মুম্বই: আজ জন্মদিন বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি পরিচালক এবং কোরিওগ্রাফার ফারাহ খানের (Farah Khan)। পাশাপাশি বলি তারকাদের কাছে খুবই পছন্দের একজন ব্যক্তিত্ব। ফারাহ খান ইতিমধ্যেই একশোরও বেশি গানে কোরিওগ্রাফি করে ফেলেছেন। তারইমধ্যে সেরা কোরিওগ্রাফার হিসেবে ছটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও জিতে নিয়েছেন। ফারাহ খানের সঙ্গে বলিউড অভিনেতা অনিল কপূরের সম্পর্ক  যে আজও কতটা মধুর তা ফুটে উঠল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। আজ ফারাহ খানের জন্মদিন উপলক্ষে অনিল কপূর (Anil Kapoor) যে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন, তা নজর কাড়ছে নেট নাগরিকদের।


আরও পড়ুন - Bhool Bhulaiyaa 2: 'ভুলভুলাইয়া টু'তে কি দেখা যাবে মঞ্জুলিকাকে?


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অনিল কপূর ফারাহ খানের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, 'শুভ জন্মদিন ফারাহ খান কুন্দর। কিছু কিছু জিনিসের কখনও পরিবর্তন হয় না। আমাদের বন্ধুত্বও তেমনই যা কখনও বদলে যাবে না। লভ ইউ পাপাজি।' এমনই শুভেচ্ছাবার্তা দিয়ে পুরনো দিনের ছবি শেয়ার করেছেন অনিল কপূর। প্রসঙ্গত, কয়েকদিন আগেই গিয়েছে অনিল কপূরের জন্মদিন। অভিনেতার জন্মদিন উপলক্ষে ফারাহ খান নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে অনিল কপূরের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছিলেন, 'এই মানুষটাকে সেই ১৯৯২ সাল থেকে ভালোবাসি। প্রত্যেকেই বলেন কীভাবে এই মানুষটা আজও এত সুন্দর রয়েছেন বা তারুণ্য ধরে রেখেছেন। ওর জীবনের নিয়ম, কাজের প্রতি প্যাশনই ওঁকে এমন রেখেছে। পাপাজি তুমি সত্যিই সেরা।'




'ম্যায় হুঁ না', 'ওম শান্তি ওম' ছবি দুটি পরিচালনা করেন ফারাহ খানয দুটি ছবিই বক্স অফিসে দারুন সাফল্য পায়। অন্যদিকে অনিল কপূরকে খুব শীঘ্রই দেখা যাবে 'যুগ যুগ জিও ছবিতে'। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বরুণ ধবন ও কিয়ারা আডবাণী। এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রয়াত অভিনেতা ঋষি কপূররে স্ত্রী নীতু কপূরকে।