নয়াদিল্লি: জনপ্রিয় টেলিভিশন শো বিগ বস ১১-র সূচনা হয়ে গিয়েছে। শোয়ের সূচনায় সঞ্চালক সলমন খানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে বরুণ ধওয়ানকে 'তান তানা তানে'র তালে। এসেছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং তাপস্বী পান্নুও। শোয়ের এই সিজনের সবচেয়ে বড় চমক কি জানেন? বিগ বস ১১ প্রতিযোগীর তালিকায় রয়েছেন ডবল পিএইচডি হোল্ডার, জাদু বিশেষজ্ঞ, পিওনের মেয়ে এবং প্লে বয় ক্লাবের মালিক। তবে ছোটপর্দার পরিচিত মুখও রয়েছেন। যেমন রয়েছেন হিতেন তেজওয়ানি, হিনা খান, শিল্পা শিন্দে, তেমনই রয়েছেন জুবেইর খান, স্বপ্না চৌধুরী (যিনি পিএইচডি পাস) শিবানি দূর্গা (জাদু বিশেষজ্ঞ), জ্যোতি কুমারী (পিওনের মেয়ে, বানদাগি কালরা (ইঞ্জিনিয়ার), পুনীষ শর্মা (গুরুগ্রামের প্লে বয় ক্লাবের মালিক), আকাশ ডাডলানি (মুম্বইয়ের র্যাপার) এবং সব্যসাচী সতপথী।
সাধারণ প্রতিযোগীদের পাশাপাশি রয়েছেন ছবির প্রযোজক বিকাশ গুপ্ত, ভিজে বেনাফসা সুনাওয়ালা এবং আর্শি খান।
বিগ বিস ১১, প্রতিযোগীদের তালিকায় চমক, রয়েছেন ডবল পিএইচডি হোল্ডার, জাদু বিশেষজ্ঞ, পিওনের মেয়ে এবং প্লেবয় ক্লাবের মালিক!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Oct 2017 05:07 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -