কলকাতা: ছাত্র আন্দোলনে অশান্ত বাংলাদেশ (Bangladesh News)। এই আবহে পদত্যাগ করেছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। শাসন ব্যবস্থার রাশ এখন সেনাবাহিনীর হাতে। তারই মধ্যে মিলছে কোথাও পুড়িয়ে মারার খবর, তো কোথাও পিটিয়ে খুনের খবর। দেবের (Dev) সিনেমার সহ-প্রযোজকেরও প্রাণ গেছে গণপিটুনিতে।
ছাত্র আন্দোলনে অশান্ত বাংলাদেশ, সংঘর্ষে মৃত্যু ৩০০ পার
বাংলাদেশের জনপ্রিয় প্রযোজনা সংস্থা 'শাপলা মিডিয়া'। দেবের মুক্তি না পাওয়া চর্চিত ছবি 'কমান্ডো'র সহ প্রযোজক এই সংস্থা। অশান্ত বাংলাদেশে খুন হলেন সেই সংস্থার কর্ণধার। চাঁদপুরে অভিনেতা ছেলে-সহ দেবের সিনেমার সহ প্রয়োজককে পিটিয়ে খুন করা হল। চাঁদপুরে দেবের সিনেমার সহ প্রযোজক সেলিম খানকে পিটিয়ে খুন করা হল। প্রযোজক সেলিম খান ও ছেলে অভিনেতা শান্ত খানকে খুন করা হয়েছে। অন্যদিকে, যশোরে আওয়ামি লিগের নেতার হোটেলে ৯ জনকে পুড়িয়ে খুনের খবরও এসেছে প্রকাশ্যে।
মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশের শাসক দল আওয়ামি লিগের সাংসদ। সদ্য প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়া শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। তবে মাশরাফি বিন মুর্তজার (mashrafe mortaza) আর একটি পরিচয়ও রয়েছে। যে পরিচয় তিনি নিজে সবচেয়ে বেশি পছন্দ করেন। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মুর্তজা। তবে, অশান্ত বাংলাদেশে ছাড় পেলেন না মুর্তজাও। তাঁর বাড়িতে অগ্নিসংযোগ ঘটানো হল। কোনওক্রমে পালিয়ে বাঁচলেন মুর্তজার বয়স্ক মা।
খুব দ্রুত রাজনৈতিক পটপরিবর্তন হচ্ছে বাংলাদেশে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন এবং বাংলাদেশ ছেড়ে আপাতত ভারতে 'আশ্রয়' নিয়েছেন। এরই মধ্যে এল বড় খবর। জেলবন্দি খালেদা জিয়াকে (Khaleda Zia) মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রেসিডেন্ট। দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছিলেন খালেদা জিয়া। ২০১৮ সালে ১৭ বছর কারাবাসের নির্দেশ দেওয়া হয় তাঁকে। ৭৮-এর খালেদা এখন অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এক বিবৃতিতে বাংলাদেশের প্রেসিডেন্ট মহম্মদ শাহাবুদ্দিনের টিম জানিয়েছে, প্রেসিডেন্টের নেতৃত্বে একটি বৈঠকে সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে এখনই মুক্তি দেওয়া হবে। সেই বৈঠকে যোগ দেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। সঙ্গে ছিলেন বাংলাদেশ নৌবাহিনী ও বায়ুসেনার প্রধান। ছিলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ও জামাত-ই-ইসলাম পার্টি-সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। বিবৃতিতে এমনও জানানো হয়েছে, বৈঠকে এই সিদ্ধান্তও নেওয়া হয়েছে যে ছাত্র আন্দোলন চলাকালীন যাঁরা গ্রেফতার হয়েছেন, তাঁদের সবাইকেও মুক্তি দেওয়া হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।