মুম্বই: 'বিগ বস'-এর (Bigg Boss) ঘর থেকে বহু অভিনেতা অভিনেত্রীই পরবর্তীকালে বড় পর্দায় কাজের সুযোগ পেয়েছেন। এই নামের তালিকা দীর্ঘ। কখনও অন্য কোনও ছবির পরিচালক, প্রযোজকরা এসে তাঁদের ছবির জন্য মুখ বেছে নিয়ে গিয়েছেন। আবার কখনও সঞ্চালক সলমন খান নিজের ছবিতে কাজের সুযোগ দিয়েছেন। সম্প্রতিই 'বিগ বস'-এর ঘরে এসেছিলেন ছবি নির্মাতা একতা কপূর এবং পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়। তাঁরা তাঁদের আগামী ছবি 'লভ সেক্স অউর ধোকা ২'-এর জন্য 'বিগ বস'-এর (Bigg Boss 16) ঘর থেকে বেছে নিয়েছেন নিমরিত কৌর আলুওয়ালিয়াকে। আর এবার সঞ্চালক সলমন খান (Salman Khan) 'বিগ বস ১৬' প্রতিযোগী প্রিয়ঙ্কা চাহার চৌধুরীকে (Priyanka Chahar Choudhary) আলাদা করে দেখা করতে বললেন। তাহলে কি তিনি তাঁর ছবিতে কাজের সুযোগ দিচ্ছেন অভিনেত্রীকে?


সলমন খানের ছবিতে কাজ পেতে চলেছেন প্রিয়ঙ্কা চাহার চৌধুরী?


সাম্প্রতিক উইকেন্ড কা ভার এপিসোড বেশ গরমাগরম হল। দুই প্রতিযোগী টিনা দত্ত এবং শালিন ভানোতকে কড় শাসন করলেন সলমন খান। তাঁদের সম্পর্ক, তাঁদের রসায়ন থেকে তাঁদের থেকে অপরের প্রতি জন্মানো ঘৃণা এবং উগরে দেওয়া ক্ষোভ, সমস্ত কিছুর উপরই আলোকপাত করলেন বলিউডের ভাইজান। সেই এপিসোডেই কথাবলাকালীন প্রিয়ঙ্কা চাহার চৌধুরীকে তিনি বললেন 'বিগ বস'-এর ঘর থেকে বেরিয়ে তাঁর সঙ্গে দেখা করার জন্য। এরপরই শুরু হয়েছে গুঞ্জন। অন্য আর এক প্রতিযোগী অর্চনা গৌতমের মত, নিজের ছবিতে কাজের সুযোগ দেওয়ার জন্যই প্রিয়ঙ্কাকে দেখা করতে বলেছেন সলমন। 


আরও পড়ুন - Athiya Shetty: অনামিকায় জ্বলজ্বল করছে হিরের আংটি, নেট দুনিয়ায় ভাইরাল আথিয়ার আংটি পরা হাতের ছবি


প্রসঙ্গত, উইকেন্ড কা ভার এপিসোডে নানা সময়ই প্রিয়ঙ্কা চাহার চৌধুরীর ব্যবহারের দিকে আঙুল তুলতে দেখা গিয়েছে সলমন খানকে। অভিনেত্রীকে নানা সময়ই তিনি শুধরে দিয়েছেন। এমনকি এটাও বলতে শোনা গিয়েছে তাঁকে যে, যদি প্রিয়ঙ্কা তাঁর চারিত্রিক বৈশিষ্ঠ্য না বদলান, তাহলে তিনি কাজ পাবেন না। তাই এখন যখন তিনি 'বিগ বস'-এর ঘর থেকে বেরনোর পর প্রিয়ঙ্কাকে দেখা করতে বললেন, তখন স্বাভাবিকবাবেই মনে হচ্ছে, প্রিয়ঙ্কার জন্য অন্য কিছু পরিকল্পনা করেছেন সলমন। যদিও অভিনেতার পক্ষ থেকে অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি এখনও পর্যন্ত। 


অন্যদিকে, এই ঘটনা প্রথমবার নয়। এর আগেও সলমনের ছবিতে কাজের সুযোগ পেয়েছেন বহু 'বিগ বস' প্রতিযোগী। কয়েক সিজন আগেই এই ঘরে প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছিল শেহনাজ গিলকে। তিনিও বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন সলমন খানের ছবি দিয়েই। ভাইজানের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতে অভিনয় করছেন শেহনাজ। এবার কি তাহলে পালা প্রিয়ঙ্কা চাহার চৌধুরীর? উত্তর সময় দেবে।