কলকাতা: অনীক দত্তের (Anik Dutta) পরিচালনায় তৈরি বহু প্রতীক্ষিত ছবি 'অপরাজিত'র (Aparajito) ট্রেলার প্রকাশ্যে। ছবির নাম ঘোষণা থেকে প্রধান চরিত্রের প্রথম লুক প্রকাশ, সবসময়ে শিরোনামে থেকেছে এই ছবি। ফলে মানুষের মনে আগ্রহ ক্রমশ বেড়েছে। এবার কিংবদন্তি চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ৩০তম মৃত্যুবার্ষিকীতে ছবির ট্রেলার প্রকাশ করা হল।


'অপরাজিত' ছবির ট্রেলার মুক্তি


সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিচালক অনীক দত্তের এই ছবি 'অপরাজিত'। যেখানে মূল চরিত্র সত্যজিৎ রায়ের আদলে তৈরি। সেই চরিত্রে অভিনয় করছেন জিতু কামাল (Jeetu Kamal)। তাঁর প্রথম লুকই সাড়া ফেলেছিল প্রবলভাবে। এই ছবিটি কিংবদন্তি পরিচালকের প্রথম চলচ্চিত্র 'পথের পাঁচালী' নির্মাণের দ্বারা অনুপ্রাণিত। আগামী ১৩ মে এই ছবি মুক্তি পাচ্ছে। 


সিনেমাটি একজন তরুণ উচ্চাকাঙ্ক্ষী এবং দৃঢ়প্রতিজ্ঞ পরিচালক অপরাজিত রায়ের গল্প বলবে, যিনি তাঁর প্রথম সিনেমা তৈরির স্বপ্ন দেখেন। এই পুরো সিনেমা জুড়ে, অপরাজিত সমস্ত প্রতিকূলতা এবং বাধা পথ অতিক্রম করে এবং অবশেষে 'পথের পদাবলী', তাঁর প্রথম ছবি তৈরি করে সেই 'অসম্ভব' স্বপ্ন পূরণ করে। ট্রেলারে সেই প্রতিকূল সফরের আভাস মেলে।


 





 
মুখ্য চরিত্রে জিতু কামালের সঙ্গে তাঁর স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে সায়নী ঘোষকে। এছাড়াও ছবিতে অনুষা বিশ্বনাথন, অঞ্জনা বসু, পরাণ বন্দ্যোপাধ্যায়, বরুণ চন্দ, অনসূয়া মজুমদারকে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।


আরও পড়ুন: Kishmish New Song: টিনটিন-রোহিনীর জমজমাট প্রেমে প্রকাশ্যে 'কিশমিশ' ছবির নতুন গান


বহু প্রতীক্ষিত এই ছবির মুক্তি প্রসঙ্গে প্রযোজক ফিরদৌসুল হাসান বলেন, 'সত্যজিৎ রায়, চলচ্চিত্র নির্মাণের অঙ্গনে এই নামটি অত্যন্ত সম্মানের সঙ্গে উচ্চারিত হয়। ফ্রেন্ডস কমিউনিকেশন সবসময় বিনোদনের ছোঁয়ায় মানসম্পন্ন ও অর্থবহ চলচ্চিত্রে বিশ্বাসী। আমরা আমাদের দর্শকদের 'অপরাজিত' উপহার দিতে পেরে আনন্দিত। আমি আশাবাদী যে এই ছবির নামের মতোই ছবিটিও পরাজিত হবে না এবং প্রবলভাবে প্রশংসিত হবে।'