Tollywood News: কলকাতার নিষিদ্ধপল্লীতে শ্যুটিং, 'মৃগয়া' করতে যাবেন ঋত্বিক, বিক্রম, সৌরভেরা
Bengali News: খলচরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস। এছাড়াও রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায়, প্রিয়ঙ্কা সরকার ও অনন্যা ভট্টাচার্য্য।

কলকাতা: এর আগে কলকাতার অলিতে গলিতে শ্যুটিং হয়েছে কতই, ফিল্মের লেন্সে তুলে ধরা হয়েছে অচেনা কলকাতাকে। তবে এবার নিষিদ্ধপল্লীতে পৌঁছে গেল ক্যামেরা। ছবির মুখ্যভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) ও বিক্রম চট্টোপাধ্যায় (Bikram Chatterjee)। এছাড়াও অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty) ও একগুচ্ছ অভিনেতা অভিনেত্রীদের নিয়ে নতুন ছবির প্রথম ঝলক। ছবির নাম 'মৃগয়া'। মৃগয়া বললেই মনে পড়ে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)-র সেই কিংবদন্তি ছবির কথা। তবে এই ছবির গল্প অনেকটাই আলাদা। ক্রাইম থ্রিলার। ছবিতে অভিনয় করছেন, অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, বিক্রম চট্টোপাধ্যায় এবং রিজওয়ান রব্বানি শেখ। খলচরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস। এছাড়াও রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায়, প্রিয়ঙ্কা সরকার ও অনন্যা ভট্টাচার্য্য।
সদ্য প্রকাশিত হওয়ার ঋত্বিকের ছবি দেখলেই বোঝা যায় তিনি কলকাতা থানার দায়িত্ববান ওসি। নাম তার গাঁধী। ঠান্ডা মাথার এই পুলিশ মজার মানুষ হলেও বুদ্ধিমান। ছবিতে নাকি দক্ষিণী স্টাইলে অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন তিনি। ঋত্বিক যতই মজার, ঠিক ততটাই গুরুগম্ভীর বিক্রম ওরফে অনিমেষ। জুনিয়র অফিসার হলেও তদন্ত শুরু হলে তিনি যে কোনও পর্যায় পর্যন্ত চলে যেতে পারেন। ছবিতে অন্যতম আকর্ষণ হলেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। একজন ভীতু প্রযুক্তি বিশারদ আধিকারিকের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। চতুর্থ চরিত্রটি হল ইমরান, যে চরিত্রের হাত ধরে বহুদিন পর বড়পর্দায় অভিনয় করলেন রিজওয়ান রব্বানি শেখ। মাথাগরম এই অফিসার যে কোনও মুহূর্তে হাত পা চালিয়ে দেন।
কলকাতা পুলিশে কর্মরত আধিকারিক দেবাশীষ দত্তের একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে এই সিনেমা। কলকাতার বুকে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়। তদন্তে নেমে ধীরে ধীরে জানা যায় এর পেছনে রয়েছে অনেক বিপজ্জনক রহস্য। ঋত্বিকের নেতৃত্বে শুরু হয় তদন্ত। তারপর? সেই উত্তর মিলবে ছবিতে। এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকাতেও একাধিক অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন। একটি আইটেম নম্বরে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্য়ায়কে।
কে শিকার হলেন, কে-ই বা শিকার করলেন? পরিচালক জানিয়েছেন, এটা চেন সিস্টেমে এগিয়েছে। কখনও পুলিশ শিকার করছে অপরাধীকে। কখনও অপরাধী নিষিদ্ধপল্লির যৌনকর্মীকে। এ ভাবেই গল্প এগিয়েছে। চিত্রনাট্য অনুযায়ী তিন পুলিশ ঋত্বিক, অনির্বাণ, বিক্রম। অপরাধীর ভূমিকায় সৌরভ। এই ছবিতে সৌরভের লুকে বিশেষ চমক রয়েছে। যৌনকর্মীর চরিত্রে প্রিয়াঙ্কা। প্রযোজনায় টেন্থ ডায়মেনশন এন্টারটেইনমেন্ট। ছবিমুক্তি ২৩ জুন।






















