মুম্বই: আজ হোলি (Holi 2022)। সারাদেশের মানুষ রঙের উতসব উদযাপন করছেন। সাধারণ মানুষ থেকে তারকারা সকলেই হোলিতে প্রিয়জন, বন্দু, পরিবারের সঙ্গে উদযাপনে ব্যস্ত। আর হোলি সেলিব্রেশনের নানা ক্যামেরাবন্দি মুহূর্তে শেয়ার করে নিচ্ছেন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। মৌনী রায়, করিশ্মা তান্না, করিনা কপূর খান, ক্যাটরিনা কাইফ এবং বলিউডের অন্যান্য তারকারা ইতিমধ্যে হোলি সেলিব্রেশনের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। তেমনই স্বামী কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে হোলি উদযাপনের ছবি ও ভিডিও শেয়ার করলেন বিপাশা বসু (Bipasha Basu)। আর সেই ছবি দেখে ফের জল্পনা বাড়ল তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার।
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে হোলি সেলিব্রেশনের বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন বিপাশা বসু। কোনও ছবিতে তাঁকে হাতে রং মেখে দেখা যাচ্ছে। আবার কোনও ছবিতে স্বামী কর্ণ সিংহের সঙ্গে রোম্যান্টিক মেজাজে। কিন্তু তিনি যে ভিডিও পোস্ট করেছেন, তাতে নেটিজেনরা লক্ষ করছেন অভিনেত্রী হালকা বেবি বাম্প। আর তাতেই তাঁর মা হতে চলার জল্পনা আরও খানিকটা বাড়ল। প্রসঙ্গত, গতকালও তিনি এবং কর্ণ সিংহ রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। সেখানেও পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন অভিনেত্রী। তার সঙ্গে নেট নাগরিকদের নজর এড়ায়নি অভিনেত্রী ঢিলাঢালা পোশাক।
আরও পড়ুন - The Kashmir Files Film: সেঞ্চুরি করল 'দ্য কাশ্মীর ফাইলস', সাতদিনে বক্স অফিস কালেকশন কত হল?
কিছুদিন আগেও স্বামী কর্ণ সিংহ গ্রোভারের (Karan Singh Grover) সঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন বিপাশা বসু। সেই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হতেই গুঞ্জন আরও জোরাল হয়েছে। পাপারাজ্জিদের পোস্ট করা ছবিতে তুলনায় অনেকটাই বড় পোশাক পড়তে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আর সেই পোশাকের মাধ্যমেই নিজের বেবি বাম্প লুকোতে চাইছেন অভিনেত্রী। এমনটাই মনে করছেন নেট নাগরিকরা।
২০১৬ সালের ৩০ এপ্রিল কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিপাশা। যদিও কর্ণ সিংহের এটি প্রথম বিবাহ নয়। এর আগে তাঁর দুটি বিবাহ হয়েছিল।