কলকাতা: 'এই পথ যদি না শেষ হয়', 'কী করে তোকে বলব' ইত্যাদি সব ব্লকবাস্টার হিট বাংলা মেগা ধারাবাহিকের পরিচালকের হাতে এখন কাজ নেই। টানা ২ বছর কোনো কাজই পাচ্ছেন না তিনি। মাঝেমাঝে টুকরো কিছু কাজ, অভিনয়, কিন্তু তাতে সংসারে ভাত বাড়ন্ত। বাধ্য হয়েই ফুটপাথে খাবারের স্টল দিলেন পরিচালক। বাংলা টেলিভিশন জগতের (Bengali Tele Serial) পরিচিত মুখ অয়ন সেনগুপ্ত (Ayan Sengupta) ফেসবুক লাইভে এই কথাই তুলে ধরলেন। জানালেন, গত ২ বছর ৩ মাস তাঁর হাতে কোনো টানা কাজ আসেনি, নিজের সপ্তম শ্রেণিতে পাঠরত পুত্র সন্তানের দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে। তাই বাধ্য হয়েই সামান্য গ্রাসাচ্ছাদনের নিয়মিত রাস্তা খুঁজতে স্ত্রীয়ের সঙ্গে একযোগে খাবারের স্টল খুলে বসেন পরিচালক।
ফেসবুক লাইভে অয়ন জানান যে, কলকাতার কালীঘাটের কাছে তপন থিয়েটারের সামনে ফুটপাথে এই খাবারের স্টল খুলেছেন তিনি, গত সোমবার থেকেই শুরু হয়েছে এই উদ্যোগ। এক চরম বিপন্নতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন পরিচালক। হাতে কাজ ছিল না ২ বছর ৩ মাস। মাঝে কিছু টুকরো কাজ এসেছে, ২ দিন-৫ দিন বা এক মাসের, কখনও আবার অন্য কারও বদলি হিসেবে পরিচালকের কাজও করেছেন। তবে তিনি স্পষ্ট জানান, পরিচালনা অভিনয় ছেড়ে দেননি তিনি, ছাড়েননি ইন্ডাস্ট্রি। কাজ পেলেই তিনি করতে রাজি। অয়ন লাইভে বলেন, "আমি কিন্তু ইন্ডাস্ট্রি ছাড়িনি। যদি কেউ কাজ দেন, নিশ্চয়ই করব। আশা করছি নিরাশ করব না।" ক্যামেরা ছেড়ে, পরিচালনা ছেড়ে সংসার চালাতে খাবার বিক্রি করছেন এখন স্বামী-স্ত্রী।
পরিচালক অয়ন সকলের উদ্দেশ্যে বলেন, "ক্রাইসিসের মধ্যে ছিলাম। সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্যই নতুন উদ্যোগ নিয়েছি। আপনাদের মাধ্যমে বার বার একটা কথাই বলব, আমি ইন্ডাস্ট্রি ছাড়িনি। পরিচালনা বা অভিনয়ের কাজ ছাড়তে চাইছি না। ছাড়ব না। আমার স্ত্রীও এই নতুন উদ্যোগের সঙ্গে রয়েছেন। তিনিও অভিনয় ছাড়ছেন না। সিরিয়ালের কাজ আসলে অবশ্যই করব। এটা আমার আয়ের আরেকটি উৎস। আমি যে ক্রাইসিসটা ফেস করেছি। সেটা আর ফেস করতে চাইছি না।”
ভিডিয়োতে তাঁর এই স্টলের ছবিও ধরা পড়ে, বড় ছাতার উপরে ঝোলানো নাম 'পেটুক'। আর তারই নিচে ইন্ডাকশন ওভেনে রান্না চলছে, দায়িত্ব নিয়েছেন তাঁর স্ত্রী। এই ভিডিয়োর কমেন্টে তাঁর অনুরাগীরা, টেলিপাড়ার বহু মানুষ তাঁকে কুর্নিশ জানিয়েছেন, এই লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন।
আরও পড়ুন: Amitabh and Abhishek: 'জীবনের সঙ্গে মিশে যায়...', ছেলে অভিষেকের 'আই ওয়ান্ট টু টক' দেখে আপ্লুত অমিতাভ