নয়াদিল্লি: বিগ বস প্রতিযোগী করিশ্মা তান্নার বিরুদ্ধে প্রতারণা, হুমকি দেওয়া ও ব্ল্যাকমেল করার অভিযোগ আনল দিল্লির একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। ওই সংস্থার কর্তা মানস কাটিয়ালের অভিযোগ, ‘উত্তরাখণ্ডের হলদওয়ানিতে একটি বিয়ের অনুষ্ঠানে নাচার জন্য করিশ্মার সঙ্গে চুক্তি করেছিলাম আমরা। এর জন্য তাঁকে অগ্রিম টাকাও দেওয়া হয়। কিন্তু নির্দিষ্ট দিনে করিশ্মা, তাঁর ম্যানেজার পায়েল রাই ও স্টাইলিস্ট সীমা সমর আহমেদ সেখানে যাননি। ফলে আমাদের প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়।’
মানসের আরও অভিযোগ, তাঁরা করিশ্মা ও তাঁর সঙ্গীদের বিমানে দিল্লি নিয়ে এসে সেখান থেকে গাড়িতে হলদওয়ানি নিয়ে যাচ্ছিলেন। মাঝপথে গাড়ির চালককে দিল্লি ফিরে যেতে বলেন করিশ্মা। চালক দিল্লি ফিরে না গেলে তিনি হেনস্থার অভিযোগ করারও হুমকি দেন।
পাল্টা মানসের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ করেছেন করিশ্মা। তাঁর দাবি, ‘আমাকে বলা হয়েছিল মোরাদাবাদে শো আছে। আমরা যখন সেখানে পৌঁছই, তখন জানতে পারি হলদওয়ানিতে শো আছে। আমি প্রথম থেকেই মানসকে বলে আসছিলাম, আমার কোমরে ব্যথা আছে, বেশিদূরে যেতে পারব না। আমি কেন টাকা ফেরত দেব? আমাকে মানসিকভাবে হেনস্থা করার জন্য ওরই ক্ষতিপূরণ হিসেবে টাকা দেওয়া উচিত। মানসের আইনি নোটিসের জবাব দিয়েছেন আমার আইনজীবী তুষার গুজ্জর।’
বিগ বস প্রতিযোগী করিশ্মা তান্নার বিরুদ্ধে প্রতারণা, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগ
Web Desk, ABP Ananda
Updated at:
17 Mar 2018 06:04 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -