কলকাতা: নাকে অক্সিজেনের নল.. গলায় চাপ চাপ রক্ত! ছবি দেখে এক মুহূর্তের জন্য চমকেই যেতে হয়! একি অবস্থা হয়েছে 'জগদ্ধাত্রী' অঙ্কিতা মল্লিকের (Ankita Mallick)। জনপ্রিয় নায়িকার এই ছবি দেখেই চমকে উঠছেন সকলেই। তবে যাঁরা ধারাবাহিকটি দেখছেন, তাঁরা সকলেই জানেন বর্তমানে জগদ্ধাত্রীকে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে দেখানো হচ্ছে। আর সেই শ্যুটিংয়েরই একটি দৃশ্য থেকে কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছেন অঙ্কিতা। যেটা দেখার পরেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। অনেকেই মনে করছেন অভিনেত্রী অসুস্থ। তবে ক্যাপশানে চোখ রাখলেই ভুল ভাঙছে। 


সোশ্যাল মিডিয়ায় হাসপাতালে শ্যুটিংয়ের কয়েকটা ছবি শেয়ার করে অঙ্কিতা লিখেছেন, 'আজকের এপিসোডটা প্রত্যেকে দেখেছেন? প্রত্যেকের ভাল লেগেছে তো? তোমাদের কি চোখে জল এসেছে? আমি যখন অভিনয়টা করছিলাম, আমারই মনে হচ্ছিল চোখে জল আসবে। একজন অভিনেত্রী হওয়ার কতরকমের অভিজ্ঞতা!' সোশ্যাল মিডিয়ায় অঙ্কিতার এই পোস্টে প্রত্যেকেই তাঁকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। অনেকে আবার শেয়ারও করে নিয়েছেন যে এপিসোডটা তাঁর কেমন লেগেছে।


দীর্ঘদিন থেকেই ছোটপর্দায় হিট তাঁদের জুটি। তাঁরা হলে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু। আসল নাম অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) আর সৌম্যদীপ মুখোপাধ্যায় (Soumyadeep Mukherjee)। জ্যাজ সান্যাল আর স্বয়ম্ভূর প্রেম পর্দায় জমজমাট। তবে বাস্তব জীবনে তাঁদের মধ্যে কেমন সম্পর্ক তা জানতে চান সবাই। এবিপি লাইভ এই প্রশ্ন নিয়ে পৌঁছে গিয়েছিল খোদ অঙ্কিতার কাছেই। অভিনেত্রী অবশ্য এই সমস্তকে 'জল্পনা' বলেই উড়িয়ে দিয়েছেন। তাঁর কথায়, 'জল্পনা যেমন কখনও সত্যি হয় না.. এটাও সত্যি নয়।'। তবে তাঁদের মধ্যে যে সুন্দর বন্ধুত্ব রয়েছে তা বোঝাই যায়। হামেশাই একসঙ্গে রিল বানাতে দেখা যায় অঙ্কিতা আর সৌম্যদীপকে। দুজনেই জমিয়ে নাচও করেন তাঁরা। তাঁদের এই সম্পর্ক দর্শকেরাও বেশ উপভোগ করেন। পর্দায় জগদ্ধাত্রী-র গল্পে কী হচ্ছে, তা দেখতে গেলে নজর রাখতে হবে ছোটপর্দায়।


 






আরও পড়ুন:Aradhya Birthday: ব্রাত্যই রইলেন অভিষেক-অমিতাভেরা! মেয়ে আরাধ্যার জন্মদিন একাই উদযাপন করলেন ঐশ্বর্য্য


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।