মুম্বই: 'দম লাগাকে হাইসা' (Dum Laga Ke Haisha) ছবির হাত ধরে তাঁর প্রথম বড়পর্দায় পা রাখা। সেই ছবিতে বলিউড দেখেছিল ৯০-কেজির এর অভিনেত্রীকে। ছবির চিত্রনাট্যের জন্য দরকার ছিল এমনই এক অভিনেত্রীর। তারপর সময় পেরিয়েছে, ছবিও পেরিয়ে গিয়েছে। ৬ বছর আর ১২টা ছবি পেরিয়ে সেই নায়িকা এখন ছিপছিপে, তন্বী। একের পর এর সেরা অভিনেত্রীর পুরস্কারে ভারি তাঁর ঝুলি। ভূমি পেডনেকর (Bhumi Pednekar)। আজ তাঁর জন্মদিন।
২০১৫ সালে 'দম লাগাকে হাইসা' ছবির হাত ধরে প্রথম বড়পর্দায় আসেন ভূমি। কিন্তু বড়পর্দার সঙ্গে তাঁর যোগাযোগ বহুদিনের। অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করার আগে 'যশরাজ ফিল্মস'-এ কাজ করতেন ভূমি। তবে ক্যামেরার পিছনে। চক দে ইন্ডিয়া (Chak De! India), রকেট সিং (Rocket Singh: Salesman of The Year)-এর মতো ছবিতে কাস্টিং পরিচালক অভিমুন্য রায় (Abhimanyu Ray)-এর সহকারী হিসেবে কাজ করেছিলেন ভূমি পেডনেকর।
আরও পড়ুন: Box Office Collection: সৃজিতের 'শাবাশ মিতু' নাকি রাজকুমারের 'হিট', বক্স অফিসে লক্ষ্মীলাভ কার?
ক্যামেরার পিছন থেকে সামনের পথটা কিন্তু নেহাত সহজ ছিল না ভূমির। রূপোলি পর্দার সঙ্গে যোগাযোগ থাকলেও ভূমিকে দীর্ঘ অডিশন দিতে হয়েছিল 'দম লাগাকে হাইসা'-র জন্য। শোনা যায়, প্রায় আড়াই মাস ধরে অডিশন দিয়েছিলেন ভূমি। প্রথম অডিশনে মনোনীত হয়েছিলেন তিনি। কিন্তু তারপরের অডিশন চলে প্রায় আড়াই মাস ধরে। বার বার বিভিন্নরকম পরীক্ষা দিতে হয়েছিল ভূমিকে।
'দম লাগাকে হাইসা' ছবির জন্য নিজের ওজন ৯০ কিলো করেছিলেন ভূমি। তার কারণ, ছবির প্রয়োজন। কিন্তু এরপরে কড়া ডায়েট মেনে ওজন ঝরিয়ে ফেলেন ভূমি। নিজের প্রথম ছবি বড়পর্দায় ৪৫ বার দেখেছিলেন ভূমি, আর সবই ছিল স্থানীয় প্রেক্ষাগৃহে।
নিজের প্রথম ছবির উপার্জন দিয়ে ভূমি কী করেছিলেন জানেন কী? তিনি তাঁর বোনকে পড়াশোনার জন্য দিয়ে দিয়েছিলেন প্রায় সমস্ত অর্থই। কেরিয়ারের শুরু থেকেই ভূমি চাইতেন, তিনি তাঁর বোনের পড়াশোনায় অর্থসাহায্য করুন।