কলকাতা: জল্পনা শুরু হয়েছিল, তাঁদের আগের ভিডিও থেকেই। আর এবার, একেবারে নববধূর সাজে অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। পাশে বরবেশে অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। সবার আড়ালে কি চুপি চুপি বিয়েটা সেরে ফেললেন অঙ্কুশ আর ঐন্দ্রিলা? আর তার পরে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিলেন? ব্যাপারটা কী?
নতুন বছরের শুরুতেই একটা ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছিল, জল্পনা বাড়িয়েছে তার সঙ্গের লেখা। তবে কি সত্যিই এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)? সোশ্যাল মিডিয়ায় নজর রাখতেই দেখা গেল, তাঁরা গিয়েছেন বিয়ের কেনাকাটা করতে। ক্যাপশানে লেখা, 'নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা। হ্যাঁ জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পথ। সবথেকে লম্বা পথ।' এরপরে আজ প্রকাশ্যে এসেছে বধূবেশে ঐন্দ্রিলা ও অঙ্কুশের ভিডিও। সবাইকে এড়িয়েই কি বিয়ের পিঁড়িতে বসলেন তাঁরা?
সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায়, এই সাজ আসলে পোশাকশিল্পীর জন্যই। একটি ফটোশ্যুট সেরেছেন অভিনেত্রী ও অভিনেতা। তার জন্যই এই বর ও বধূবেশ। ঐন্দ্রিলার পরনে কমলা ও গোলাপি সুতোর মিশেলে বোনা নতুন বেনারসি। সঙ্গে লাল রঙের ভারি কাজের ব্লাউজ় ও মানানসই গয়না। প্রসাধনীতেও সাবেক ছোঁয়া। মাথার ওড়নায় জরির বুনোটে লেখা ‘অঙ্কুশ-ঐন্দ্রিলা’। অন্যদিকে অঙ্কুশ পরেছেন সুতোর কাজ করা হালকা গোলাপি রঙের পাঞ্জাবি। সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখা গেল, কাছাকাছি তাঁরা। একে অন্যেয় মুগ্ধ। অন্য একটি সাজও প্রকাশ্যে এসেছে। মনে করা হচ্ছে সেই সাজ প্রীতিভোজের। দুজনেই এদিন রঙমিলান্তি করে সেজেছেন। দুজনেই বেছে নিয়েছেন কালো পোশাক। সেই সাজেও অপূর্ব দেখাচ্ছে দুজনকে।
এই সাজ পোশাকশিল্পীর জন্য হলেও, সত্যিই কী খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অঙ্কুশ আর ঐন্দ্রিলা? গত পাঁচ বছর ধরে একত্রবাস করছেন তাঁরা। তবে বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খোলেননি তাঁরা। কিন্তু চলতি বছরেই কি একসঙ্গে বধূবেশে ও বরবেশে বাস্তব জীবনে দেখা যাবে তাঁদের? সেই জল্পনা কিন্তু রয়েই যাচ্ছে।
আরও পড়ুন: Ritwick Chakraborty: 'বিচারের সঙ্গে রাজনীতি জড়িয়ে রয়েছে', আরজি কর কাণ্ড নিয়ে মন্তব্য ঋত্বিকের