Bhool Chuk Maaf: ওটিটি মুক্তির সিদ্ধান্ত বদল, রাজকুমার রাওয়ের 'ভুল চুক মাফ' কবে আসবে বড়পর্দায়?
Rajkumar Rao: পিভিআরের দাবি, এই ছবির মুক্তির জন্য চুক্তি হয়ে গিয়েছিল আগেই। সেই জায়গা থেকে যদি এই ছবি ওটিটিতে মুক্তি পেত, তাহলে ক্ষতির মুখ দেখত পিভিআর

কলকাতা: এর আগে শোনা গিয়েছিল, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বড় পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে রাজকুমার রাও অভিনীত 'ভুল চুক মাফ' (Bhool Chuk Maaf)। এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বি (Rajkummar Rao and Wamiqa Gabbi)। এই ছবির প্রথমে বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা হলেও, তারপরে ঠিক হয়েছিল তা মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। তবে এখন জানা যাচ্ছে, ওটিটি রিলিজের পরিকল্পনা বাতিল করে এই ছবি আবার মুক্তি পাচ্ছে বড়পর্দায়। এর নেপথ্যে রয়েছে একই আইনি জটিলতা। জানা যাচ্ছে, পিভিআর (PVR)-এর তরফ থেকে এই ছবির প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মসের বিরুদ্ধে একই মামলা করেছে। প্রযোজনা সংস্থার কাছে ৬০ কোটি টাকা চেয়ে মামলা করেছে পিভিআর।
পিভিআরের দাবি, এই ছবির মুক্তির জন্য চুক্তি হয়ে গিয়েছিল আগেই। সেই জায়গা থেকে যদি এই ছবি ওটিটিতে মুক্তি পেত, তাহলে ক্ষতির মুখ দেখত পিভিআর। সেই কারণেই পিভিআর মামলা করেছিল। আর এই পরিস্থিতিতে ৬০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছিল পিভিআর। আর তারপরেই মত বদলেছে প্রযোজনা সংস্থা। এই ছবি মে মাসের ২৩ তারিখে এই ছবি বড়পর্দায় মুক্তি পাবে। ১৫ মে অর্থাৎ আজ থেকেই এই ছবির প্রচার শুরু হবে। পিভিআরের সঙ্গে চুক্তি হয়েছে, বড়পর্দায় মুক্তির অন্তত ১ মাস পরে এই ছবিটির ওটিটি মুক্তির দিন ঠিক করতে হবে। সেই মতো শোনা যাচ্ছে, এই ছবির সম্ভাব্য ওটিটি মুক্তির দিন জুন মাসের ৬ তারিখ।
এর আগে, রাজকুমার রাও অভিনীত 'স্ত্রী' মুক্তি পেয়েছিল। বড়পর্দায় খুব ভাল ব্যবসা করেছিল এই ছবি। সদ্য একটি সাক্ষাৎকারে রাজকুমারকে প্রশ্ন করা হয়েছিল, সত্যিই 'স্ত্রী ২' 'দ্য অ্যাভেঞ্জার্স' থেকে অনুপ্রাণিত কি না? রাজকুমার অবাক হয়ে বলেন, 'অ্যাভেঞ্জার্স' থেকে? তখন শো-এর হোস্ট বলেন, 'অনেকেই নাকি এটাকে ভারতীয় অ্যাভেঞ্জার্স বলছেন'? তখন রাজকুমার উত্তরে বলেন, 'ভালই তো। তাহলে এটা স্বীকার করতেই হবে যে এত কম বাজেটে আমরা দ্য অ্যাভেঞ্জার্স বানিয়ে ফেলেছি। এটা তো Amar Kaushik আর Dinesh Vijan-এর জয়।' স্ত্রী ২-এর পরে প্রকাশ্যে এসেছিল রাজকুমার রাও-এর আগামী ছবি 'মালিক' এর ঝলক। ই ছবিটিও সামনেই মুক্তি পাবে।






















