(Source: Poll of Polls)
Bengali Serial: বাংলা ধারাবাহিকে ফের নতুন নায়িকা! ছোটপর্দায় মুখ্যচরিত্রে ফিরছেন অঞ্জনা বসু ও
Anjana Basu: এই গল্পে দেখানো হচ্ছে, অঞ্জনা বসুর চরিত্র, ইন্দ্রাণী একজন বিশাল বড় ব্যবসায়ী। তাঁর বিশাল পরিবার

কলকাতা: জি বাংলায় শুরু হল নতুন ধারাবাহিক 'কুসুম' (Kushum)। দুই পরিবারের মধ্যে সমীকরণ, ভালবাসা ও সংস্কৃতির গল্প নিয়েই আসতে চলেছে নতুন ধারাবাহিক। অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের প্রযোজনায় শুরু হল নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকের মুখ্যভূমিকায় রয়েছেন তানিস্কা তিওয়ারি (Tanishka Tiwari) ও অঞ্জনা বসু (Anjana Basu)। নায়কের ভূমিকায় দেখা যাবে সপ্তর্ষি রায় (Saptarshi Roy)-কে। তানিস্কার চরিত্রের নাম কুসুম। অঞ্জনা বসুর চরিত্রের নাম ইন্দ্রাণী। সপ্তর্ষির চরিত্রের নাম আয়ুষ্মান গঙ্গোপাধ্যায়।
এই গল্পে দেখানো হচ্ছে, অঞ্জনা বসুর চরিত্র, ইন্দ্রাণী একজন বিশাল বড় ব্যবসায়ী। তাঁর বিশাল পরিবার। তিনি অন্যদিকে কুসুম একেবারে গ্রামের মেয়ে। ইন্দ্রাণী আর কুসুম দুটি মানুষ একেবারে দুই পৃথিবীর। আর তাঁদের মধ্যে সেতুবন্ধন করে সপ্তর্ষির চরিত্র। এই ধারাবাহিকের হাত ধরেই প্রথমবার ধারাবাহিকের আঙিনায় পা রাখছেন তানিস্কা। এখনও পর্যন্ত ধারাবাহিকের যে প্রোমো দেখানো হয়েছে, তাতে দেখা গিয়েছে, একটি বড় রান্নাঘরে রান্না করছে কুসুম। সেই খাবার যাবে ইন্দ্রাণী আর তাঁর পরিবারের পাতে।
এরপরেই দেখানো হচ্ছে, একটি বিশাল বড় টেবিলে পরিবারের সবাইকে নিয়ে খেতে বসেছে ইন্দ্রাণী। সবার পাতেই খাবার দেওয়া হয়ে গিয়েছে ততক্ষণে। কিন্তু হঠাৎ রান্নাঘরে খাবার চেখে দেখতে গিয়ে কুসুম দেখে, ডালে নুন দেওয়া হয়নি। কুসুম নুন নিয়ে ছুটে যায় খাবার জায়গায়। সেখানে ততক্ষণ খাবার ডালে ডুবিয়ে প্রায় মুখে পুরতে যাচ্ছেন ইন্দ্রাণী। কুসুম এসে তাঁর পাত থেকে ডালের বাটি তুলে নিয়ে সেখানে নুন মিশিয়ে দেয়। তারপরে সেই চামচ দিয়েই ডাল তুলে, নিজের হাতে নিয়ে চেখে দেখে ডাল। খুশি হয়ে সে খেতে বলে সবাইকে। হঠাৎ এই ঘটনায় একেবারে অবাক হয়ে যান ইন্দ্রাণী। কুসুম-এর এই কাজ তিনি একেবারেই পছন্দ করেন না, তা স্পষ্ট। কিন্তু তাতে থোড়াই কেয়ার কুসুমের। সে হাসতে হাসতে ঘর ছেড়ে বেরিয়ে যায়।
ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে, ইন্দ্রাণীর শাড়ি আটকে যায় গাড়ির দরজায়। তাড়াতাড়ি তা ছাড়াতে গিয়ে ছিঁড়ে ফেলে কুসুম। এরপরে কী হবে, সেটা দেখা যাবে আগামী পর্বে।
View this post on Instagram























