কলকাতা: আগামীকাল অর্থাৎ ১৩ মে, দেশজুড়ে মুক্তি পাচ্ছে অনীক দত্ত (Anik Dutta) পরিচালিত এবং জিতু কামাল (Jeetu Kamal) অভিনীত 'অপরাজিত' (Aparajito) ছবি। সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি হয়েছে এই ছবি। কিংবদন্তি পরিচালকের জন্মদিন, ২ মে ছবিটি মুম্বইয়ে প্রদর্শিত হয়। এবার দেশের গণ্ডি পেরিয়ে এই ছবি পৌঁছচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (International Film Festival)। 


বিশ্বের দরবারে 'অপরাজিত'


'অপরাজিত' ছবির মুকুটে নয়া পালক। সম্প্রতি ছবি নির্মাতাদের তরফ থেকে ঘোষণা করা হয় যে মুম্বইয়ে ছবি প্রদর্শনীর দুর্দান্ত সাফল্যের পর এবার 'অপরাজিত' বিদেশ পাড়ি দিল। যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ 'লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল' ও 'টরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল'-এ আমন্ত্রিত 'অপরাজিত'। সেখানে বিশেষ প্রদর্শনী হবে এই ছবির। 




'অপরাজিত' ছবির ট্রেলার মুক্তি


সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিচালক অনীক দত্তের এই ছবি 'অপরাজিত'। যেখানে মূল চরিত্র সত্যজিৎ রায়ের আদলে তৈরি। সেই চরিত্রে অভিনয় করছেন জিতু কামাল (Jeetu Kamal)। তাঁর প্রথম লুকই সাড়া ফেলেছিল প্রবলভাবে। এই ছবিটি কিংবদন্তি পরিচালকের প্রথম চলচ্চিত্র 'পথের পাঁচালী' নির্মাণের দ্বারা অনুপ্রাণিত। 


সিনেমাটি একজন তরুণ উচ্চাকাঙ্ক্ষী এবং দৃঢ়প্রতিজ্ঞ পরিচালক অপরাজিত রায়ের গল্প বলবে, যিনি তাঁর প্রথম সিনেমা তৈরির স্বপ্ন দেখেন। এই পুরো সিনেমা জুড়ে, অপরাজিত সমস্ত প্রতিকূলতা এবং বাধা পথ অতিক্রম করে এবং অবশেষে 'পথের পদাবলী', তাঁর প্রথম ছবি তৈরি করে সেই 'অসম্ভব' স্বপ্ন পূরণ করে। ট্রেলারে সেই প্রতিকূল সফরের আভাস মেলে।


আরও পড়ুন: Belashuru: প্রবীণ দম্পতির বিয়ের 'উপহার' হয়ে মুক্তি পাচ্ছে 'বেলাশুরু', দর্শকদের প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত পরিচালক


মুখ্য চরিত্রে জিতু কামালের সঙ্গে তাঁর স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে সায়নী ঘোষকে। এছাড়াও ছবিতে অনুষা বিশ্বনাথন, অঞ্জনা বসু, পরাণ বন্দ্যোপাধ্যায়, বরুণ চন্দ, অনসূয়া মজুমদারকে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।