শুরু হয় 'মামেরু' পালনের মধ্যে দিয়ে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি, নীতা আম্বানি, ছিলেন তাঁর মা পূর্ণিমা দালাল। এছাড়াও ছিলেন আকাশ আম্বানি ও তাঁর স্ত্রী শ্লোকা, ইশা আম্বানি ও তাঁর স্বামী আনন্দ পিরামল। গুজরাতি বিয়ের এই রীতি অনুযায়ী, কনের মামা এদিন তাঁর সঙ্গে মিষ্টি ও উপহার নিয়ে দেখা করতে আসেন।
শোনা যাচ্ছে, আম্বানি পরিবারে এই বিয়ের আয়োজনে বসানো হবে বারাণসীর বিখ্যাত 'কাশি চাট ভাণ্ডার'-এর স্টল। গত মাসে বিয়ের আগে ছেলে ও হবু পুত্রবধূর জন্য আশীর্বাদ প্রার্থনা করে নীতা আম্বানি পৌঁছন বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে। সেখানে তিনি ব্যক্তিগতভাবে চাট ভাণ্ডারের মালিক রাকেশ কেশরীকে আমন্ত্রণ জানিয়ে এসেছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।