কলকাতা: 'তেরে নাম' (Tere Naam) ছবির হাত ধরে বলিউডে পা রাখার পরে কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন তিনি। দীর্ঘদিন পরে, সলমন খানের (Salman Khan) ছবি 'কিসি কা ভাই কিসি কি জান' (Kisi Ka Bhai Kisi Ki Jaan)-এ দেখা যাচ্ছে ভূমিকাকে। এর আগে অবশ্য এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি (M.S. Dhoni: The Untold Story)-র মতো ছবির পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন ভূমিকা। তবে সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে ভূমিকা জানান, এত বছরে তাঁর হাত থেকে বেরিয়ে গিয়েছে একাধিক হিট ছবি!


সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে ভূমিকা জানান, দীর্ঘদিন আগেই 'বাজিরাও মস্তানি' (Bajirao Mastani) বানানোর পরিকল্পনা করেছিলেন সঞ্জয় লীলা ভনশালী (Sanjay Leela Bhanshali)। আর তখন নাকি সেই ছবিতে অভিনয়ের অফার পেয়েছিলেন ভূমিকা। এমনকি, ছবির লুক সেটের জন্য একটি ফটোশ্যুটও করেছিলেন তিনি। সঞ্জয় লীলা ভনশালীর পরিকল্পনামাফিকই সেজেছিলেন তিনি। একটি সিল্কের শাড়ি পরেছিলেন ভূমিকা। 


অভিনেত্রী জানান, ঘিয়ের প্রদীপ নিয়ে ফটোশ্যুট করছিলেন তিনি। হঠাৎ সেই প্রদীপ থেকেই আগুন লেগে যায় ভূমিকায় সিল্কের শাড়িতে। কোনওমতে রক্ষা পান অভিনেত্রী। অবশেষে, সেইসময় স্থগিত হয়ে যায় ছবিটির কাজ। ভূমিকা জানিয়েছিলেন, ২০০৩ সালে মুক্তি পেয়েছিল 'তেরে নাম'। এরপরেই বাজিরাও মস্তানির অফার পেয়েছিলেন তিনি। ছবিটি শেষমেষ তৈরি হয় ও মুক্তি পায় ২০১৫ সালে। মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল রণবীর সিংহ (Ranbir Singh)-কে। মস্তানির ভূমিকায় ছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। কাশীবাঈয়ের ভূমিকায় দেখা গিয়েছিল প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)-কে। 


ভূমিকার কথায়, 'সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সিদ্ধান্ত বদলে যায়। ছবির অফার এলেও আমার 'বাজিরাও মস্তানি' করা হয়নি।' প্রসঙ্গত, ভূমিকা একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 'জব উই মেট' (Jab We Met) লেখা হয়েছিল তাঁকে ভেবেই। এমনি 'মুন্নাভাই এমবিবিএস' (Munna Bhai MBBS) ছবির অফারও প্রথমে এসেছিল তাঁর কাছেই। কিন্তু সেই অফার চলে যায় বিদ্যা বালনের (Vidya Balan) কাছে। অন্যদিকে 'জব উই মেট'-এর মুখ্যচরিত্র হিসেবে কাস্ট করা হয় করিনা কপূর (Kareena Kapoor)-কে।


সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভূমিকা বলেন, 'আমি প্রচুর অফার পেয়েছিলাম। তবে আমি কী কাজ করব সেটা আমি সবসময়েই একটু বেছে নিই। আমি একটি বড় ছবিতে সাক্ষর করেছিলাম। কিন্তু তারপরে সেই ছবিটার প্রযোজনা সংস্থা বদলে যায়, নায়ক বদলে যায় আর ছবির নামও বদলে যায়। তারপর ছবির নায়িকাও বদলে যায়। যদি আমি ছবিটা করতে পারতাম, কাজটা একেবারে অন্যরকম হত। কিন্তু যা কপালে লেখা থাকে, সেটা হবেই। আমি তারপরে ১ বছর অপেক্ষা করলাম, কিন্তু কোনও ছবির সুযোগ পেলাম না। এরপর আরও একটি ছবি করার কথা ছিল আমার। সেটাও হাত থেকে বেরিয়ে গেল।'


আরও পড়ুন: Kareena Kapoor Khan: আমি আগে একজন মা, তারপর অভিনেত্রী: করিনা কপূর খান